X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

রুশ নাগরিকদের বিরুদ্ধে এফবিআই’র অভিযোগ ‘বাজে কথা’: রাশিয়া

বিদেশ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৪৭আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৫০

 

২০১৬ সালের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের বিষয়ে ১৩ রুশ নাগরিকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগকে ‘বাজে কথা’ বলে নাকচ করে দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। শনিবার জার্মানিতে এক নিরাপত্তা সম্মেলনে তিনি বলেন, প্রমাণ না পাওয়া পর্যন্ত এই বিষয়ে তিনি আর কোনও মন্তব্য করবেন না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

সের্গেই ল্যাভরভ

শুক্রবার মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়ার ১৩ নাগরিকের বিরুদ্ধে অভিযোগ আনে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। এছাড়া তিনটি রুশ কোম্পানির বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ আনা হয়েছে। অভিযোগের প্রধান তদন্তকারী ও এফবিআই’র সাবেক পরিচালক রবার্ট মুলার শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) অভিযুক্তদের নাম ঘোষণা করেন।

জার্মানির মিউনিখে ওই সম্মেলনে রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রীকে সাংবাদিকরা বিষয়টি নিয়ে প্রশ্ন করেন। জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও এই তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। তাই প্রমাণ পাওয়া না পর্যন্ত সবকিছুই বাজে কথা।

এর আগে ফেসবুকে দেওয়া এক পোস্টে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ’১৩ ব্যাক্তি মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করল? মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর জন্য বরাদ্দকৃত হাজার হাজার কোটি ডলারের বাজেটের বিরুদ্ধে ১৩ ব্যক্তি কাজ করল? এতো এতো অত্যাধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা সংস্থা তাহলে কী করল? এটা অর্থহীন ও হাস্যকর নয় কি?’ তিনি নিজেই জবাব দিয়ে বলেন, ‘অবশ্যই।’ রুশ নাগরিকদের বিরুদ্ধে মার্কিন অভিযোগকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন মুখপাত্র।

কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টার বলেন, রাশিয়ার হস্তক্ষেপের প্রমাণ এখন অকাট্য হয়ে পড়েছে। আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের বিষয়টি গোপন করা এখন কঠিন হয়ে পড়বে।

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ ছিল বলে দাবি করে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। অভিযোগ ওঠে, ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের ক্ষতি এবং ডোনাল্ড ট্রাম্পের ভাবমূর্তি বড় করার চেষ্টা করে রাশিয়া। এই প্রচেষ্টার অংশ হিসেবে হিলারি ক্লিনটনের ই-মেইল হ্যাক করে বিভিন্ন মাধ্যমে প্রকাশ করা হয়। এরপর বিষয়টি নিয়ে এফবিআই’র সাবেক পরিচালক রবার্ট মুলারের নেতৃত্বে তদন্ত শুরু হয়। দীর্ঘদিন তদন্তের পর হস্তক্ষেপে রুশ নাগরিকদের বিরুদ্ধে অভিযোগ আনার কথা ঘোষণা দেওয়া হলো।

অভিযোগে বলা হয়, নিজেদের কর্মকাণ্ডে রাশিয়ান পরিচয় লুকাতে কয়েকজন আসামি যুক্তরাষ্ট্রের কম্পিউটার সিস্টেম ব্যবহার করেছে। মার্কিন নাগরিকদের দৃষ্টি আকর্ষণের জন্য অভিযুক্তরা যুক্তরাষ্ট্রের নাগরিক পরিচয় দিয়ে ও ভুয়া আইডি বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেজ ও গ্রুপ পরিচালনা করেছে।

 

/আরএ/এএ/
সম্পর্কিত
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া