X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

জম্মুতে ভারতের সেনাক্যাম্পে হামলায় নিহত ৫

বিদেশ ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৫২আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:১০

ভারত অধিকৃত জম্মু-কাশ্মিরের সুঞ্জওয়ান সেনাক্যাম্পে হামলায় পাঁচ সেনাসদস্য নিহত হয়েছেন। লড়াইয়ের মাঝে পড়ে নিহত হয়েছেন এক সেনাসদস্যের বাবা। ওই সেনাসদস্যও নিহত হয়েছেন। এছাড়া চার হামলাকারীও নিহত হয়েছে। শনিবার ভোরে ভারতের ৩৬ ব্রিগেডের সেনাক্যাম্পে এ হামলা চালানো হয়। প্রায় ৩০ ঘণ্টার অভিযানে রবিবার সকালে ক্যাম্পটি মুক্ত করে ভারতীয় বাহিনী।

জম্মুতে ভারতের সেনাক্যাম্পে হামলায় নিহত ৫ রবিবার সকালে ঘটনাস্থলে পৌঁছে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। ২০০৩ সালে জম্মুর সেনা এই ঘাঁটিতে হামলায় ১২ ভারতীয় সেনা নিহত হয়েছিলেন।

হামলাকারীরা কিভাবে সেনাক্যাম্পে প্রবেশ করেছে তা এখনও নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে, শিবিরের পাশের নালা দিয়ে এসে পেছনের দিকের তার কেটে ঘাঁটিতে প্রবেশ করে হামলাকারীরা। ঘটনাস্থলের ৫০০ মিটারের মধ্যেই রয়েছে ওই সেনাক্যাম্পের স্কুল।

জম্মু পুলিশের মহাপরিদর্শক এসডি সিং জামাল বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, শনিবার ভোর চারটা ৫৫ মিনিটের দিকে হামলাকারীদের উপস্থিতি টের পাওয়ার পর তল্লাশি চৌকির সেনাসদস্যরা গুলিবর্ষণ শুরু করে। পরে তারা সেনাদের পরিবার ঘাঁটির যে অংশে থাকে সে অংশে গা ঢাকা দেয়। ফলে সেনাক্যাম্প মুক্ত করতে তল্লাশি অভিযান চালায় ভারতীয় বাহিনী। রবিবার সকাল পর্যন্ত  দফায় দফায় চলে গুলির লড়াই। শেষ পর্যন্ত সকাল সাড়ে ১০টার দিকে সুঞ্জওয়ান সেনাক্যাম্পকে জঙ্গিমুক্ত বলে ঘোষণা করে ভারতীয় সেনাবাহিনী।

জম্মু-কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী নির্মল সিং বলেন, ভারতের সঙ্গে সরাসরি যুদ্ধ করার সাহস নেই পাকিস্তানের। কাপুরুষের মতো সাধারণ মানুষকে নিশানা করছে তারা।

দিল্লিতে ভারতের পার্লামেন্ট ভবনে ২০০১ সালের হামলায় সংশ্লিষ্টতার দায়ে ২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি তিহার জেলে ফাঁসি কার্যকর করা হয় আফজাল গুরুর। ভারতের প্রখ্যাত লেখক অরুন্ধতী রায়সহ বহু মানবাধিকারকর্মী তার বিচারে গুরুতর ত্রুটির কথা তুলে ধরে প্রহসনের বিচারে তাকে ফাঁসি দেয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন। আফজাল গুরুর মৃত্যুবার্ষিকীর পরদিনই এ হামলা চালানো হলো। সূত্র: আনন্দবাজার, দ্য টাইমস অব ইন্ডিয়া, কলকাতা ২৪।

/এমপি/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া