X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অলিম্পিকের সমাপনীতে ইভাঙ্কা, উত্তর কোরীয় জেনারেল

বিদেশ ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:২১আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৩৪

দক্ষিণ কোরিয়ায় শীতকালীন অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প। একই অনুষ্ঠানে অংশ নেবেন উত্তর কোরিয়ার শীর্ষস্থানীয় জেনারেল কিম ইয়ং চল। বৃহস্পতিবার ফরাসি বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, সেখানে উভয়ে পরস্পরের মুখোমুখি হবেন।

জেনারেল কিম ইয়ং চল এবং ইভাঙ্কা ট্রাম্প হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বড় মেয়ে ও প্রেসিডেন্টের উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্পকে দক্ষিণ কোরিয়া অলিম্পিকের সমাপনীতে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার অনুরোধ জানিয়েছেন। তার সঙ্গে হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্সও থাকবেন।

সিউলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দেওয়া নৈশভোজেও অংশ নেবেন ইভাঙ্কা।  

শীতকালীন অলিম্পিকের এবারের আসর শুরু হয় গত ৯ ফেব্রুয়ারি। এর পর্দা নামবে আগামী ২৫ ফেব্রুয়ারি। দক্ষিণ কোরিয়ায় আয়োজিত এবারের অলিম্পিকে অংশ নেয় দেশটির চিরপ্রতিদ্বন্দ্বী উত্তর কোরিয়া। অলিম্পিকের সাইডলাইনে উত্তর কোরীয় প্রতিনিধিদের সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের বৈঠকের নির্ধারিত কর্মসূচি থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়ে যায়। বুধবার মার্কিন ভাইস প্রেসিডেন্টর তরফ থেকে অভিযোগ করা হয়েছে উত্তর কোরিয়ার দিক থেকে ওই বৈঠক বাতিল করা হয়েছে।

পেন্সের দফতরের মুখ্য কর্মকর্তা নিক আয়ারর্স এক বিবৃতিতে বলেন, ভাইস প্রেসিডেন্ট তার সুর নরম করবেন বলে আশা করে উত্তর কোরিয়া বৈঠকটি বিলম্বিত করতে থাকে। তবে দেশটিতে মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি নতুন অর্থনৈতিক অবরোধের পরিকল্পনা ঘোষণার পরই ওই বৈঠকের আগ্রহ দেখায়নি পিয়ংইয়ং। আদতে এই বৈঠক নিয়ে তারা আন্তরিক ছিল না। এমন পরিস্থিতিতেই অলিম্পিকের সমাপনীতে উত্তর কোরীয় শীর্ষ জেনারেলের মুখোমুখি হচ্ছেন ট্রাম্পকন্যা ইভাঙ্কা।

নিক আয়ারর্স বিবৃতিতে বলেন, ভাইস প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিয়েছিলেন বৈঠকে আসলে তাদেরকে আমাদের অনমনীয় বার্তা পৌঁছে দেওয়া হবে। তারা যদি কোনও বৈঠক আহ্বান করে, আমরা যাবো। তিনি আরও পরিস্কার করে দিয়েছিলেন দেশটি যতক্ষণ পর্যন্ত পূর্ণ পরমাণু নিরস্ত্রের বিষয়ে সম্মত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কোনও মতই পরিবর্তন করছি না।

বৈঠকে অংশ না নিলেও শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে পাশাপাশি বসেছিলেন মাইক পেন্স ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ং নাম।

১৯৫০ সালে দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে উত্তর কোরিয়ার শাসক পরিবারের প্রথম সদস্য হিসেবে দক্ষিণ কোরিয়া সফর করেন কিম ইয়ং নাম। কিম তার ভাই কিম জন উনের খুবই বিশ্বস্ত ও ঘনিষ্ঠ। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধেও মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। সূত্র: ইয়াহু।

/এমপি/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!