X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ইরানের পক্ষে রুশ ভেটোর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

বিদেশ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৩১আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৪৬

হুথিদের অস্ত্র সরবরাহ বন্ধে ইরানের বিরুদ্ধে আনা জাতিসংঘের প্রস্তাব ভেটো দিয়ে আটকে দিয়েছে রাশিয়া। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়ে বলেছে, তারা রাশিয়ার সিদ্ধান্তের পাল্টা ব্যবস্থা নিতে পারে। ইয়েমেনের ওপর অবরোধ আরোপ করার সিদ্ধান্ত প্রতি বছর নবায়নের কথা ছিল প্রস্তাবের প্রাথমিক খসড়ায়। ওই প্রস্তাবে হুথিদের অস্ত্র সরবরাহ বন্ধে ইরানের জবাবদিহিতা নিশ্চিত করার কথা অন্তর্ভুক্ত করা হয়। তবে রাশিয়ার ভেটোর কারণে তা কার্যকর হলো না। যুক্তরাজ্য ও মিত্র রাষ্ট্রগুলো মনে করে, হুথিদের অস্ত্র দেওয়ার বিষয়ে অবরোধ থাকলেও ইরান তা মানছে না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে এ খবর।

ইরানের পক্ষে রুশ ভেটোর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

রাশিয়ার ভেটোতে যুক্তরাষ্ট্রের ইরাননীতি বাধাগ্রস্ত হলো। যুক্তরাষ্ট্র অনেকদিন ধরেই হুথিদের অস্ত্র সরবরাহের বিষয়ে ইরানকে জবাবদিহিতার আওতায় আনার চেষ্টা করছিল। কিন্তু রাশিয়ার ভেটোতে তা নস্যাৎ হয়ে গেল। জাতিসংঘে ইরানের জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে ২০১৫ সালে হওয়া ইরানের পারমাণবিক কর্মসূচী সংক্রান্ত সমঝোতা থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ারও হুমকি দিয়েছে।

নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস হতে গেলে ৯ ভোট লাগে। একই সঙ্গে কোনও ভেটো না থাকারও বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু ইরানের জবাবদিহিতা নিশ্চিত করতে উত্থাপিত প্রস্তাবটির বিরুদ্ধে রাশিয়ার ভেটো তো ছিলই, সেই সঙ্গে বলিভিয়ার ভোটও ছিল।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি নিকি হ্যালি হন্ডুরাসের রাজধানী তেগুচিগালপায় সাংবাদিকদের  বলেছেন, ‘রাশিয়া যদি ইরানকে এভাবে বাঁচাতে থাকে, তাহলে যুক্তরাষ্ট্র ও অন্যান্য সহযোগীরা নিজেরাই ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। নিরাপত্তা পরিষদে যদি কোন ফয়সালা না হয়, তাহলে আমাদেরকে আলাদা চিন্তা করতে হবে। আমরা এমন অনেক বিষয়ে ছাড় দিয়েছি যেগুলোতে ইরান আসলে তার বিপদজনক ও অবৈধ আচরণের পক্ষে প্রশ্রয় পেয়েছে।’

গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় বন্ধু রাষ্ট্রগুলোকে জানিয়েছিল, যুক্তরাষ্ট্র চায় চুক্তির বিষয়ে মে মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত জানাক তারা। এর ধারাবাহিকতায় নিরাপত্তা পরিষদে এই প্রস্তাব নিয়ে এসেছিল যুক্তরাজ্য।

পশ্চিমা এক কূটনৈতিক নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেছেন, ‘ইসরায়েলের বিরুদ্ধে ইরানের অবস্থান নিয়ে আমাদের কোনও বিভ্রান্তি নেই। তাদের ক্ষেপণাস্ত্র সংক্রান্ত বিষয়েও আমরা জানি। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এই বিষয়গুলোকে আরও স্পষ্টভাবে সবার সামনে তুলে ধরা।’

উল্লেখ্য, ইয়েমেনে ইরান ও যুক্তরাষ্ট্রের সমর্থনে সৌদি আরব যুদ্ধে জড়িয়ে পড়েছে। ২০১৫ সালে ইয়েমেনের সরকারি বাহিনীকে সাহায্য করার জন্য সৌদি আরব সেনা পাঠিয়েছে। ইরানের সহায়তায় হুথিরা সেখানে যুদ্ধ করছে। ইরান হুথিদের অস্ত্র দেওয়ার বিষয়টি অস্বীকার করে। 

/এএমএ/
সম্পর্কিত
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
রাশিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
সর্বশেষ খবর
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
ভারত-পাকিস্তান টেস্ট হবে দারুণ: রোহিত
ভারত-পাকিস্তান টেস্ট হবে দারুণ: রোহিত
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ