X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জ্যাকব জুমাকে আর প্রেসিডেন্ট পদে চায় না তার দল

বিদেশ ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১১:০৯আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৩০
image

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট পদে জ্যাকব জুমাকে আর দেখতে চাইছে না তার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস-এএনসি। দলীয় সূত্রকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার দলের জাতীয় কার্যনির্বাহী পরিষদের এক বিশেষ বৈঠকে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ জানিয়েছে, জুমাকে  এরইমধ্যে পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করলে তিনি আস্থা ভোটের সম্মুখীন হবেন। সেই ভোটে তার হেরে যাওয়ার সম্ভাবনা প্রবল। দলের পক্ষ থেকে তাই জুমাকে অপসারিত হওয়ার আশঙ্কাও জানানো হয়েছে।

জ্যাকব জুমা
২০১৯ সালের নির্বাচন পর্যন্ত জ্যাকব জুমার দায়িত্বের মেয়াদ রয়েছে। তিনি ২০০৯ সাল থেকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে আছেন। তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ আছে। দুর্নীতির অভিযোগ ওঠার পর গত ডিসেম্বরে জুমা দলের সভাপতির দায়িত্ব থেকে সরে যেতে বাধ্য হন। তার স্থলাভিষিক্ত হয়েছেন সিরিল রামাফোসা। বর্তমানে দলের কোন্ও শীর্ষ পদে নেই জুমা। তবে এখন প্রেসিডেন্ট পদ থেকেও তাকে অপসারণের চিন্তা করছে তার দল। দলের শীর্ষ নেতারা মনে করেন জ্যাকব জুমার বিরুদ্ধে থাকা দুর্নীতির অভিযোগ দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে, যা পরবর্তী নির্বাচনে দলের জন্য খারাপ ফল বয়ে আনতে পারে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের জাতীয় কার্যনির্বাহী পরিষদের সোমবারের বিশেষ বৈঠকেই জুমার ভাগ্য নির্ধারণ হয়। দলের শীর্ষ নেতারা মধ্যরাত পর্যন্ত আলোচনার পর জুমাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। দলের বর্তমান শীর্ষ নেতা রামাফোসা এএনসির জাতীয় নির্বাহী কমিটির বৈঠক থেকে বের হয়ে জ্যাকব জুমার বাসায় যান। দুই দিনের মধ্যে  প্রেসিডেন্ট পদত্যাগ না করলে তাকে অপসারণ করা হবে বলে সতর্ক করেন তিনি। জুমার বাসা থেকে ফিরে তিনি আবারও বৈঠকে যোগ দেন। এখনও দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসেনি। তবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দলের কয়েকজন নেতা বলেছেন, এই দাবি না মানলে পার্লামেন্টে আস্থা ভোটের মুখোমুখি হতে হবে জুমাকে। আর এবার ভোট হলে তার হেরে যাওয়ার সম্ভাবনাই বেশি।

জ্যাকব জুমা নিজ দলের আনুষ্ঠানিক অনুরোধে সাড়া দিবেন কিনা বিষয়টি এখনও পরিষ্কার নয়। মঙ্গলবারই তাকে চিঠির মাধ্যমে এই অনুরোধ করা হবে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করা খুব কঠিন হবে। কিন্তু দলের সমর্থন হারানোর পরও জুমা স্বেচ্ছায় পদত্যাগ না করে কৌশলগতভাবে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে থাকতে চাইবেন। আর এটা হলে তাকে পার্লামেন্টে আস্থা ভোটের মুখোমুখি হতে হবে।  দলের অভ্যন্তরেই গ্রহণযোগ্যতা হারানোর কারণে আস্থা ভোটে জুমার জেতার সম্ভাবনা ক্ষীণ।

দলের অভ্যন্তরে জুমাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা চলমান থাকা অবস্থায় বেশকিছু বিরোধী দল প্রেসিডেন্টের বিরুদ্ধে আস্থা ভোটের দাবি জানান। ২২ তারিখ ওই ভোটের তারিখ নির্ধারিত হয়। এবার ৪৮ ঘণ্টার মধ্যে তাকে পদত্যাগ করতে বলায় নির্ধারিত দিনের আগেই তার বিরুদ্ধে অনাস্থা আনা হতে পারে। এভাবেই পার্লামেন্ট বিলুপ্ত করে নতুন নির্বাচনের পথে এগিয়ে যেতে পারে দক্ষিণ আফ্রিকা। পূর্ববর্তী প্রেসিডেন্ট থাব এমবেকি ২০০৮ সালে পদত্যাগ করেন। তিনিও তার সহকারীর সঙ্গে ক্ষমতা নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। তার সহকারী জ্যাকব জুমা পরের বছর প্রেসিডেন্টের দায়িত্ব নেন।

 

/আরএ/বিএ/
সম্পর্কিত
নাইজেরিয়ায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা