X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে গিয়ে আটক উত্তর কোরীয় নাগরিক

বিদেশ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৪৫আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১৯

 

বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় এক উত্তর কোরীয় নাগরিককে গ্রেফতার করেছে দেশটির সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার পোরুস ভারত-বাংলা আন্তর্জাতিক সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে গিয়ে আটক উত্তর কোরীয় নাগরিক

গ্রেফতারকৃত উত্তর কোরীয় নাগরিকের নাম ঝুং হো (৩০)। তার কাছে একটি উত্তর কোরিয়ার বৈধ পাসপোর্ট থাকলেও তাতে কোনও ভিসা ছিল না।

ঝুং হো দাবি করেছেন, তিনি দুই বছর ধরে বাংলাদেশে একটি উত্তর কোরীয় খনিযন্ত্র নির্মাণকারী কোম্পানিতে কাজ করছেন। তিনি ভারতে ঘুরে বেড়ানোর জন্য ভ্রমণ ভিসার আবেদন করেও পাননি।

বিএসএফের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি বলেছেন তিনি কলকাতাসহ ভারতের বিভিন্ন অংশ ঘুরে দেখতে চান। তবে ভ্রমণ ভিসা পেতে জটিলতা হওয়ায় তিনি অবৈধ পথে ভারতে প্রবেশ করেছেন। বাংলাদেশে দুই বছর কাজ করার কারণে তিনি সামান্য বাংলা ও ইংরেজি কথা বলতে শিখেছেন। তার কাছে উত্তর কোরিয়ার একটি বৈধ পাসপোর্ট রয়েছে।

গ্রেফতারের পর বিএসএফ কর্মকর্তারা তাকে স্বরুপনগর থানায় হস্তান্তর করেছেন। সেখানে বাংলা ও ইংরেজি মিলিয়ে তার বক্তব্য বোঝার চেষ্টা করা হয়েছে। পরে স্থানীয় আদালতে হাজির করা হলে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ সীমান্ত পার হওয়ার জন্য দালালদের মোটা অংকের অর্থ দেওয়ার কথা স্বীকার করেছেন ঝুং হো।

উত্তর ২৪ পরগনার একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আটক ব্যক্তি উত্তর কোরিয়ার একটি রাষ্ট্রীয় কোম্পানির ব্যবস্থাপনা পর্যায়ে চাকরি করেন বলে নিশ্চিত হওয়া গেছে। ঢাকায় উত্তর কোরিয় দূতাবাসেই কোম্পানির কার্যালয় রয়েছে। কিন্তু ভিসার জন্য ধৈর্য্য ধরে অপেক্ষা না করে ভারতে প্রবেশের জন্য এমন পথ কেন বেছে নিলেন তার কোনও সদুত্তর দিতে পারেননি তিনি।

বিষয়টি নিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে পশ্চিমবঙ্গ সরকার।

 

/আরএ/এএ/
সম্পর্কিত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
ভারতের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা
সর্বশেষ খবর
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক