X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ধর্ষণে অভিযুক্ত অক্সফোর্ডের সাবেক অধ্যাপক হাসপাতালে

বিদেশ ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:২৫আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৩৮

 

দুই নারীকে ধর্ষণের অভিযোগে পুলিশের রিমান্ডে থাকা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও ইসলামি চিন্তাবিদ তারিক রামাদানকে হাসপাতালে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তার সমর্থক গোষ্ঠীর বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, একাধিক শারীরিক জটিলতায় ভোগা মিসরীয় বংশোদ্ভূত এই ফরাসি নাগরিককে শুক্রবার রাতে ফ্রান্সের একটি হাসপাতালে পাঠানো হয়।

তারিক রামাদান। পুরনো ছবি

২০১৭ বছরের নভেম্বর থেকে ধর্ষণের অভিযোগ উঠতে থাকার এক পর্যায়ে রামাদানকে সাময়িক বহিষ্কার করে অক্সফোর্ড কর্তৃপক্ষ। ফেব্রুয়ারি মাসের শুরুতে তাকে প্যারিস থেকে আটক করে ফরাসি পুলিশ। কারাগারে পাঠানোর পর ৫৫ বছর বয়সী এই চিন্তাবিদকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়।

রামাদানের একটি ঘনিষ্ঠ একটি সূত্র শনিবার জানায়, তার স্বাস্থ্যের অবস্থা ক্রমাগত খারাপ হচ্ছে। বিশেষ করে শুক্রবার বিচারক তার স্ত্রী ও সন্তানকে দেখা করার আবেদন প্রত্যাখান করলে রামাদানের স্বাস্থ্য আরও খারাপ হয়ে পড়ে।

এএফপি ওই মামলার ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, রিমান্ডের পর কারাগারে থাকা এই সাবেক অধ্যাপকের বিচারের আগ পর্যন্ত জেলে রাখার সিদ্ধান্তের জন্য একটি স্বাধীন মেডিকেল বোর্ডের মূল্যায়নের মধ্য দিয়ে যেতে হবে। আরেকটি সূত্র জানিয়েছে, তাকে অন্তত রবিবার পর্যন্ত হাসপাতালে থাকতে হবে।

রামাদানের আইনজীবী মঙ্গলবারের (১৩ ফেব্রুয়ারি) একটি মেডিকেল পরীক্ষার সূত্রে দাবি করেন, তার মক্কেলের অবস্থা আটকাবস্থার উপযুক্ত নয়। ফলে তাকে কারাগারে পাঠানো উচিত হবে না।

দুই নারীকে ধর্ষণে অভিযুক্ত রামাদান ২ ফেব্রুয়ারি থেকে প্যারিসের কাছে ফ্লেউরি-মেরোগিস কারাগারে আটক রয়েছেন।

প্রসঙ্গত, সুইডেনে বেড়ে উঠলেও তারিক রামাদান ফ্রান্সের নাগরিক। মুসলিম ব্রাদারহুডের প্রতিষ্ঠাতা মিরসীয় ইমাম হাসান আল বান্নার নাতি তিনি। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন মুসলিম দেশে তিনি বেশ পরিচিত। উদারবাদী ইসলামের প্রচারক হিসেবে পশ্চিমা সমাজেও তার পরিচিতি উল্লেখযোগ্য।  তবে সমালোচকরা তার ধারণাকে ফরাসি ধর্মনিরপক্ষেতার সাপেক্ষে সঙ্গতিহীন বলে মনে করেন।

রামাদানের বিরুদ্ধে অভিযোগ আনা দুই নারীর দাবি, ২০০৯ ও ২০১২ সালে তারা ধর্ষণের শিকার হন। ৪১ বছর বয়সী অভিযোগকারী হেন্দা আইয়ারি নারীবাদী আন্দোলনের কর্মী। আগে তিনি রক্ষণশীল ইসলাম চর্চা করতেন। এখন তিনি লেস লিবারেট্রাইসিস নামের একটি নারী সংগঠনের নেতৃত্বে রয়েছেন। ২০১৭ সালের অক্টোবরে রামাদানের বিরুদ্ধে ধর্ষণ, যৌন সহিংসতা, হয়রানি ও নিপীড়নের অভিযোগ আনেন হেন্দা। তিনি অভিযোগ করেন, ২০১২ সালে একটি সম্মেলনের পর প্যারিসের একটি হোটেল কক্ষে তিনি রামাদানের হামলার শিকার হন। প্রথম অভিযোগের কয়েকদিনের মাথায় এক পঙ্গু ও ইসলাম ধর্মে ধর্মান্তরিত নারী রামাদানের বিরুদ্ধে ধর্ষণ ও সহিংস হামলার অভিযোগ আনেন। এই নারীর অভিযোগ, ২০০৯ সালে লিও শহরে একটি হোটেল কক্ষে রামাদানের হাতে যৌন হয়রানির শিকার হন তিনি।

 

/জেজে/এএ/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
প্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ