X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সিরিয়ার ঘৌটায় সরকারি বাহিনীর অভিযান অব্যাহত, দুইদিনে নিহত ২৫০

বিদেশ ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০১৮, ০৮:৫১আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৪২
image

সিরিয়ার ইস্টার্ন ঘৌটায় দেশটির সরকারি বাহিনীর ভয়াবহ রকমের বিমান হামলা মঙ্গলবারও (২০ ফেব্রুয়ারি) অব্যাহত থেকেছে। কেবল এদিনই শতাধিক মানুষ নিহত হয়েছে। আর সবমিলে ৪৮ ঘণ্টায় নিহত বেসামরিকের সংখ্যা দাঁড়িয়েছে ২৫০-এ। মানবাধিকার পর্যবেক্ষণকারী ব্রিটিশ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো খবরটি জানিয়েছে।

আহতদের চিকিৎসা দিতে দুমায় একটি অস্থায হাসপাতাল তৈরি করা হয়েছে
ইস্টার্ন ঘৌটায় প্রায় চার লাখ মানুষের বসবাস। ২০১৩ সাল থেকে এলাকাটি বিদ্রোহীদের দখলে রয়েছে। রাজধানী দামেস্কের কাছে অবস্থিত এটিই সর্বশেষ এলাকা যেটি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকাটির পুনদর্খল নিতে চলতি মাসের শুরুর দিকে অভিযান জোরালো করে সরকারি বাহিনী। এতে শত শত মানুষ হতাহত হয়। পরে বেসামরিকদের কাছে ত্রাণ পৌঁছে দিতে এক বিরল অস্ত্রবিরতিতে সম্মত হয় দুই পক্ষ। কিন্তু রবিবার (১৮ ফেব্রুয়ারি) থেকে আবারও সেখানে অভিযান শুরু করে সরকারি বাহিনী। আর তা মঙ্গলবারও অব্যাহত থাকে।

সিরিয়ান অবজারভেটরিকে উদ্ধৃত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, মঙ্গলবার বিমান হামলায় ১০৬ জন নিহত হয়েছে। আর গত দুই দিনে যে সংখ্যক মানুষ নিহত হয়েছে তা ২০১৩ সালের রাসায়নিক হামলার পর থেকে সর্বোচ্চ প্রাণহানি। মানবাধিকারকর্মীদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ঘৌটায় দুইদিনে ৫০ জনেরও বেশি শিশু নিহত হয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, দুই দিনে সিরিয়ার ছয়টি হাসপাতাল হামলার শিকার হয়েছে। এতে বহু মানুষের প্রাণহানির পাশাপাশি তিনটি হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। তবে সিরিয়ান আমেরিকান মেডিক্যাল সোসাইটি জানিয়েছে, জাতিসংঘ চিহ্নিত ছয়টি হাসপাতাল ছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল হামলার শিকার হয়েছে এবং সেবা কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

স্থানীয়রা আক্ষেপ করে বলেন, এরাকায় জীবনের কোনও চিহ্ন নেই। খাদ্য ও ওষুধসহ মৌলিক নিরাপত্তাজনিত ঘাটতি রয়েছে। শামস নামের একজন আল জাজিরাকে বলেন, ‘আমরা এমন এক পয়েন্টে আছি যেখানে এ অভিযান চলার মধ্যে ঘর থেকেও বের হতে পারছি না। সেকারণে যখনই আমরা হামলার শিকার হচ্ছি তখন একসঙ্গে অনেককে মারা যেতে হচ্ছে।’

/এফইউ/
সম্পর্কিত
রাজনীতিকদের বিরোধে ক্ষোভ বাড়ছে ইসরায়েলি সেনাদের
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
যুদ্ধবিরতির আলোচনা: উত্তর গাজায় ফিলিস্তিনিদের ফিরতে দেবে ইসরায়েল
সর্বশেষ খবর
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়