X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

লাখ লাখ মানুষের অধিকার হরণ করেছে আমেরিকা-রাশিয়া-চীন

বিদেশ ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৫৫আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০০
image

বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের মানবাধিকার হরণে ক্ষমতাশালী দেশগুলোকে দায়ী করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তারা বলছে, বিশ্বনেতারাই ঘৃণা ছড়িয়েছেন, অধিকার হরণ করেছেন, মানবতার বিরুদ্ধে অপরাধকে অবজ্ঞা করে গিয়ে বৈষম্য আর নিয়ন্ত্রণহীন দুর্দশাকে অবলীলায় বাড়তে দিয়েছেন। সংস্থাটির সবশেষ বার্ষিক রিপোর্টে এভাবেই বর্ণিত হয়েছে গত এক বছরের চিত্র।   
লাখ লাখ মানুষের অধিকার হরণ করেছে আমেরিকা-রাশিয়া-চীন

বৃহস্পতিবার প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়েছে, ২০১৭ সালে বিশ্ব মানবাধিকারের পেছনে হাটা প্রত্যক্ষ করেছে। নিপীড়নের চিহ্ন সবখানে ছিল। বিশ্বের সরকারগুলো অধিকার নিয়ে সরব থাকাদের শক্ত হাতে দমন অব্যাহত রেখেছে, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও পোলান্ডে নারী অধিকারের পতন ঘটেছে। এসবের ফলে ফুঁসে ওঠা গণবিক্ষোভ দেখিয়ে দিয়েছে, আমাদের চ্যালেঞ্জগুলো ছোট নয় আমাদের আরও কঠোর হয়ে লড়াই চালিয়ে যেতে হবে।

অ্যামনেস্টি ইন্টরন্যাশনালের প্রতিবেদন বলছে, বিশ্বজুড়ে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের বিরুদ্ধে সোচ্চার অবস্থান নিতে ব্যর্থ হয়েছে বিশ্ব। মিয়ানমার থেকে শুরু করে সিরিয়া-ইয়েমেনে দেখা গেছে মানবাধিকার প্রশ্নে নেতৃত্ব-শূন্যতা। লড়াইয়ের মধ্য দিয়ে অর্জিত অধিকারের পৃথিবীকে বিশ্বনেতারা পেছনের দিকে ঠেলছেন বলেও অভিযোগ করেছে অ্যামনেস্টি। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-রাশিয়া-চীন নাগরিক অধিকারের পক্ষে দাঁড়াতে পারেনি। কেবল তাই নয়। তারা নিষ্ঠুরতার মধ্য দিয়ে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের মানবাধিকার হরণ করেছে।  

প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলা থেকে তিউনিশিয়া পর্যন্ত সামাজিক অসন্তোষ বেড়েছে। জনগণ খাবার, পানি, স্বাস্থ্য ও আশ্রয়ের মতো মৌলিক অধিকারগুলোও পায়নি। যুক্তরাষ্ট্র থেকে ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রেলিয়ায় সম্পদশালী দেশগুলোর নেতারা বৈশ্বিক শরণার্থী সমস্যা নিয়ে কথা বললেও তাদের ভাগ্যের প্রশ্নে অনুভূতিহীন থেকেছেন। এই পরিস্থিতিতে, রাষ্ট্রীয় ঘৃণাবাদী হুমকি দিয়ে সংখ্যালঘুদের বৈষম্যকে স্বাভাবিক করার চেষ্টা করা হয়েছে।

 

/জেজে/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা