X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মালদ্বীপে উত্তেজনার মধ্যেই ভারত মহাসাগরে চীনা যুদ্ধজাহাজ

বিদেশ ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৫০আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৫২

 

মালদ্বীপে চলমান রাজনৈতিক সংকট ও উত্তেজনার মধ্যেই ফেব্রুয়ারি মাসে ১১টি চীনা যুদ্ধজাহাজ পূর্ব ভারত সাগরে প্রবেশ করেছে। সাংবিধানিক সংকট সৃষ্টির পর ফেব্রুয়ারি মাসের শুরুতেই মালদ্বীপে জরুরি অবস্থা জারি করা হয়। এ অবস্থার মধ্যে ভারত মহাসাগরে চীনা যুদ্ধজাহাজের এই উপস্থিতিকে নয়া দিল্লির উদ্দেশে শক্তি প্রদর্শন হিসেবে মনে করা হচ্ছে।

মালদ্বীপে উত্তেজনার মধ্যেই ভারত মহাসাগরে চীনা যুদ্ধজাহাজ

মালদ্বীপে প্রভাব বিস্তারে চীন ও ভারতের পুরনো দ্বন্দ্ব নতুন সামনে আসে দেশটির প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়ামি বেইজিংয়ের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে স্বাক্ষর করার পর। এতে করে চীনের বাণিজ্যিক এই রুটে যুক্ত হয় মালদ্বীপ। কিন্তু দেশটির সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক ও নিরাপত্তার সম্পর্ক রয়েছে। তারা চীনের এই ক্রমবর্ধমান উপস্থিতির বিরোধিতা করেছিল। মালদ্বীপের বিরোধী দলীয় নেতারা দেশটির সংকটে ভারতের হস্তক্ষেপ চেয়েছিলেন। এ অবস্থায় দেশটির প্রধান বিচারপতি বিরোধী রাজনীতিকদের মুক্তির নির্দেশ দেন এবং সংকট সমাধানে ভারতের ভূমিকা প্রত্যাশা করেন। তখন প্রেসিডেন্ট ইয়ামিন জরুরি অবস্থা জারি করেন। পরে প্রধান বিচারপতিকে গ্রেফতার করা হয়।

চীনের সংবাদমাধ্যম সিনা ডট কমের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, ডেস্ট্রয়ারের একটি বহর যাতে অন্তত একটি ফ্রিগেট রয়েছে। চীনা নৌবহরের ভারত মহাসাগরে প্রবেশের সঙ্গে মালদ্বীপের সঙ্গে সম্পর্কের কোনও কথা বা মোতায়েনের কারণ ব্যাখ্যা করা হয়নি।

রবিবার সিনা ডট কম লিখেছে, আপনারা যদি যুদ্ধজাহাজ ও অন্যান্য সরঞ্জামের দিকে থাকান তাহলে মনে হবে চীন ও ভারতের নৌবাহিনীর মধ্যে দূরত্ব বেশি নয়।

খবরে কতদিনের জন্য নৌবহর মোতায়েন করা হয়েছে তা উল্লেখ করা হয়নি। এ বিষয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনও মন্তব্য জানায়নি।

শুক্রবার চীনের পিপল’স লিবারেশন আর্মি একটি ছবি প্রকাশ করেছে। তাতে পূর্ব ভারত মহাসাগরে উদ্ধার অভিযানের অনুশীলনের কথা জানিয়েছে।

এর আগে এই মাসের শুরুতে চীন নিজ দেশের নাগরিকদের মালদ্বীপ ভ্রমণে সতর্কতা জারি করে। দেশটির রাজনৈতিক সংকট দূর হওয়ার আগ পর্যন্ত বিলাসবহুল হোটেল, স্কুভা-ডাইভিং রিসোর্ট এড়িয়ে চলার পরামর্শ দেয় বেইজিং।

 

/এএ/
সম্পর্কিত
ডিএনসিসি ও চীনের আনহুই প্রদেশের মধ্যে সহযোগিতামূলক চুক্তি সই
দক্ষিণ চীনে বন্যা, সরিয়ে নেওয়া হয়েছে এক লাখ মানুষকে
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
সর্বশেষ খবর
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি