X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নির্বাচনে হ্যাকিং ঠেকাতে ১০০ কোটি ডলার বরাদ্দের প্রস্তাব ডেমোক্র্যাটদের

বিদেশ ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:২৭আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:২৯

মার্কিন কংগ্রেসের বিরোধী দল ডেমোক্র্যাট পার্টির প্রতিনিধিরা দেশটির নির্বাচনে হ্যাকিং ও সাইবার হামলা ঠেকাতে বড় অংকের বাজেট বরাদ্দের প্রস্তাব করেছেন। ২০১৮ সালের মধ্যবর্তী নির্বাচনেও রাশিয়া হ্যাকিংয়ের মাধ্যমে নির্বাচনের ফলাফল প্রভাবিত করতে পারে, এমন আশঙ্কার মুখে ডেমোক্র্যাটদের পক্ষ থেকে এই প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলোসি

মার্কিন কংগ্রেসের নিম্ন কক্ষ প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলোসি এই প্রস্তাব সম্পর্কে বলেন, ‘আমরা রাশিয়াকে উপহাস ও গত বারের মতো সফল হওয়ার আনন্দ পাওয়ার সুযোগ দিতে পারি না।’

এক সংবাদসম্মেলনে ডেমোক্র্যাট নেতা আরও বলেন, ‘তাদের (রাশিয়া) উদ্দেশ্য গণতন্ত্রকে হেয় প্রতিপন্ন করা।’

এর আগেও অবশ্য নির্বাচনকালীন নিরাপত্তা নিয়ে অনেকগুলো বিল উত্থাপিত হয়েছে। এদের কয়েকটিতে ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয়পক্ষের সমর্থন ছিল। তারপরও সেগুলো আইনে পরিণত হয়নি। যে বিলটা এবার প্রস্তাব করা হয়েছে সেটি এ বিষয়ে এ পর্যন্ত হওয়া সবচেয়ে বেশি পরিণত প্রস্তাব। কিন্তু এর পক্ষে রিপাবলিকানদের কোনও সমর্থনকারী নেই। ফলে আগেরগুলোর মতো এটির একই ভাগ্যবরণ করতে পারে।

২০১৬ সালের মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি তদন্ত করছে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো। ওই নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত। ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প ও তার সহযোগীদের সঙ্গে রাশিয়ার যোগাযোগের তথ্য প্রকাশিত হয়েছে।

১৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের পক্ষ থেকে সিনেট ইন্টেলিজেন্স কমিটিকে জানানো হয়েছে, রাশিয়া আবারও একই চেষ্টা করবে। রাশিয়ার লক্ষ্য যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থাকে হেয় প্রতিপন্ন করা। দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার (এনআইএ) প্রধান ড্যান কোটস দাবি করেছেন, নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে এরই মধ্যে আলামত পেয়েছেন তারা। তিনি বলেন, আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনকে লক্ষ্য করে রাশিয়া অগ্রসর হচ্ছে। খোলাখুলি বলছি, যুক্তরাষ্ট্র আক্রান্ত।’

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর মতে, রাশিয়ার পাশাপাশি অন্যান্য বিদেশি শক্তিও দেশটির নির্বাচনের সময়ে হ্যাকিং আক্রমণসহ অন্যান্য কৌশল ব্যবহার করে গণতান্ত্রিক ব্যবস্থাকে বিপর্যস্ত করে তোলার চেষ্টা করতে পারে।

 

/এএমএ/এএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!