X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

২০২৩ সালের পরও চীনের প্রেসিডেন্ট থাকছেন শি জিনপিং!

বিদেশ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৪৬আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:১৪

২০২৩ সালের পরও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দায়িত্বের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। এজন্য দুই মেয়াদের মধ্যে প্রেসিডেন্টের মেয়াদ সীমাবদ্ধ রাখা সংক্রান্ত সংবিধানের একটি ধারা বাতিলের প্রস্তাব করেছে দলটি। গত বছর শি জিনপিংকে মাও সেতুংয়ের পর সবচেয়ে ক্ষমতাশালী নেতার স্বীকৃতি দেয় তার দল। এমনকি শি জিনপিংয়ের আদর্শকে পার্টির সংবিধানেও যুক্ত করার মাধ্যমে তাকে একচ্ছত্র ক্ষমতাও দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ঝিনহুয়া রবিবার এই খবর নিশ্চিত করেছে। সংস্থাটির খবরে বলা হয়, চীনের বর্তমান সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পাঁচ বছর করে দুই মেয়াদে ১০ বছরের বেশি দায়িত্বে থাকতে পারবেন না। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এ সংক্রান্ত ধারাটি পরিবর্তন করার প্রস্তাব করেছে। খবরে প্রস্তাবের ব্যাপারে আর বিস্তারিত কিছু না জানানো হলেও শিগগিরই তা প্রকাশ করা হবে বলেও জানানো হয়।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি বেইজিংয়ে এক বৈঠকে বসবে। সেখানে প্রস্তাবটি নিয়ে আলোচনা হবে। আগামী ৫ মার্চ দেশটির ন্যাশনার পিপলস কংগ্রেসের পূর্ণ অধিবেশন শুরু হবে। দলের কেন্দ্রীয় কমিটিতে আলোচনার পর তা অনুমোদনের জন্য কংগ্রেসে আইনপ্রণেতাদের কাছে পাঠানো হবে।

১৯৯০ এর প্রেসিডেন্টের মেয়াদ ১০ বছরের মধ্যে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত মাও সেতুংয়ের পরবর্তীতে বিশৃঙ্খলা ও পরবর্তীতের তার পরিণামের পুনরাবৃত্তি ঠেকাতেই চীনের বর্ষীয়ান নেতা হওয়া ডিং জিয়াওপিং এই উদ্যোগ নেন। শি জিনপিং ২০১৩ সালে দায়িত্ব গ্রহণ করেন। টানা দ্বিতীয়বার নির্বাচিত হওয়ায় নিয়ম অনুযায়ী ২০২৩ সালে তার দায়িত্ব ছাড়ার কথা। তবে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর থেকেই দলের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছেন তিনি।

 

/আরএ/
সম্পর্কিত
ডিএনসিসি ও চীনের আনহুই প্রদেশের মধ্যে সহযোগিতামূলক চুক্তি সই
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
দক্ষিণ চীনে বন্যা, সরিয়ে নেওয়া হয়েছে এক লাখ মানুষকে
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী