X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ইরানি ঘাঁটিতে হামলায় ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন

বিদেশ ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৩৭আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৩৮

সিরিয়ায় ইরানি সেনাদের ঘাঁটি ও অবস্থানে ইসরায়েলের বিমান হামলার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দফতরের মুখপাত্র মেজর আদ্রিয়ান র‍্যানকিন-গ্যালো ইসরায়েলের যুক্তরাষ্ট্রের এই সমর্থনের কথা ঘোষণা করেছেন। 

ইসরায়েল যুদ্ধবিমান

সাংবাদিকদের মেজর আদ্রিয়ান জানান, ইসরায়েলের অধিকার রয়েছে নিজেকে সুরক্ষিত রাখার। মধ্যপ্রাচ্যে দেশটি আমাদের ঘনিষ্ঠ নিরাপত্তা সহযোগী। দেশটির ভূখণ্ড ও মানুষকে হুমকি থেকে রক্ষা করার অধিকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।

ইরানি ড্রোনকে নিজেদের আকাশসীমায় ভূপাতিত করার দাবি তোলে সিরিয়ায় ইরানের সেনাদের অন্তত ১২টি ঘাঁটি ও অবস্থানে বড় ধরনের হামলা চালায় ইসরায়েল। সিরিয়ায় পাল্টা হামলায় ভূপাতিত হয় ইসরায়েলের একটি যুদ্ধবিমান। এ ঘটনার পর থেকে ইরান-সিরিয়া ও ইসরায়েলের মধ্যে সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, সিরিয়া-ইসরায়েল সীমান্তে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। যদিও যেকোনও সময় তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। উভয়পক্ষ অতীতের যে কোনও সময়ের তুলনায় সশস্ত্র সংঘাতে জড়িয়ে পড়ার জন্য প্রস্তুত রয়েছে।

পেন্টাগন মুখপাত্র উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় সিরিয়ায় ইসরায়েলি সামরিক অভিযানে অংশ নেয়নি। একই তিনি ইরানকে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল কর্মকাণ্ড পরিচালনা থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করেন।

এর আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র হিদার নোয়ার্টও সিরিয়ায় ইসরায়েলি হামলার প্রতি সমর্থনের কথা জানিয়েছিলেন।

এদিকে, সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থক ও ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী এক বিবৃতিতে দাবি করেছে, সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনীর গুলিতে ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনার মধ্যদিয়ে নতুন কৌশলগত পর্যায় শুরু হয়েছে। এর ফলে সিরিয়ার আকাশে ইসরায়েলের হস্তক্ষেপ সীমিত হয়ে পড়বে।

সিরিয়ায় ইসরায়েলি হামলায় উদ্বেগ প্রকাশ করেছে আসাদের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় পরিস্থিতি আরও খারাপের যাতে না যায় সেজন্য সংশ্লিষ্ট সব পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সিরিয়ায় রুশ সেনাদের জীবন হুমকির মুখে পড়ে এমন পদক্ষেপ নিয়েও হুঁশিয়ারির কথা জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। সূত্র: গ্লোবাল রিসার্চ।

 

 

 

/এএ/
সম্পর্কিত
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া