X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ফ্লোরিডার স্কুলে হামলার ঘটনায় ক্রুজের ‘স্বীকারোক্তিমূলক জবানবন্দি’

বিদেশ ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৫৩আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১২:২৯
image

ফ্লোরিডার স্কুলে গুলি করে ১৭ জনকে হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার নিকোলাস ক্রুজ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে দাবি করেছে পুলিশ। নিকোলাস জানিয়েছে, স্কুলের হলওয়ে এবং মাঠে থাকা শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি করেছে সে। বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে প্রকাশিত গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদনকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস খবরটি জানিয়েছে।

বৃহস্পতিবার ক্রুজকে আদালতে হাজির করা হয়
বুধবার (১৪ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পার্কল্যান্ডে মারজোরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলে ঢুকে পড়া বন্দুকধারীর হামলায় অন্তত ১৭ জন নিহত হয়। এক ঘণ্টারও বেশি সময় ধরে গোলাগুলির পর হামলাকারী হিসেবে আটক করা হয় ওই স্কুলের সাবেক ছাত্র নিকোলাস ক্রুজকে। শৃঙ্খলাভঙ্গের দায়ে স্টোনম্যান ডগলাস হাই স্কুল থেকে ১৯ বছরের ওই তরুণকে এক সময় বহিষ্কার করা হয়েছিল।

বৃহস্পতিবার পুলিশের গ্রেফতারি প্রতিবেদনে বলা হয়, হামলার সময় ক্রুজ একটি কালো ব্যাগ ও একটি ব্যাকপ্যাক বহন করছিলো। সেখানে ম্যাগাজিন রাখা ছিল। বুধবার দুপুর ২টা ১৯ মিনিটের দিকে একটি উবারে করে মারজোরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলে পৌঁছায় ক্রুজ। এরপর আধা স্বয়ংক্রিয় এআর-১৫ রাইফেল বের করে গুলি ছুড়তে শুরু করে। একটি ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় পাঁচটি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদেরকে গুলি করে সে। পরে আতঙ্কে ছুটোছুটি করতে থাকা শিক্ষার্থীদের ভিড়ের সঙ্গে মিশে পালিয়ে যায় ক্রুজ। স্কুল এলাকা থেকে পালানোর পর ওয়ালমার্টের দিকে যায় সে এবং পথে পানীয় কেনে। ম্যাকডোনাল্ডেও থামে ক্রুজ। বেলা ৩টা ৪১ মিনিটের দিকে একটি আবাসিক এলাকার রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ক্রুজকে গ্রেফতার করা হয়।

পুলিশ কর্মকর্তা মাইকেল লিওনার্ড বলেন, ‘তাকে হাই স্কুল শিক্ষার্থীর মতোই লাগছিল, ক্ষণিকের মধ্যেই আমার মাথায় আসলো আমি যাকে খুঁজছি এ বোধহয় সেই।’

নিকোলাস ক্রুজের বিরুদ্ধে ১৭টি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ দায়ের করা হয়েছে। মুচলেকা ছাড়াই তাকে ব্রোওয়ার্ড কাউন্টি জেলে আটক রাখার নির্দেশ দিয়েছে আদালত।  

নিকোলাস ক্রুজ ডগলাস স্কুলেরই সাবেক শিক্ষার্থী। বিশৃঙ্খলামূলক কর্মকাণ্ডের দায়ে তাকে বহিষ্কার করা হয়েছিল। স্কুলে কিছুদিন ক্রুজের সঙ্গে পড়াশোনা করেছেন স্টোনম্যান ডগলাস হাই স্কুলের শিক্ষার্থী চ্যাড উইলিয়ামস। তিনি জানান, স্কুলে ক্রুজ খুব উল্টাপাল্টা কর্মকাণ্ড চালাতো। দিনের পর দিন ফায়ার অ্যালার্ম বাজাতো। শেষ পর্যন্ত তাকে অষ্টম গ্রেডে থাকার সময় বহিষ্কার করা হয়। উইলিয়ামস জানান,সম্প্রতি তিনি স্কুলের সামনে বন্দুক সংক্রান্ত বেশ কয়েকটি প্রকাশনা হাতে ক্রুজকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন। তিনি ভেবেছিলেন, ক্রুজ বোধহয় তার ছোট ভাই-বোন কাউকে স্কুল থেকে আনতে গেছে। উইলিয়ামস রয়টার্সকে বলেন, ‘সে বন্দুকের জন্য মরিয়া ছিল। একরকম সমাজচ্যুত ছিল সে। তার খুব একটা বন্ধু-বান্ধব ছিল না। সে হাসির জন্য যেকোনও কিছুই করতে পারতো কিন্তু তার সমস্যা ছিল।’

জিলিয়ান ডেভিস নামের আরেক সহপাঠী রয়টার্সকে জানান, তার যতটুকু মনে পড়ে ক্রুজ শান্তু আর লাজুক প্রকৃতির ছিল। রেগে গেলে তার ব্যক্তিত্ব অনেকখানিই পাল্টে যেতো। সে বন্দুক ও ছুরি নিয়ে অনেক কথা বলতো কিন্তু কেউ তার কথা অতোটা গুরুত্ব সহকারে নিতো না।’

/এফইউ/
সম্পর্কিত
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
সর্বশেষ খবর
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া