X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

উপসাগরীয় সংকট নিরসনে উদ্যোগ নিচ্ছেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৫১আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১২:১৫

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর মধ্যকার সংকট নিরসনে উদ্যোগ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৭ সালের জুনে সৌদি জোটের কাতারবিরোধী অবরোধের পর এ সংকট জটিল রূপ নেয়। পরিস্থিতির উত্তরণে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের উদ্যোগও ব্যর্থতায় পর্যবসিত হয়। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে রবিবার গালফ টাইমসের খবরে বলা হয়েছে, সংকট নিরসনে আগামী কয়েক মাসের মধ্যে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা জানান, আগামী মার্চ ও এপ্রিলে উপসাগরীয় অঞ্চলের কয়েকজন নেতার সঙ্গে ট্রাম্পের দ্বিপাক্ষিক বৈঠকের পরিকল্পনা রয়েছে। তারা হচ্ছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এসব বৈঠকের আলোচ্যসূচিতে উপসাগরীয় সহযোগিতা সংস্থা (জিসিসি) সম্মেলনের বিষয়টি উল্লেখ থাকবে।

২০১৮ সালের শেষ নাগাদ জিসিসি সম্মেলন দেখতে চায় ট্রাম্প প্রশাসন। আরেক মার্কিন কর্মকর্তা বলেন, আমাদের প্রত্যাশা ইরানের মতো কৌশলগত উদ্বেগ মোকাবিলায় অধিক গুরুত্ব দিতে ওই বৈঠকের আগেই সংকট নিরসন হবে।

এর আগে এ মাসেই জার্মানির মিউনিখ শহরে এক নিরাপত্তা সম্মেলনে কাতারের আমির বলেন, আমাদের প্রতিবেশীদের তৈরি করা এই সংকট ছিল একটা নিরর্থক প্রচেষ্টা। এই প্রতিবেশীদের কেউ কেউ আঞ্চলিক ক্রীড়নক। তাদের এক সময় বৈশ্বিক স্থিতিশীলতার ফ্যাক্টর বলে  বিশ্বাস করা হতো।

কাতারের আমির বলেন, আমাদের জনগণের ওপর আরোপিত এই অবৈধ ও আগ্রাসী অবরোধের ফলাফল ব্যর্থ করে দিয়ে কাতার নিজের সার্বভৌমত্ব রক্ষা করেছে। এই ব্যর্থ অবরোধ দেখিয়ে দিয়েছে, একটি ছোট রাষ্ট্র কিভাবে কূটনীতি ও কৌশলগত অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে বড় ও উচ্চাকাঙ্ক্ষী প্রতিবেশীদের আগ্রাসী ঝড় মোকাবিলা করতে পারে।

শেখ তামিম বিন হামাদ আল থানি বলেন, মধ্যপ্রাচ্য একটি কিনারায় দাঁড়িয়ে আছে। এখান থেকে ফেরার সময় হয়েছে। আমাদের সবাই বিশেষ করে যাদের বেশি ক্ষমতা ও সম্পদ আছে তাদের সংঘর্ষের সমাধানের দায়িত্ব রয়েছে। এই লক্ষ্য পূরণে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য দরকার।

এর আগে এ মাসের মাঝামাঝি সময়ে সৌদি বাদশার সঙ্গে আলাপকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, কাতারের সঙ্গে সংকট জিইয়ে রেখে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আসবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ প্রচেষ্টায়ও এটা কোনও কাজে আসবে না। তবে আন্তর্জাতিক চাপের মুখেও সৌদি আরব এখনও কাতারবিরোধী অবস্থানে অনড় রয়েছে।

/এমপি/
সম্পর্কিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বাংলাদেশি আমেরিকানদের প্রশংসা করলেন ডোনাল্ড লু
যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে ৪ জন নিহত
সর্বশেষ খবর
সংরক্ষিত আসনের ১৬ শতাংশ এমপির পেশা রাজনীতি
সংরক্ষিত আসনের ১৬ শতাংশ এমপির পেশা রাজনীতি
ঢাবির সব ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ঢাবির সব ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন
বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন
শিশু অপহরণ করে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করতো চক্রটি
শিশু অপহরণ করে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করতো চক্রটি
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে