X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সীমানা পুননির্ধারণ নিয়ে মালেশিয়ার বিরোধী দলের আপত্তি

বিদেশ ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৪১আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৫৩

 

কয়েকটি নির্বাচনী এলাকার সীমানা পুননির্ধারণ করার পরিকল্পনা চূড়ান্ত করেছে মালেশিয়ার সরকার।  আগস্টে অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রধানমন্ত্রী নজিব রাজ্জাককে সুবিধা পাইয়ে দিতেই ওই পরিকল্পনা করা হচ্ছে দাবি করে মঙ্গলবার তাতে আপত্তি জানিয়েছে, মালেশিয়ার বিরোধী দল এবং একটি নির্বাচন পর্যবেক্ষক সংস্থা।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক। পুরনো ছবি

দেশটির নির্বাচন কমিশন মালেশিয়ার ২২২টি আসনের ভেতেরে প্রায় অর্ধেকের সীমানা পুননির্ধারণ বিষয়ে কাজ করছে। বিরোধীদের দাবি, সীমানা পুননির্ধারণের পরিকল্পনা অসাংবিধানিক এবং নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে নেওয়া একটি সিদ্ধান্ত। নজিব রাজ্জাকের নেতৃত্বাধীন ‘বারিসান ন্যাশনাল’ জোট সরকারি ক্ষমতা ব্যবহার করে নির্বাচনে সুবিধা নিতে চায়। সরকার অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।

পর্যবেক্ষকরা বলছেন, সীমানা পুননির্ধারণের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে খুব সুস্পষ্ট নৃতাত্বিক সাদৃশ্য চিহ্নিত করা যাবে। মালেশিয়ায় নৃতাত্বিক বৈশিষ্ট্যের ভিত্তিতে ভোট দেওয়ার প্রবণতা আছে।

বিরোধী দলীয় জোট ‘পাকাতান হারাপানের’ নেতা ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল বলেছেন, ‘যে পরিমাণ আপত্তি উঠেছে, তাতে নির্বাচন কমিশনের উচিত আপত্তিগুলো আমলে নেওয়া।’

৩০ হাজার ভোটারের পক্ষে ওয়ান আজিজাহ এবং নির্বাচন পর্যবেক্ষক সংস্থা বেরশিহর ২০০ টি আপত্তিপত্র জমা দিয়েছে নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশনের অফিস সেলাঙ্গর প্রদেশে। সেলাঙ্গর মালেশিয়ার সবচেয়ে ধনী এবং সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা। সেখানে ভোটার প্রায় ২৩ লক্ষ। সেলাঙ্গরের প্রাদেশিক সরকার আবার বিরোধী জোটের প্রভাবাধীন।

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আদালতে গেলে, আদালত তা খারিজ করে দিয়েছিল। এরপর নির্বাচন কমিশন সীমানা পুননির্ধারণের সিদ্ধান্তটি জনসাধারণের মূল্যায়নের জন্য এক মাস সময় বেঁধে দেয়। বেরিশের সভাপতি মারিয়া চিন আব্দুল্লাহ বলেছেন, ‘রিভিউয়ের সময় শেষ হচ্ছে বুধবার। এরপর নির্বাচন কমিশন পুননির্ধারিত সীমানার ফাইল প্রধানমন্ত্রী নজিব রাজ্জাকের কাছে পাঠিয়ে দেবে। তারপর তা সংসদে উত্থাপিত হবে পাশ করানোর জন্য। কমিশন যদি সীমানা পুননির্ধারণ করে সরকারকে সুবিধা পাইয়ে দিতে চায় তাহলে এই নিয়ে মূল্যায়ন আহ্বান করার দরকার ছিল না।’

উল্লেখ্য, বিরোধী দলীয় জোটের প্রধানমন্ত্রী প্রার্থী মহাথির মোহাম্মদ। তিনি ২২ বছর মালেশিয়ার ক্ষমতায় ছিলেন।ক্ষমতায় থাকাকালীন মহাথিরের বিরুদ্ধেও সীমানা পুননির্ধারণ প্রভাবিত করার অভিযোগ উঠেছিল। মহাথিরের একসময়ের ঘনিষ্ঠ সহযোগী নজিব রাজ্জাক মহাথিরের মতোই সব অভিযোগ অস্বীকার করেছেন।

 

/এএমএ/জেজে/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা