X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের ড্রিমার অভিবাসী তাড়ানোর সিদ্ধান্তের বিরুদ্ধে আরও একটি আদালতের রুল

বিদেশ ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১০:১৩আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১০:২১
image

সান ফ্রান্সিকোর আদালতের পর এবার‘ড্রিমার প্রকল্প’ বাতিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তটির বিরুদ্ধে রুল জারি করেছে ব্রুকলিনের আদালত। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিচারপতি নিকোলাস গারোফিসের জারি করা রুলে বলা হয়, রিপাবলিকান প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী মার্চে ‘ড্রিমার কর্মসূচি’ বাতিল করা যাবে না।  ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি জানিয়েছে।

ড্রিমার কর্মসূচি বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ
শৈশবে বাবা-মায়ের সঙ্গে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো অভিবাসীদের কাজের অনুমতি দিতে ‘ড্রিমার’ কর্মসূচি ঘোষণা করেছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন। এর আওতায় কয়েক লাখ অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো থেকে বিরত ছিল হোয়াইট হাউস। তাদের যুক্তরাষ্ট্রে বৈধভাবে কাজের অনুমতি দেওয়া হয়েছিল। এর মাধ্যমে মূলত তরুণ অনিবন্ধিত অভিবাসীদের সুরক্ষা দিতে চেয়েছিল ওবামা প্রশাসন। এ কর্মসূচির দাফতরিক নাম ‘ডেফারড অ্যাকশন ফর চিলড্রেন অ্যারাইভাল’ (ডিএসিএ)। এ কর্মসূচির সুযোগ নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস,পড়াশোনা ও কর্মসংস্থানের সুযোগ পান প্রায় ৭ লাখ তরুণ। এই তরুণদের বলা হয় ‘ড্রিমার’। তবে গত সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি সমাপ্তির ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। এর মধ্য দিয়ে মার্চ থেকে বিতাড়িত হওয়ার হুমকিতে পড়েন ড্রিমাররা।

৯ জানুয়ারি ট্রাম্প প্রশাসনের সেই সিদ্ধান্ত বাতিলের জন্য রুল জারি করে সান ফ্রান্সিসকোর আদালত। এবার একই কাতারে যুক্ত হলো ব্রুকলিনের আদালত। মঙ্গলবার বিচারপতি নিকোলাস গারোফিস ট্রাম্প ঘোষিত সিদ্ধান্তটি আটকে দেন। একে ফেডারেল সরকারের বিরুদ্ধে মামলাকারী ডেমোক্র্যাটিক স্টেট অ্যাটর্নি জেনারেল ও অভিবাসীদের জন্য জয় বলে উল্লেখ করেছে রয়টার্স। বিচারপতি নিকোলাস গারোফিস বলেন, প্রশাসন ডিএসিএ কর্মসূচি বাতিল করতে পারে, কিন্তু এটি বাতিলের জন্য গত সেপ্টেম্বরে যে যুক্তি দেখানো হয়েছিল তা স্বেচ্ছাচারী।  

সেপ্টেম্বরে ট্রাম্প ড্রিমার কর্মসূচি বাতিল করার পর ৫ মার্চ থেকে ড্রিমার অভিবাসী বিতাড়ন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সান ফ্রান্সিকোর ফেডারেল আদালত ৯ জানুয়ারি ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে রুল জারি করে। বিচারপতি উইলিয়াম আলসুপ বলেন, যেহেতু মামলার নিষ্পত্তি হয়েছে সেক্ষেত্রে অবশ্যই এই কর্মসূচি বহাল রাখতে হবে। রুলে বলা হয়,যারা এই কর্মসূচির আওতায় আগে কখনও সুরক্ষা পাননি তাদের কাছ থেকে নতুন আবেদন গ্রহণের প্রক্রিয়া চালানোর দরকার নেই। তবে যারা আগে এই কর্মসূচির আওতায় সুরক্ষিত ছিলেন তাদের আবেদন নবায়নের প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন বিচারপতি উইলিয়াম। সান ফ্রান্সিসকোর আদালতের রুলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয় ট্রাম্প প্রশাসন। ওই আবেদনটি কিভাবে বিবেচনা করা হবে তা নিয়ে শুক্রবার ৯ বিচারপতি বৈঠকে বসতে যাচ্ছেন। আদালত যদি মামলাটির শুনানি করার সিদ্ধান্ত নেয় তবে এ ব্যাপারে শুক্রবার দুপুরেই ঘোষণা আসতে পারে। আর সিদ্ধান্ত জানানো হবে জুনের শেষে।

/এফইউ/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা