X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

অরুণাচলে মোদির সফরে ক্ষুব্ধ চীন

বিদেশ ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:০০আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:১৬

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অরুণাচল প্রদেশ সফর করায় উষ্মা ও ক্ষোভ প্রকাশ করেছে প্রতিবেশী চীন। বৃহস্পতিবার ভারতকে সতর্ক করে দিয়ে চীন বলেছে, নয়াদিল্লির এমন কোনও কাজ করা উচিত হবে না যাতে পরিস্থিতি জটিল আকার ধারণ করে। বার্তা সংস্থা সিনহুয়ার সূত্রে এ খবর দিয়েছে রয়টার্স।

অরুণাচলে ভাষণ দেন মোদি

অরুণাচল নিয়ে ভারত ও চীনের বিরোধ দীর্ঘদিনের। চীন অরুণাচলকে ‘দক্ষিণ তিব্বত’ হিসেবে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে। যদিও অঞ্চলটি ভারতের নিয়ন্ত্রণে রয়েছে। ভারতীয় দাবি প্রতিষ্ঠা করার জন্য সেখানে ভারতের কোনও নেতার সফর মেনে নিতে চায় না চীন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শং বলেন, ‘চীন-ভারত সীমান্ত বিরোধ নিয়ে চীনের অবস্থান সুষ্পষ্ট। চীন সরকার কখনোই তথাকথিত অরুণাচল প্রদেশকে ভারতের হিসেবে স্বীকৃতি দেয়নি। চীন একই সঙ্গে ওই এলাকায় ভারতীয় নেতাদের সফরের বিরোধী। আমরা ভারতের কাছে এর তীব্র প্রতিবাদ জানাবো।’

গেং শং আরও জানান, চীন ও ভারতের ভেতর সীমান্ত বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য একটি গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে। ভারতের উচিত না এমন কিছু করা যাতে পরিস্থিতি খারাপ হয়। চীন আশা করে ভারত সমঝোতা মেনে চলবে।

গত বছর চীন ও ভারতের সেনা বাহিনী সীমান্তে মুখোমুখি অবস্থান নিয়েছিল। ১৯৬২ সালে সীমান্ত বিরোধের জেরে চীন –ভারত যুদ্ধে জড়িয়েছিল।

এদিকে অরুণাচল সফর সম্পর্কে মোদি টুইটারে লিখেছেন, ‘অরুণাচল সফর ও সেখানকার চমৎকার মানুষদের সঙ্গে দেখা করে আমি খুব খুশি।’ অরুণাচলের রাজধানী ইটানগরে মোদি একটি সম্মেলনকেন্দ্র উদ্বোধন করেছেন। সেখানে তিনি জানান, প্রাদেশিক সরকার উন্নয়নের জন্য ২০২৭ সাল পর্যন্ত চমৎকার পথনকশা তৈরি করেছে।

 

/এএমএ/এএ/
সম্পর্কিত
বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
সর্বশেষ খবর
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
ট্যুর অপারেশনে ব্যাংকে থাকতে হবে ১০ লাখ টাকা
ট্যুর অপারেশনে ব্যাংকে থাকতে হবে ১০ লাখ টাকা
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে