X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নাইজারের মার্কিন ড্রোন ঘাঁটি নিয়ে গোপনীয়তা, বাড়ছে সন্দেহ

আশফাক মাহমুদ
০১ মার্চ ২০১৮, ১৯:০০আপডেট : ০২ মার্চ ২০১৮, ০০:৪০
image

নাইজারে ১১০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মীয়মান গোপন ড্রোন ঘাঁটি নিয়ে নানামুখী সন্দেহ ও শঙ্কা দেখা দিয়েছে স্থানীয়দের মনে। সম্প্রতি বিকল্প ধারার স্বনামধন্য মার্কিন সংবাদমাধ্যম ইন্টারসেপ্ট ওই ড্রোন ঘাঁটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে ঘাঁটিটিকে ঘিরে নানা রকম প্রশ্ন ওঠে। ইন্টারসেপ্টে প্রতিবেদন প্রকাশের পর স্থানীয়দের পরিদর্শনের জন্য ড্রোন ঘাঁটিটি উন্মুক্ত করার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।  সাংবাদিকদের একটি পরিদর্শক দলকে ঘাঁটি পরিদর্শনে নিয়ে যাওয়া হলেও সিএনএন ছাড়া আর কোনও সংবাদমাধ্যমকে সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। জনমনের সন্দেহও দূর করা যায়নি।
নাইজারের মার্কিন ড্রোন ঘাঁটি নিয়ে গোপনীয়তা, বাড়ছে সন্দেহ

ইন্টারসেপ্টের প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়, নাইজারের সংবিধান অনুযায়ী এমন ঘাঁটি বৈধতা পেতে পারে কি না। ড্রোন ঘাঁটিটিকে ঘিরে নাইজারে অস্থিতিশীলতার আশঙ্কার কথা উঠে আসে। বিশ্লেষণে বলা হয়, ঘাঁটিটিকে ঘিরে সাহারা অঞ্চলে সামরিক উত্তেজনা বাড়তে পারে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী যে ঘাঁটিটির বিষয়ে স্থানীয় বাসিন্দাদের তেমন কোন কিছু জানায়নি তা উল্লেখ করে প্রতিবেদনটিতে বলা হয়, বিমানবন্দরের পাশে ওই ঘাঁটিটি কেন তৈরি হয়েছে তা আগাদাজের মানুষ জানে না এবং ওই ঘাঁটিটির কারণে কি লাভ বা ক্ষতি হতে পারে সে বিষয়েও তাদের কোনও ধারণা নেই।

ড্রোন ঘাঁটিটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে নানামুখী গুঞ্জন রয়েছে। সাধারণ মানুষের মধ্যে রয়েছে অনেক জল্পনা-কল্পনা ও সমালোচনা। কেউ কেউ মনে করে, ‘সোনা, ইউরেনিয়াম বা তেলের খোঁজে খোঁড়াখুঁড়ি করে যুক্তরাষ্ট্র নিজেই জঙ্গি ডেকে আনছে।’ কেউ কেউ মনে করে ওখানে যুক্তরাষ্ট্র ‘ভু-গর্ভস্থ জলাধারের খোঁজ পেয়েছে।’ ইন্টারসেপ্টের প্রতিবেদন সেই সন্দেহকে আরও বাড়িয়ে তোলে। সন্দেহের অবসানে অবসানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নাইজারের স্থানীয়দের ঘাঁটিটি পরিদর্শনের আমন্ত্রণ জানানো হয়। ইন্টারসেপ্ট জানিয়েছে, ওই ঘাঁটি নিয়ে তাদের প্রতিবেদন প্রকাশের পরপরই যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের কথা জানা গেছে।

যে ছোট দলটি ড্রোন ঘাঁটি পরিদর্শনের জন্য গিয়েছিল তাদের নেতৃত্বে ছিলেন আগাদাজের গভর্নর। দলটিতে ধর্মীয় নেতা, নাগরিক সমাজের সদস্য এবং কয়েকজন সাংবাদিক ছিলেন।   স্থানীয় রেডিও চ্যানেল স্টুডিও কালানগো বলেছে, ‘ঘাঁটিটির ভেতরের কার্যক্রম নিয়ে জল্পনা কল্পনার অবসান ঘটাতে’ এই পরিদর্শনের আয়োজন করা হয়েছে। আগাদাজের সংবাদমাধ্যম এয়ার-ইনফো বলেছে, আমন্ত্রিতদের ঘাঁটিতে থাকা নির্মীয়মান রানওয়ে, নাইজার ও যুক্তরাষ্ট্রের বিমান রাখার জন্য নির্ধারিত হ্যাঙার এবং নির্মাণকাজে জড়িত সেনাদের থাকার জায়গা ঘুরিয়ে দেখানো হয়। ঘাঁটিটির এ বছরেই উদ্বোধন হওয়ার কথা। নাইজার, লিবিয়া, চাঁদ ও মালিসহ সাহারার বিশাল এলাকার যেকোনও স্থানে অভিযানের উদ্দেশে এই ঘাঁটি থেকে উড়াল দিতে পারবে যুক্তরাষ্ট্রের ড্রোন।

নাইজারের মার্কিন ড্রোন ঘাঁটি নিয়ে গোপনীয়তা, বাড়ছে সন্দেহ

এয়ার-ইনফো জানিয়েছে, আগাদাজের স্থানীয় অর্থনীতির বিকাশে ওই ঘাঁটিটির গুরুত্ব পরিদর্শক দলের কাছে তুলে ধরা হয়েছে। বিমানবাহিনীর লেফটেনেন্ট কর্নেল ব্র্যাড হার্বফ সাংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্র স্থানীয় উৎস থেকে ১৩ মিলিয়ন ডলারের নুড়ি পাথরসহ অন্যান্য নির্মাণ উপকরণ কিনেছে। অবশ্য, ইন্টারসেপ্টের প্রতিবেদনটিতে জানানো হয়েছিল, স্থানীয় শ্রমিকদের যারা ঘাঁটি নির্মাণে কাজ করছে তাদের মজুরি প্রতি ঘন্টায় ১.২০ ডলার।

এয়ার-ইনফো বলেছে, যুক্তরাষ্ট্র ওখানে কোনও খনি খনন করছে না জানিয়ে লেফটেনেন্ট কর্নেল ব্র্যাড হার্বফ পরিদর্শনে যাওয়া স্থানীয় সাংবাদিকদের বলেছেন, ‘আপনারা নিজের চোখেই তো সব দেখেছেন।’ আর রেডিও চ্যানেল স্টুডিও কালানগো উদ্ধৃতি দিয়েছে আগাদাজের গভর্নর সাদৌ সোলোকের, ‘এই স্থাপনাটি আমাদের জন্য দরকারি।’ তবে এতো কিছুর পরও  সন্দেহের অবসান হয়নি। এয়ার- ইনফো ফেসবুকে তাদের প্রতিবেদনটি প্রকাশ করলে সেখানে পাঠকরা যেসব মন্তব্য করেছেন সেগুলোর বেশিরভাগই সন্দেহ প্রকাশ করা হয়েছে। ইব্রাহিম ইল্লো নামের একজন মন্তব্য করেছেন, ‘তারা তা-ই দেখিয়েছে, যা তারা দেখাতে চায়।’ ইসোফ ইউসুফ লিখেছেন, ‘চলে যাও, আমাদের নিরাপত্তার দরকার নেই।’ আর একজন মন্তব্যকারী লিখেছেন, ‘তারা নাইজারের শেষ বিন্দুটুকুও শুষে নেবে।’

ড্রোন ঘাঁটিটি সবার জন্য উন্মুক্ত করা হয়নি। স্থানীয় একজন সাংবাদিক জানিয়েছেন, আগাদাজে উপস্থিত ইতালীয় সাংবাদিকদের ঘাঁটিটিতে ঢুকতে দেওয়া হয়নি। তাদেরকে বলা হয়েছে, এই পরিদর্শনের সুযোগ নাইজারের নাগরিকদের জন্য নির্ধারিত। আফ্রিকায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান তত্ত্বাবধানকারী ‘আফ্রিকা কমান্ড’ গত মাসে দ্যা ইন্টারসেপ্টের আবেদন ফিরিয়ে দিয়েছিল। ২০১৬ সালে ঘাঁটিটির নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকে শুধু সিএনএনকেই ঘাঁটির ভেতরে ঢোকার অনুমতি পেতে দেখা গেছে। ইমেইলে পরিদর্শনের বিষয়ে মতামত জানতে চাওয়া হলে, আফ্রিকম ইন্টারসেপ্টকে কোন উত্তর দেয়নি।

নাইজারের মার্কিন ড্রোন ঘাঁটি নিয়ে গোপনীয়তা, বাড়ছে সন্দেহ

/বিএ/
সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা