X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ, পাকিস্তান ও রোহিঙ্গা ইস্যুতে কাশ্মিরের পার্লামেন্টে উত্তেজনা

বিদেশ ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১৬আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৫২





জম্মু ও কাশ্মিরের সুঞ্জওয়ান এলাকার সেনা ক্যাম্পে জঙ্গি হামলার ঘটনায় বাংলাদেশি ও রোহিঙ্গাদের পরোক্ষভাবে দায়ী করেছেন জম্মু ও কাশ্মিরের বিধানসভার স্পিকার কবিন্দর গুপ্ত। শনিবার (১০ ফেব্রুয়ারি) সেনা ক্যাম্পটি পরিদর্শনে গিয়ে তিনি বাংলাদেশি ও রোহিঙ্গাদের নিরাপত্তার জন্য হুমকি আখ্যা দেন। পরে বিধানসভার অধিবেশনেও তিনি একই অবস্থান ধরে রাখেন। এ নিয়ে পার্লামেন্ট উত্তপ্ত হয়ে উঠলে একপর্যায়ে তিনি তার বক্তব্য প্রত্যাহার করেন। উত্তপ্ত পার্লামেন্টে এদিন পাকিস্তানের পক্ষে-বিপক্ষেও স্লোগান ওঠে।

জম্মু ও কাশ্মীরের পার্লামেন্ট

শনিবার সকালে সুঞ্জওয়ানের সেনা ক্যাম্পে হামলার পর যখন নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে বন্দুকযুদ্ধ চলছিল তখন ঘটনাস্থল পরিদর্শনে যান কবিন্দর গুপ্ত। ক্যাম্পের প্রধান ফটক পরিদর্শন করেন তিনি। সে সময় কবিন্দর দাবি করেন, ‘আমি ওই নির্বাচনি এলাকায় থাকি, সেখান থেকেই অভিযোগ পেয়েছি। যেভাবে রোহিঙ্গা ও বাংলাদেশিদের প্রবেশ বাড়ছে তাতে তারা নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে।’ সরকারও এই বিষয়টি আমলে নিয়েছে বলে দাবি করেন তিনি।
বিধানসভাতেও নিজের অবস্থানে অনড় থাকেন কবিন্দর। দাবি করেন, কয়েক দশক ধরে জম্মুতে যে রোহিঙ্গারা আছেন, তারা নিরাপত্তার জন্য হুমকি। তবে বিরোধী দল ন্যাশনাল কনফারেন্সের নেতা আকবর লোন তার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, তদন্ত শুরু হওয়ার আগেই এ হামলার জন্য রোহিঙ্গা ও বাংলাদেশি শরণার্থীদের দায়ী করা বিজেপির উচিত হবে না। লোন পাকিস্তানপন্থি স্লোগান দিতে শুরু করেন। আর এ নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়। নিজ দল ন্যাশনাল কনফারেন্সও তার বিরোধিতা করে। লোনের দাবি, বিজেপি সদস্যরা হামলার মূল ইস্যু এড়িয়ে যেতে থাকায় তিনি ওই স্লোগান দিয়েছেন।
ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আব্দুল্লাহ বলেন, বিধানসভায় লোন যে বক্তব্য দিয়েছেন তা দলের কাছে পুরোপুরি অগ্রহণযোগ্য। লোন যে দ্বৈত রাষ্ট্রনীতিকে প্রত্যাখ্যানকারী একটি দলের সদস্য তা তার ভুলে যাওয়া উচিত হয়নি বলেও মন্তব্য করেন ফারুক আব্দুল্লাহ। তার মতে, দায়িত্ব গ্রহণের সময় লোন আল্লাহর নামে যে শপথ নিয়েছিলেন তা তার মনে করা উচিত ছিল। ‘দল তার বক্তব্যের দায় নিচ্ছে না এবং তার মন্তব্যের বিরুদ্ধে নিন্দা জানাচ্ছে’- বলেন ফারুক আব্দুল্লাহ।
ন্যাশনাল কনফারেন্সের কার্যনির্বাহী প্রেসিডেন্ট ওমর আব্দুল্লাহ দলীয় নেতার বক্তব্যে সম্মতি জানিয়েছেন। ওমরকে নিয়ে আবার আক্রমণাত্মক মন্তব্য করেছেন বিজেপির মুখপাত্র জিভিএল নরসিমহা রাও। টুইটারে ওমরকে লক্ষ্য করে তিনি লিখেছেন, ‘দয়া করে এ নাটক বন্ধ করুন। আপনারা কিছু বলেননি বলে যে দাবি করছেন সেটা দিয়েই সব বলা হয়ে যাচ্ছে। পাকিস্তানের পক্ষে গলাবাজি করা বিধায়ককে আপনারা প্রশ্রয় দিচ্ছেন। দল থেকে তাকে এখনই বহিষ্কার করুন। এ বিধায়কের গলাবাজি থেকে এবং কাশ্মির নিয়ে আপনার বাবার সাম্প্রতিক উসকানিমূলক বক্তব্য থেকে দলকে মুক্ত করার চেষ্টা করুন।’ নরসিমহার বক্তব্যের পাল্টা জবাব দেন ওমর। তিনি বলেন, ‘বিধায়ককে নিয়ে আমাদের ভাবতে দিন। আপনারা বরং গত কয়েক বছরে কেন্দ্রীয়ভাবে জোটের অংশীদারদের সঙ্গে নিয়ে জম্মু ও কাশ্মিরকে যে দুর্দশায় ফেলেছেন তার জন্য জনগণের কাছে ক্ষমা চান।’ আরেকটি টুইটে ওমর লিখেছেন, ‘উপত্যকা আর সীমান্তের কথা বাদই দিলাম, জম্মু শহরও আপনাদের হাতে নিরাপদ নয়। সুতরাং বিভ্রান্তি তৈরি করা বন্ধ করুন এবং কীভাবে আপনারা এক জিনিসের সঙ্গে আরেক জিনিস এত সুন্দর করে মিশিয়ে ফেলতে পারেন তা বলুন।’
ফারুক আব্দুল্লাহ বলেন, পাকিস্তান যদি ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চায় তবে দেশটিকে সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে। তা না হলে দেশটিকে এর পরিণাম বয়ে বেড়াতে হবে। ফারুক আব্দুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ ধরনের হামলা চলতে থাকলে ‘ভারতের যুদ্ধে নামা ছাড়া অন্য উপায় থাকবে না।’
এ বিতর্কে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-কেও যুক্ত হতে দেখা যায়। ফারুকের বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে পিডিপি বলে, ‘নিয়ন্ত্রণরেখায় সাম্প্রতিক খণ্ড যুদ্ধ থেকে প্রমাণ হয় আমাদের দেশের জনগণের জন্য যুদ্ধের পরিণাম ভয়াবহ। আগ্রাসনে উদ্বুদ্ধ করার এ প্রবণতার নিন্দা জানাই আমরা এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি, উদ্ভূত সব ইস্যু সমাধানের একমাত্র পথ আলোচনা।’

 

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
ভারতের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা
সর্বশেষ খবর
রেসিপি: মসুরের ডাল দিয়ে হাতে মাখা পুঁই শাক
রেসিপি: মসুরের ডাল দিয়ে হাতে মাখা পুঁই শাক
ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান পাকিস্তান ও ইরানের
ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান পাকিস্তান ও ইরানের
মুক্তিযোদ্ধা চাচাকে হত্যা, ভাতিজার যাবজ্জীবন
মুক্তিযোদ্ধা চাচাকে হত্যা, ভাতিজার যাবজ্জীবন
ডিএনসিসি ও চীনের আনহুই প্রদেশের সহযোগিতামূলক চুক্তি সই
ডিএনসিসি ও চীনের আনহুই প্রদেশের সহযোগিতামূলক চুক্তি সই
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়