X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কে এই নিকোলাস ক্রুজ?

বিদেশ ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১০:০২আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১০:১২
image

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের স্কুলে ১৭ শিক্ষার্থীকে গুলি করে হত্যার ঘটনায় এরইমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। সন্দেহভাজন হিসেবে আটক হওয়া ১৯ বছর বয়সী তরুণ নিকোলাস ক্রুজের পূর্ববর্তী কর্মকাণ্ডকে ঘিরে এ তদন্ত চলছে। কে এই নিকোলাস ক্রুজ? কেমন ছিল তার আচরণ? কেনইবা সে স্কুলে হামলা চালালো? পুলিশ ও সাবেক সহপাঠীদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিকোলাস ক্রুজ ওই স্কুলেরই সাবেক শিক্ষার্থী। বিশৃঙ্খলামূলক কর্মকাণ্ডের দায়ে তাকে বহিষ্কার করা হয়েছিল। বন্দুক ও ছুরি ভালোবাসতো সে। আবার কেউ কেউ বলছেন, নিকোলাস ক্রুজ শান্ত স্বভাবের ছিল কিন্তু রেগে গেলে তার আচরণ পাল্টে যেতো।

বুধবার নিকোলাস ক্রুজকে আটক করে পুলিশ
বুধবার (১৪ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পার্কল্যান্ডে মারজোরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলে ঢুকে পড়া বন্দুকধারীর হামলায় অন্তত ১৭ জন নিহত হয়।এক ঘণ্টারও বেশি সময় ধরে গোলাগুলির পর হামলাকারী হিসেবে আটক করা হয় ওই স্কুলের সাবেক ছাত্র নিকোলাস ক্রুজকে। শৃঙ্খলাভঙ্গের দায়ে স্টোনম্যান ডগলাস হাই স্কুল থেকে ১৯ বছরের ওই তরুণকে এক সময় বহিষ্কার করা হয়েছিল। সেই ফিরে এসে হামলা চালিয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শৃঙ্খলাভঙ্গের কথা বলা হলেও ঠিক কী কারণে নিকোলাস ক্রুজকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল তা জানা যায়নি।ব্রোওয়ার্ড কাউন্টি শেরিফ স্কট ইসরায়েল জানিয়েছেন আটক করার সময় ক্রুজের কাছ থেকে বেশ কয়েকটি ম্যাগাজিন এবং একটি এআর-১৫ রাইফেল উদ্ধার করা হয়েছে। ইসরায়েল বলেন, ‘আমরা এরইমধ্যে তার ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের তৎপরতা সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছি। কিছু কিছু ক্ষেত্রে তার মাথায় এমন জিনিস আসতে দেখা গেছে যা খুব বিদঘুটে।’

স্কুলে কিছুদিন ক্রুজের সঙ্গে পড়াশোনা করেছেন স্টোনম্যান ডগলাস হাই স্কুলের শিক্ষার্থী চ্যাড উইলিয়ামস। তিনি জানান, স্কুলে ক্রুজ খুব উল্টাপাল্টা কর্মকাণ্ড চালাতো। দিনের পর দিন ফাযার অ্যালার্ম বাজাতো। শেষ পর্যন্ত তাকে অষ্টম গ্রেডে থাকার সময় বহিষ্কার করা হয়। 

উদ্ধার হওয়া শিক্ষার্থীরা মা-বাবাকে জড়িয়ে ধরেন
উইলিয়ামস জানান, সম্প্রতি তিনি স্কুলের সামনে বন্দুক সংক্রান্ত বেশ কয়েকটি প্রকাশনা হাতে ক্রুজকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন। তিনি ভেবেছিলেন, ক্রুজ বোধহয় তার ছোট ভাই-বোন কাউকে স্কুল থেকে আনতে গেছে। উইলিয়ামস রয়টার্সকে বলেন, ‘সে বন্দুকের জন্য মরিয়া ছিল। একরকম সমাজচ্যুত ছিল সে। তার খুব একটা বন্ধু-বান্ধব ছিল না। সে হাসির জন্য যেকোনও কিছুই করতে পারতো কিন্তু তার সমস্যা ছিল।’

জিলিয়ান ডেভিস নামের আরেক সহপাঠী রয়টার্সকে জানান, তার যতটুকু মনে পড়ে ক্রুজ শান্তু আর লাজুক প্রকৃতির ছিল। রেগে গেলে তার ব্যক্তিত্ব অনেকখানিই পাল্টে যেতো। সে বন্দুক ও ছুরি নিয়ে অনেক কথা বলতো কিন্তু কেউ তার কথা অতোটা গুরুত্ব সহকারে নিতো না।’

মিয়ামি হেরাল্ডের গণিতের শিক্ষক জিম গার্ড জানান, ক্রুজের ব্যাকপ্যাক নিয়ে স্কুলে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল।  জিম গার্ড বলেন, ‘গত বছর সে শিক্ষার্তীদেরকে হুমকি দিয়েছিল এবং আমার ধারণা তাকে ক্যাম্পাস ত্যাগ করতে বলা হয়েছিল।’ ক্রুজের ব্যাপারে সতর্ক করে প্রশাসনের পক্ষ থেকে শিক্ষকদের কাছে একটি ইমেইল পাঠানো হয়েছিল বলেও জানান গার্ড।

আলাদা করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে জিম গার্ড বলেন, ক্রুজকে গ্রেফতারের খবরে তিনি বিস্মিত হয়েছেন। ‘সে ক্লাসে বেশ শান্ত ছিল, নিকের সঙ্গে আমার কোনও সমস্যা ছিল না। আমার ক্লাসের কোনও কোনও মেয়ে বলতো যে কিছু মেয়ের সঙ্গে তার ঝামেলা ছিল, কিন্তু এগুলো শোনা কথা। আমার ক্লাস চলাকালীন প্রশাসনের কাছ থেকে উদ্বেগ জানিয়ে দুই একবার ইমেইল দেওয়া হয়েছে। কিন্তু ঠিক সেখানে কী বলা ছিল তা আমি মনে করতে পারছি না।’ 

/এফইউ/
সম্পর্কিত
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
বাংলাদেশকে ‘সিকিউরিটি প্রোভাইডার’ দেশ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
সর্বশেষ খবর
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৬
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৬
কুষ্টিয়ার তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস
কুষ্টিয়ার তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের