X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অক্সফামে সাত হাজার ব্যক্তিগত অনুদান বাতিল, দুঃখ প্রকাশ প্রধান নির্বাহীর

বিদেশ ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০১৮, ২০:১৪আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ২০:২৪

হাইতিতে অক্সফামের সাবেক পরিচালক রোল্যান্ড ভ্যান হুওয়ারমেরিন-এর যৌনকর্মী ভাড়া করার ঘটনায় সংস্থাটিতে সাত হাজার ব্যক্তিগত অনুদান বাতিল করা হয়েছে। হাইতির ওই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন সংস্থাটির প্রধান নির্বাহী মার্ক গোল্ডরিং। মঙ্গলবার হাইতি’র জনগণ ও সাহায্যকর্মীদের কাছে দুঃখপ্রকাশ করেছেন তিনি।

মার্ক গোল্ডরিং মঙ্গলবার ব্রিটিশ এমপিদের প্রশ্নবাণে জর্জরিত হতে হয় যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থাটির এই প্রধান নির্বাহীকে। ব্রিটিশ পার্লামেন্টের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কমিটি তার কাছে হাইতিতে ২০১০ সালের  ভূমিকম্পের পর দেশটিতে দায়িত্বরত অক্সফামের তৎকালীন পরিচালকের যৌন অসদাচরণের বিষয়ে জানতে চায়। এ সময় এমপিরা জানান, ওই ঘটনায় সংস্থাটিতে নিয়মিত অনুদান দেন এমন সাত হাজার ব্যক্তি গত ১০ দিনে তাদের অনুদান বাতিল করেছেন।

পার্লামেন্টারি কমিটির কাছে শিশু হত্যা নিয়ে করা এক মন্তব্যের জন্যও ক্ষমা চান অক্সফামের প্রধান নির্বাহী।

দাতব্য কাজের সময় সংস্থাটির কর্মীদের যৌনকর্মী ভাড়া করার বিষয়ে দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্ক গোল্ডরিং বলেছিলেন, ‘এই হামলার (সমালোচনা) গভীরতা ও ভয়াবহতা আপনাকে বিস্মিত করবে। এটা ভাবাবে যে, আসলে আমরা কী করেছি? আমরা কি শিশুদের তাদের দোলনার মধ্যে হত্যা করেছি?’

২০১৩ সালে অক্সফামে যোগ দেওয়া মার্ক গোল্ডরিং বলেন, চাপ ও হতাশায় নিমজ্জিত থেকে তিনি ওই মন্তব্য করেছিলেন এবং এজন্য তিনি খুবই দুঃখিত।

দুনিয়ার ৯০টিরও বেশি দেশে অক্সফামের প্রায় ১০ হাজার কর্মী রয়েছে। হাইতিতে প্রতিষ্ঠানটির কর্মীদের যৌনকর্মী ভাড়া করার বিষয়ে তিনি বলেন, শুধু হাইতির মানুষই ক্ষতিগ্রস্ত হয়নি বরং এটা বৃহত্তর সহায়তা কর্মসূচির প্রতি মানুষের সমর্থন হ্রাস করবে। এ ঘটনায় আমি দুঃখিত, আমরা দুঃখিত।

অক্সফাম কর্মীদের এ ধরনের আরও ২৬টি ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানান সংস্থাটির প্রধান নির্বাহী।

অক্সফাম ইন্টারন্যাশনালের চেয়ার অব ট্রস্টিজ ক্যারোলিন থমসন এবং নির্বাহী পরিচালক উইনি বিয়ানেইম। দুইজনই পার্লামেন্টারি কমিটিকে জানান, হাইতিতে যা ঘটেছে তার জন্য তারা লজ্জিত।

ক্যারিবিয়ান দেশ হাইতিতে অসহায় নারীদের যৌন কাজে ব্যবহারের অভিযোগের পর আফ্রিকার দেশ শাদেও সংস্থাটির বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছে। ফলে সংস্থাটি বেশ চাপের মুখে রয়েছে। এদিকে দাতাগোষ্ঠীগুলোও বিষয়টি নিয়ে কঠোর পদক্ষেপ নিতে সংস্থাটির ওপর চাপ দিচ্ছে। আর সরকারের পক্ষ থেকে পূর্ণ তদন্তের নির্দেশ ও অনুদান বন্ধের হুমকি দেওয়া হয়েছে।

দ্য টাইমস-এর অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, রোল্যান্ড ভ্যান শুধু যে হাইতির ভূমিকম্প পীড়িত নারীদের যৌন কাজে ব্যবহার করেছেন তাই নয়, অভিযোগ রয়েছে তিনি অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের দিয়েও একই কাজ করিয়েছেন।

দ্য টাইমসের খবরে অক্সফামের বিরুদ্ধে কর্মীদের এমন অপরাধের পরও দায়মুক্তি দেওয়ার অভিযোগ তোলা হয়। এমনকি ওই কর্মকর্তা অন্য প্রতিষ্ঠানে চাকরি নেওয়ার সময়ও তার সম্পর্কে এসব তথ্য গোপন করেছিল অক্সফাম।

রোল্যান্ড ভ্যান হুওয়ারমেরিনকে ২০১১ সালে অক্সফাম থেকে পদত্যাগে বাধ্য করা হয়। পরে তিনি বাংলাদেশে অ্যাগেইনস্ট হাঙ্গারের মিশন প্রধান হিসেবে কাজে যোগ দেন। দ্য টাইমসের খবরে বলা হয়, অ্যাকশন অ্যাগেইনস্ট হাঙ্গারের পক্ষ থেকে অক্সফামের কাছে হুওয়ারমেরিনের বিষয়ে তথ্য চাওয়া হলেও কোনও সতর্কতা দেয়নি তারা। যদিও একই সময়ে তার বিরুদ্ধে অক্সফাম নিজস্ব তদন্ত চালাচ্ছিল। পরে ২০১৪ সালে বাংলাদেশ ছেড়ে যান হুওয়ারমেরিন।

সর্বশেষ অভিযোগ উঠেছে, শাদে সহায়তা কার্যক্রম পরিচালনার সময় যৌন কর্মীদের সংস্থার অফিসে ভাড়া করে আনা হত। এ কারণে ২০০৬ সালে সেখানকার এক জ্যেষ্ঠ কর্মকর্তার চাকরি চলে যায়।

হাইতিতে যৌন কেলেঙ্কারির ঘটনায় জড়িত ছিলেন অক্সফাম কর্মকর্তা রোল্যান্ড ভ্যান হুওয়ারমেরিন। শাদে ঘটনার সময়ও তিনিই সেখানকার প্রধান ছিলেন। তিনি ২০১১ সালে অক্সফামের চাকরি ছাড়েন। তার আগে হাইতিতে নিজের বাসায় যৌন কর্মীদের নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেন। আর শাদে সংস্থাটির সাবেক এক কর্মচারী ব্রিটিশ সংবাদমাধ্য দ্য অবজারভারকে বলেন, ‘তারা পার্টি করার জন্য নারীদের আমন্ত্রণ জানাতেন। আমরা জানি, এসব নারী শুধু বন্ধু ছিল না, বরং অন্যকিছু ছিল।’ তিনি আরও বলেন, ‘আমি অক্সফামকে অনেক শ্রদ্ধা করতাম। তারা অনেক ভাল কাজ করেছে। কিন্তু এটা অনেক বিস্তৃত সমস্যা।’

এদিকে এমন কেলেঙ্কারি ফাঁসের ঘটনায় অক্সফামের কর্মীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এসব অভিযোগের কারণে সংস্থার তহবিল কমে গেলে তারা কাজ করতে পারবে না। ইতোমধ্যে সংস্থাটি তহবিল নিয়ে চাপের মধ্যে রয়েছে। তারা বলছেন, ‘অন্য কোনও উপায়ে সাহায্যের বিষয়টি দেখতে হবে। এমন ঘটনা যাতে আর না ঘটে সেজন্য পদক্ষেপ নিতে হবে।’

অক্সফাম ২০০৬ সালে শাদে চাকরিচ্যুত কোনও কর্মচারীর বিরুদ্ধে এমন অভিযোগের বিষয়টি নিশ্চিত করতে পারেনি। শাদে সংস্থাটির কর্মচারীদের নিরাপত্তার কারণে কঠোর কারফিউয়ের মধ্যে থাকতে হয়। তারা মুক্তভাবে চলাফেরা করতে পারে না। সন্ধ্যা নামলেই তাদের ঘরে ঢুকতে হয়। তবে কয়েকজন কর্ম‍চারী ভ্যান হুয়ারমেরিনের বিরুদ্ধে ওই অভিযোগ তোলেন।

অক্সফামের পক্ষ থেকে বলা হয়, ২০১১ সালে তদন্তের পর ঘটনাটি ভালোভাবে পর্যালোচনা করা হয়েছে। তাদের নিজস্ব নিরাপত্তা দল তারপর বেশ কয়েকটি সুপারিশ করে। এর মাধ্যমে কর্মীদের সুরক্ষার পাশাপাশি যৌন নির্যাতন প্রতিরোধ ও আগে ঘটনার পুনারাবৃত্তি ঠেকাতে উদ্যোগ নেওয়া হয়েছে। তাছাড়া যেকোনও অভিযোগের বিষয়েও করণীয় নির্ধারণ করা হয়।’

২০১১ সালের পর অক্সফামের কর্মীদের শৃঙ্খলাবিধিতে নতুন বিষয় যোগ করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘আমি অর্থ, চাকরি, পন্য বা অন্যকোনও সেবার বিনিময়ে কারও সঙ্গে যৌন সম্পর্ক করা বা সুবিধা নেওয়া থেকে বিরত থাকব।’ আগে সেখানে শুধু কোনও সুবিধাভোগীর বা ১৮ বছরের কম বয়সী কোনও নারীর সঙ্গে যৌন সম্পর্ক না করার বিষয়টি নিষিদ্ধ করা ছিল।

অক্সফামের প্রধান নির্বাহী মার্ক গোল্ডরিং ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি রেডিও ফোরকে বলেন, ‘ঘটনার পর আমি যৌন কেলেঙ্কারির বিষয়টি নিয়ে কথা বলা পছন্দ করতাম। কিন্তু আমার মনে হয় না ঘটনার বিস্তারিত বর্ণনা করার মধ্যে কারও আগ্রহ থাকা উচিত। এর মাধ্যমে ঘটনাটিতে সবার মনযোগ কাড়ার চেষ্টা করা হয়েছে।’ তিনি আরও বলেন, ঘটনায় জড়িত কোনও কর্মচারী সম্পর্কে কোনও তথ্য প্রদানে প্রাতিষ্ঠানিকভাবে নিষেধ করা হয়নি।

জনগণের কাছ থেকে প্রকাশ্যে অনুদান নিয়ে চলা সংস্থার জন্য এমন ঘটনা খুবই লজ্জাজনক বলে মন্তব্য করেন গোল্ডরিং। সূত্র: বিবিসি, রয়টার্স, দ্য টাইমস।

/এমপি/
সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা