X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘ক্ষমতার অপব্যবহার’ করে প্রেমের সম্পর্ক স্থাপন করেছিলেন ক্লিনটন: মনিকা

বিদেশ ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:১৫আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:২৯
image

হোয়াইট হাউসের সাবেক ইন্টার্ন মনিকা লিউনস্কি বলেছেন, ‘পুরোপুরি ক্ষমতার অপব্যবহার’ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন তার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করেছিলেন। যৌন নিপীড়নের বিরুদ্ধে নারীদের ‘মি টু মুভমেন্ট'কে কেন্দ্র করে  ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনে লেখা এক নিবন্ধে লিউনস্কি পুরনো সেই সম্পর্কের প্রসঙ্গটি নতুন করে সামনে এনেছেন।

মনিকা লিউনস্কি ও বিল ক্লিনটন
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১৯৯৮ সালে ওভাল অফিসে ক্লিনটন-মনিকা যৌন সম্পর্কের খবর বিশ্বজুড়ে আলোচনার ঝড় তোলে। মনিকা লিউনস্কির বয়স ছিল তখন ২২ বছর। আর প্রেসিডেন্ট ক্লিনটনের বয়স তখন ৪৯। ওই সম্পর্ক নিয়ে মিথ্যা বলায় প্রেসিডেন্ট ক্লিনটনকে সে সময় অভিশংসনের হুমকিতেও পড়তে হয়। প্রেসিডেন্ট ক্লিনটন শুরুতে অস্বীকার করলেও পরে স্বীকার করে নেন যে হোয়াইট হাউসের একজন সাবেক ইন্টার্নের সঙ্গে তার ‘অন্তরঙ্গ সম্পর্ক’ হয়েছিল, যা উচিত হয়নি। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের রিপাবলিকান সদস্যরা এরপর প্রেসিডেন্টের অভিশংসনের দাবি তোলেন।অবশ্য ক্লিনটনকে অভিশংসিত করা যায়নি। ২০০১ সাল পর্যন্ত পুরো মেয়াদেই তিনি ক্ষমতায় ছিলেন। আর প্রেমের খবর প্রকাশ হয়ে যাওয়ার পর ঝামেলাপূর্ণ কয়েকটি বছর পার করতে হয় মনিকাকে। এরপর অনেকখানি অন্তরালে চলে যান তিনি। ২০১৪ সালে আবার তিনি সামনে আসেন এবং ওই সম্পর্ক নিয়ে কথা বলতে শুরু করেন। মনিকা ২০১৪ সালের সেই অবস্থানকেই নতুন করে প্রতিধ্বনিত করেছেন ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনে লেখা নিবন্ধে।

মনিকা ও ক্লিনটন
বর্তমানে ৪৪ বছর বয়সী মনিকা লিউনস্কি নিবন্ধে লিখেছেন, ওই কেলেঙ্কারির পর পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগতে হয়েছিল তাকে। যেভাবে ওই প্রেমের খবর সংবাদপত্রের খবরে আর আদালতের শুনানিতে আসছিল, তাতে তাকে রীতিমত একঘরে হয়ে যেতে হয়েছিল বলেও দাবি করেন মনিকা। তিনি লিখেছেন,প্রেসিডেন্ট ক্লিনটনের সঙ্গে ওই গোপন প্রেমের সম্পর্ক সম্মতির ভিত্তিতে হয়েছিল, বলে তিনি স্বীকার করেন। তবে তিনি মনে করেন সে সময় দুজনের মধ্যে বয়স আর ক্ষমতার যে ব্যাপক ব্যবধান ছিল, সেটাও গুরুত্বপূর্ণ। মনিকা বলেন, এ সম্পর্কের পরিণতি কী হতে পারে সে বিষয়ে তার ধারণা ছিল না। এখনও তাকে সেই প্রেমের জন্য ‘প্রতিদিন অনুতপ্ত হতে হয়’। মনিকা লিখেছেন,“অভিধানে ‘কনসেন্ট’ মানে লেখা আছে- কোনও কিছু ঘটার জন্য সম্মতি দেওয়া। কিন্তু এই ‘কোনও কিছু’ মানেটা কী? যদি তার অবস্থান আর আমার তখনকার বয়সটা বিবেচনা করি?  তিনি ছিলেন আমার বস। তখন তিনিই ছিলেন এই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। আমার চেয়ে তিনি ২৭ বছরের বড়। জীবন সম্পর্কে আমার চেয়ে তার অভিজ্ঞতা অনেক বেশি ছিল।’

/এফইউ/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা