X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

গুলিতে নিহত ব্যক্তি লস্কর সদস্য হতে পারে: ভারত

বিদেশ ডেস্ক
০১ মার্চ ২০১৮, ২১:০৭আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ০১:৪০

বৃহস্পতিবার ভোরের দিকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা একজন জঙ্গিকে গুলি করে মেরে ফেলছে। এ ঘটনা ঘটেছে কাশ্মিরের বান্দিপোরা জেলার হাজিন নামক এলাকায়। তল্লাশি চৌকিতে বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তিকে পাকিস্তানি লস্করের সদস্য মনে করছে পুলিশ। অন্যদিকে, এলাকাবাসী নিহতের লাশ কবর দিয়েছে এবং দুইদিন হাজিন এলাকায় হরতাল পালন করেছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা গেছে এ খবর।

গুলিতে নিহত ব্যক্তি লস্কর সদস্য হতে পারে: ভারত

জম্মু ও কাশ্মির পুলিশের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, জঙ্গিদের উপস্থিতির আগাম খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তল্লাশি কার্যক্রম চালাচ্ছিল । সেখানেই মারা গিয়েছে সন্দেহভাজন জঙ্গি। ওই স্থান থেকে একে ৪৭ বন্দুক, গোলাবারুদ ও অভিযুক্ত করার মতো অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিহত ব্যক্তি লস্কর ই তৈয়বার সদস্য এবং পাকিস্তানের নাগরিক।

হিন্দুস্তান টাইমস লিখেছে, কারও কারও দাবি নিহত ব্যক্তি আগের দিন গুলিবিদ্ধ হয়ে পালিয়ে গিয়েছিল। উত্তেজিত জনতা তার মৃতদেহ পুলিশকে নিতে দেয়নি। তারা মরদেহটিকে স্থানীয় কবরস্থানে নিয়ে কবর দিয়েছে।  পুলিশ বলেছে, জনতাকে উত্তেজিত করার ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার রাতে পুলিশ আবার বিবৃতি দিয়ে জানিয়েছে, ইন্টারনেটে কিছু কিছু উৎস থেকে বন্দুকযুদ্ধের ওই ঘটনাকে ঘিরে মিথ্যা খবর ছড়ানো হচ্ছে। স্বার্থান্বেসী মহল এসব মিথ্যা সংবাদ ছড়িয়ে সুবিধা নিতে চাইছে। জনসাধারণ যেন ওইসব খবর বিশ্বাস না করে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ওই ব্যক্তিকে মেরে ফেলার প্রতিবাদে হাজিন জেলায় মঙ্গল ও বুধবার হরতাল পালন করা হয়েছে।

এদিকে কাশ্মির সীমান্তে পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনাকর অবস্থা বিরাজ করছে। পাকিস্তানি সেনাবাহিনী দাবি করেছে, বুধবার কোনও কারণ ছাড়াই গুলি শুরু করে ভারতীয় বাহিনী। তাদের গুলিতে দুই সেনাসদস্য নিহত হয়েছেন। তাদের নাম সিপাহি মুনির চৌহান ও সিপাহি আমির হোসেন। পাকিস্তানের দাবি, তারাও পাল্টা গুলি করে ভারতীয় ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। 

অন্যদিকে ভারতীয় সেনাবাহিনীর দাবি, পাকিস্তানি সেনারা নিয়মভঙ্গ করে গুলি চালিয়েছে। নিয়ন্ত্রণরেখার দিকে বৃহস্পতিবার সকাল পৌনে নয়টার দিকে গুলিবর্ষণ শুরু হয়। দ্য হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে সেনাবাহিনী মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেভেন্দার আনন্দ বলেছেন, ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানি হামলার কঠিন জবাব দিচ্ছে। 

/এএমএ/
সম্পর্কিত
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা