X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

সন্ত্রাসবিরোধী লড়াই কোনও ধর্মের বিরুদ্ধে নয়: মোদি

বিদেশ ডেস্ক
০১ মার্চ ২০১৮, ১৬:৫৮আপডেট : ০১ মার্চ ২০১৮, ১৭:২৪

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, সন্ত্রাসের কোনও ধর্ম নেই। সন্ত্রাসবিরোধী লড়াই কোনও ধর্মের বিরুদ্ধে নয়। এ লড়াই হচ্ছে যুবকদের বিপথে পরিচালিত করে এমন মানসিকতার বিরুদ্ধে। বৃহস্পতিবার দিল্লিতে ‘ইসলামিক হেরিটেজ, প্রোমোটিং, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড মডারেশন’ শীর্ষক সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।  ভারত সফররত জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এ সময় উপস্থিত ছিলেন।

সন্ত্রাসবিরোধী লড়াই কোনও ধর্মের বিরুদ্ধে নয়: মোদি ভারতের প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি ধর্মই মানবিক মূল্যবোধের কথা বলে। তাই আমাদের যুবকদের ইসলামের মানবিক বৈশিষ্ঠ্যগুলোর সঙ্গে পরিচিত হওয়া উচিত। আপনারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করুন।

নরেন্দ্র মোদি বলেন, ভারত হচ্ছে দুনিয়ার সবগুলো প্রধান ধর্মের লীলাক্ষেত্র। এদেশে প্রতিটি ধর্ম বিকশিত হয়েছে। ভাষা, রাজনীতি যাই হোক, প্রত্যেক ভারতীয় নাগরিকের জন্য এটা গর্ব। ভগবান বুদ্ধ বা মহাত্মা গান্ধী যিনিই হোন, শান্তি ও প্রেম-ভালবাসার সৌরভ পুরো দুনিয়ায় ছড়িয়েছে ভারত থেকেই। ভারতই পৃথিবীকে বসুধৈব কুটুম্বকম অর্থাৎ সমগ্র বিশ্ব সংসার একই পরিবার, এই ভাবনা উপহার দিয়েছে। সমগ্র দুনিয়াবাসীকে ভারতে নিজের পরিবার বলে মনে করে। এই বোধের মধ্যে সে নিজেকে খুঁজে পায়।

ভারতীয় গণতন্ত্র বহু বছরের পুরানো বহুত্ববাদের উদযাপন বলেও মন্তব্য করেন মোদি।

জর্ডনের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বলেন, ধর্মীয় মতবাদের সঙ্গে যেন মানবতার সংযোগ থাকে। ধর্মীয় বিশ্বাস আমাদের সমৃদ্ধ, বিকশিত করে। যে মতবাদ ঘৃণা ছড়ায়, তাকে প্রত্যাখ্যান করা উচিত সবার। অশান্তির বিরুদ্ধে সবাইকে সঙ্গে নেওয়াই আমাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র।

দ্বিতীয় আবদুল্লাহ বলেন, টেলিভিশন ও সোশ্যাল মিডিয়া থেকে ঘৃণা, বিদ্বেষের ভাবনা মুছে ফেলতে হবে।

এর আগে মঙ্গলবার প্রটোকল ভেঙে তিনদিনের সফরে ভারতে পৌঁছানো জর্ডানের বাদশাকে দিল্লি বিমানবন্দরে স্বাগত জানান মোদি।

প্রসঙ্গত, গত মাসে বাদশাহ দ্বিতীয় আবদুল্লা আম্মানের নিজ বাসভবনে মোদিকে স্বাগত জানিয়েছিলেন। সূত্র: এবিপি আনন্দ, দ্য টাইমস অব ইন্ডিয়া।

/এমপি/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক