X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত বেড়ে ৪৫

বিদেশ ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:২৫আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৩৩

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে জোড়াগাড়ি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ জন। নিহতদের মধ্যে একজন সেনা কর্মকর্তাসহ নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা রয়েছেন। আর  নিরাপত্তাবাহিনীর গুলিতে হামলাকারী জঙ্গি সংগঠন শাবাবের ৫ সদস্য নিহত হয়েছে।

সোমালিয়ায় গাড়িবোমা হামলায় বিধ্বস্ত গাড়ি

ফরাসি বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিরাপত্তা চৌকি পার হয়ে প্রেসিডেন্ট ভবনের দিকে যাওয়ার চেষ্টা করলে নিরাপত্তারক্ষীরা বাধা দিলে গোলাগুলির ঘটনা ঘটে। ওই সময় সেখানেই বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এতে সেনা কর্মকর্তাসহ অনেকে হতাহত হন। নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা আব্দুলাহি আহমেদ এএফপিকে জানিয়েছেন, ‘নিরাপত্তারক্ষী বাহিনী জঙ্গিদের প্রতিহত করেছে। জঙ্গিরা গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিশানা করেছিল। কিন্তু তারা কাছাকাছিও যেতে পারেনি। নিরাপত্তাবাহিনীর গুলিতে ৫ জঙ্গি নিহত হয়েছে।’

খবরে  বলা হয়, প্রথম হামলার কিছুক্ষণ পরই একটি হোটেলের কাছে দ্বিতীয় বিস্ফোরণ ঘটানো হয়। এতে পাশে থাকা আরও ৫টি গাড়ি ভস্মীভূত হয়।

আল কায়েদাপন্থী ইসলামি জঙ্গি সংগঠন শাবাব গাড়ি বোমা হামলা দুটির দায় স্বীকার করেছে। ইন্টারনেটে দেওয়া বার্তায় তারা জানিয়েছে, তাদের লক্ষ্য ছিল সরকার ও নিরাপত্তাবাহিনী। শাবাবের সামরিক শাখার মুখপাত্র আব্দিয়াসিস আবু মুসাব ৫ জন জঙ্গি ও গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানো দুজনের মৃত্যুর খবর স্বীকার করে জানিয়েছে, বাকি জঙ্গিরা নিরাপদে ফিরে যেতে পেরেছে।

সোমালিয়া সরকার সন্ত্রাসী সতর্কতা জারির একদিন পর এই হামলা চালানো হলো। এর আগে ১৮ ডিসেম্বর মোগাদিসুতে দেশের প্রধান পুলিশ একাডেমিতে আত্মঘাতী বোমা হামলায় ১৮ পুলিশ কর্মকর্তা নিহত হয়। তার আগে অক্টোবরে দেশটির ইতিহাসে ভয়াবহতম হামলায় ৫১২জন নিহত হয়। ওই ঘটনার জন্য সোমালিয়া সরকার আল কায়েদার ঘনিষ্ঠ আল শাবাব জঙ্গিগোষ্ঠীকেই দায়ী করেছিল।

/এএমএ/আরএ/
সম্পর্কিত
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
ভূমধ্যসাগরে নৌকা ডুবে নিহত ৯, উদ্ধার ২২
বিনিয়োগ ও সামাজিক ব্যয়ের প্রতিশ্রুতিতে তৃতীয় মেয়াদ শুরু সিসির
সর্বশেষ খবর
‘সেফ জোনে’ ২৩ নাবিক, নিরাপত্তায় ইতালির যুদ্ধ জাহাজ
‘সেফ জোনে’ ২৩ নাবিক, নিরাপত্তায় ইতালির যুদ্ধ জাহাজ
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
আর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
চ্যাম্পিয়নস লিগআর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫