X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সাক্ষীদের হুমকি দিয়েছিলো যৌন নিপীড়নে অভিযুক্ত অক্সফাম কর্মীরা

বিদেশ ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১২:০৯আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৪৭
image

হাইতিতে যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত তিন অক্সফামকর্মী ২০১১ সালে তদন্ত চলার সময় সাক্ষীদের সরাসরি হুমকি দিয়েছিলেন। যুক্তরাজ্যভিত্তিক বেসরকারি সহায়তা সংস্থা অক্সফামের অভ্যন্তরীণ বিষয় সংক্রান্ত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, নিজস্ব কয়েকজন কর্মীর বিরুদ্ধে সম্প্রতি যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর চাপের মুখে প্রতিবেদনটি প্রকাশ করেছে অক্সফাম।

অক্সফামের একটি দেয়ালচিত্র
বিশ্বের ৯০টিরও বেশি দেশে অক্সফামের প্রায় ১০ হাজার কর্মী রয়েছে। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে ২০১১ সালে হাইতিতে কর্মরত অক্সফামের কয়েকজন কর্মীর বিরুদ্ধে যৌন নিপীড়ন ও হেনস্তার অভিযোগ উঠেছিল। সম্প্রতি ২০০৬ সালে শাদে অক্সফাম কর্মীদের যৌনকর্মী ব্যবহারের অভিযোগ সামনে এসেছে। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম যথাযথভাবে সামলাতে ব্যর্থতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে পড়ে অক্সফাম। চাপের মুখে এবার নতুন একটি সম্পাদিত প্রতিবেদন প্রকাশ করেছে অক্সফাম। সেখানে জানা যায়, তিন কর্মী ২০১১ সালে তদন্ত চলার সময় সাক্ষীদের হুমকি-ধমকি দিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালে হাইতিতে তাদের আচরণের জন্য সাত অক্সফামকর্মী সংগঠনটি ত্যাগ করেছে। অক্সফাম প্রাঙ্গণে যৌনকর্মীদের ব্যবহারের কারণে এক কর্মীকে বরখাস্ত করা হয় এবং তিনজন পদত্যাগ করে। এসব ঘটনায় অল্পবয়সী যৌনকর্মী ব্যবহারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হুমকি-ধমকি ও ভীতি প্রদর্শনের জন্য আরও দুজনকে বরখাস্ত করা হয়েছে। তাদের একজনের বিরুদ্ধে পর্নোগ্রাফি ডাউনলোডেরও অভিযোগ রয়েছে। কর্মীদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ার জন্য আরেক ব্যক্তিকে বরখাস্ত করা হয়।  

নতুন প্রতিবেদনে অক্সফাম জানায়, হাইতির কার্যক্রমবিষয়ক পরিচালক রোল্যান্ড ভ্যান হুওয়ারমেরিন অক্সফামের বাসভবনে ‘যৌনকর্মী ব্যবহারের’ অভিযোগ স্বীকার করেছেন। তদন্ত কর্মকর্তাদের কাছে তিনি এ স্বীকারোক্তি দেন। তবে গত সপ্তাহে ভ্যান হুওয়ারমেরিন যৌন সম্পর্ক স্থাপনের জন্য যৌনকর্মীকে টাকা দেওয়ার কথা অস্বীকার করেছিলেন। প্রতিবেদনে বলা হয়, ভ্যান হুওয়ারমেরিনকে পদত্যাগের সুযোগ দেওয়া হয়েছে। বাকি তদন্ত শেষ করতে তার কাছ থেকে পূর্ণ সহায়তা পাওয়া যাচ্ছে। সাক্ষীদের হুমকি প্রদানকারী হিসেবে তার নাম প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

বিবিসি জানায়, অভিযুক্ত কর্মীদের পরিচয় গোপন রাখতে ১১ পৃষ্ঠার ওই প্রতিবেদনের কিছু অংশ সরিয়ে ফেলা হয়েছে। সেখানে সাক্ষীদের হুমকি প্রদানকারী তিন অক্সফামকর্মীর নামও ছিল। তবে সোমবার অক্সফাম হাইতি সরকারের কাছে পূর্ণাঙ্গ ও অসম্পাদিত প্রতিবেদন প্রকাশ করবে বলে কথা রয়েছে। ‘ভুলের’ জন্য ক্ষমাও চাইবে তারা।

অক্সফামের প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত কর্মীরা যেন আর কোথাও কাজের সুযোগ না পায় তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার। সতর্কতা প্রদান করার পরও বেশ কয়েকজন কর্মকর্তা অন্য সহায়তা সংস্থায় চাকরি পেয়েছেন বলে অভিযোগ করা হয়। ভ্যান হুওয়ারমেরিনও অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার ইন বাংলাদেশে হেড অব মিশন হিসেবে যোগ দেন। তবে অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার-এর দাবি, তারা হুওয়ারমেরিনের ব্যাপারে কয়েকবার যাচাই-বাছাই করতে চেয়েছে, কিন্তু অক্সফামের কাছ থেকে কোনও তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০১১ সালের পর অক্সফামের কর্মীদের শৃঙ্খলাবিধিতে নতুন বিষয় যোগ করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘আমি অর্থ, চাকরি, পণ্য বা অন্যকোনও সেবার বিনিময়ে কারও সঙ্গে যৌন সম্পর্ক করা বা সুবিধা নেওয়া থেকে বিরত থাকব।’ আগে সেখানে শুধু কোনও সুবিধাভোগীর বা ১৮ বছরের কম বয়সী কোনও নারীর সঙ্গে যৌন সম্পর্ক না করার বিষয়টি নিষিদ্ধ করা ছিল। 

/এফইউ/চেক-এমওএফ/
সম্পর্কিত
ইউক্রেনের ড্রোনের জন্য নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে যুক্তরাজ্য
যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আপিল করতে পারবেন অ্যাসাঞ্জ
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো