X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রুশ বিমানবন্দরে স্বজনদের ভিড়, মরদেহ শনাক্ত হবে ডিএনএ পরীক্ষায়

বিদেশ ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৩৪আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৪১

মস্কো অঞ্চলের রামেনস্কি জেলায় বিধ্বস্ত হওয়া রাশিয়ার বিমানটিতে থাকা নিখোঁজদের খোঁজ পেতে বিমানবন্দরে জড়ো হয়েছেন স্বজনেরা। দেশটির পরিবহনমন্ত্রী জানিয়েছেন, স্বজনদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে আরোহীদের শনাক্ত করার চেষ্টা করা হবে।  রুশ কর্তৃপক্ষ বিমানটি বিধ্বস্ত হওয়ার সময়ের একটি ভিডিও প্রকাশ করেছে। দেশটির জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ৬৫ জন যাত্রীবাহী বিমানটির বেশির ভাগ যাত্রী ছিলেন অরেনবার্গের বাসিন্দা। তাদের মধ্যে রাশিয়া, আজারবাইজান ও সুইজারল্যান্ডের নাগরিক ছিলেন। এছাড়া ৬ জন ক্রু সদস্যের মধ্যে একজন আমেরিকান আদিবাসী ছিলেন বলে জানিয়েছে বিমান কোম্পানি সারাটভ।

রুশ বিমানটির ধ্বংসাবশেষ ও মায়ের সঙ্গে আরোহী শিশু।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত  নাম জানা যাওয়া আরোহীরা হলেন, এভগেনি লিভানভ (১২), ইলিয়া পোলেটায়েভ (১৭), উলাইয়ানা সন (২৮), ক্রিশকেনিটা এলেক্সিনকো (২৫), ওরস্ক শহরের লাইয়ুডমিলা কোভচুগা (৫৩)। এছাড়া বিমানটিতে পাঁচ বছরের মেয়ে নাদেজদা ক্রাসোভাকে নিয়ে ছিলেন ৩২ বছর বয়সী মা ওকসানা ক্রাসোভা। এছাড়া বিমানকর্মী আনসতাসিয়া স্লাভিন্সকায়ার নামও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

মস্কো থেকে কাজাখাস্তানের সীমান্তবর্তী ওরস্ক শহরে যাওয়ার যাত্রীবাহী রুশ বিমানটির ৭১ আরোহী নিহত হয়। এক প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যমটিকে বলেছেন, ‘বিস্ফোরণটি ছিল ব্যাপক। সবকিছু কাঁপছিল। বিমানের পাখার শব্দ শুনলাম তারপর সব নিরব।’ রাশিয়ার পরিবহনমন্ত্রী মাক্সিম সোকোলভ জানিয়েছেন, আরোহীদের মরদেহগুলো খুবই বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের শনাক্ত করা হবে। স্বজনদের খোঁজে মিস্কোর বিমানবন্দরে জড়ো হয়েছেন স্বজনেরা।

বিধ্বস্ত হওয়া বিমানটির ফ্লাইট নম্বর ছিল ৬ডব্লিউ৭০৩। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকোভের বরাতে দেশটির সংবাদমাধ্যম স্পুটনিক নিউজের খবরে বলা হয়েছে, বিমানটির বিধ্বস্ত হওয়ার কারন অনুসন্ধানের বিশেষ কমিটি গঠনের নির্দেশ দেওয়ার পাশাপাশি  নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পুতিন।

রুশ বার্তা সংস্থা ইন্টারফেক্সের খবরে বলা হয়েরেছ রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় বিমানটি বিধ্বস্ত হওয়ার সম্ভাব্য বেশ কয়েকটি কারন খতিয়ে দেখছে। এর মধ্যে আবহাওয়া পরিস্থিতি ও পাইলটের ভুলও রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের খবরে বলা হয়েছে সাত বছরের পুরনো এএন-১৪৮ বিমানটি এক বছর আগে আরেকটি রুশ কোম্পানির কাছ থেকে সারাটভ বিমানটি কিনে নেয়।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
খারকিভে আবাসিক ভবনে রুশ হামলায় আহত ৬
সর্বশেষ খবর
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি