X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

তুর্কি অভিযান মোকাবিলায় আফরিনে সিরিয়ার আসাদ বাহিনী

বিদেশ ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:২০আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:০০

সিরিয়ার আফরিন ছিটমহলে কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে তুরস্কের অভিযান মোকাবিলায় অঞ্চলটিতে প্রবেশ করেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী। মঙ্গলবার আসাদ বাহিনীর সদস্যরা সেখানে প্রবেশ করেন। তুরস্ককে মোকাবিলায় আফরিনে কুর্দি বিদ্রোহীদের সহায়তা দেবে আসাদ বাহিনী। এতে করে অঞ্চলটিতে নতুন করে আরও সংঘাতের আশঙ্কা জোরদার হলো। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

সিরিয়ার আসাদ বাহিনী। ফাইল ছবি অস্ত্রশস্ত্র নিয়ে ও সিরিয়ার পতাকা উড়িয়ে আফরিনে প্রবেশ করে বাশার আল আসাদের অনুগত বাহিনীর সদস্যরা।

তুরস্কের সরকারি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আসাদ বাহিনীর বলপূর্বক আফরিনে পৌঁছানোর আগেই তুর্কি বাহিনীর কামান থেকে গুলি ছুড়ে তাদের সতর্ক করা হয়। এতে আসাদ বাহিনী পিছু হটতে বাধ্য হয়। তবে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে আসাদ বাহিনীকে একটি  চেকপয়েন্ট অতিক্রম করতে দেখা গেছে।

এদিকে আসাদ বাহিনী ও কুর্দি বিদ্রোহীদের সমঝোতায় খবরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তুরস্ক। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, আফরিনে তুরস্কের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না।

এর আগে কুর্দি বিদ্রোহীদের সংগঠন ওয়াইপিজির পক্ষ থেকে বলা হয়, তাদের সমর্থন দিতে আফরিনে আসাদ বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে। গত ২০ জানুয়ারি থেকে কুর্দি বিদ্রোহীদের বিতাড়িত করতে সেখানে অভিযান শুরু করে আঙ্কারা।

জর্ডানের রাজধানী আম্মানে এক সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আফরিনে ওয়াইপিজিকে মোকাবিলায় সিরিয়া সেনা পাঠালে তাদেরকে স্বাগত জানাবে তুরস্ক। তেমনটি হলে কোনও সমস্যা নেই। কিন্তু যদি তারা পিকেকে ও ওয়াইপিজি-কে রক্ষা করতে সেখানে প্রবেশ করে তাহলে তুরস্কের সেনাবাহিনীর অগ্রযাত্রা কেউ রোধ করতে পারবে না।

কুর্দি বিদ্রোহীদের সংগঠন কুর্দিস্তান ওয়ার্কাস পার্টিকে (ওয়াইপিজি) সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে আঙ্কারা। তুরস্কে দলটিকে নিষিদ্ধ করা হয়েছে। কুর্দিস্তান ডেমোক্র্যাটিক পার্টির সশস্ত্র এই শাখাটির হাতে রয়েছে তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার শহর আফরিনের নিয়ন্ত্রণ। সেখান থেকে তাদের বিতাড়িত করতেই আফরিনে তুরস্কের এই অভিযান।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সবসময়ই সিরিয়ার আঞ্চলিক সাবভৌমত্বকে সমর্থন দিয়েছি। এই সমর্থন অব্যাহত রাখা অল্প কয়েকটি দেশের একটি আমরা।

এদিক আফরিনে নিজেদের উপস্থিতির পাশাপাশি রাজধানী দামেস্কেও নিজেদের অবস্থান আরও সংহত করতে বিদ্রোহীদের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে আসাদ বাহিনী। সোমবার দামেস্কে সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ১৮ বিদ্রোহী নিহত হয়েছেন।

/এমপি/
সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
রাজনীতিকদের বিরোধে ক্ষোভ বাড়ছে ইসরায়েলি সেনাদের
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!