X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সেনাবাহিনী সম্পর্কে কাশ্মিরিদের ইতিবাচক করে তোলার পরিকল্পনা!

বিদেশ ডেস্ক
০২ মার্চ ২০১৮, ২১:৪৭আপডেট : ০২ মার্চ ২০১৮, ২১:৫৬
image

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে সেনাবাহিনী নিয়ে ইতিবাচক মনোভাব তৈরিতে আরও কাজ করা প্রয়োজন বলে মনে করেন সাবেক সেনাকর্মকর্তারা।  সেখানকার মানেকশ সেন্টারে ‘জাতিগঠনে সেনাবাহিনীর অবদান’ শীর্ষক বার্ষিক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সেনাবিদ্বেষ দূর করতে সংবাদমাধ্যমের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করেছেন সাবেক জেনারেলরা। কাশ্মিরি জনতার সেনাবাহিনী সংক্রান্ত দৃষ্টিভঙ্গি বদলে তৎপর হওয়ার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে ওই সেমিনারে। তবে মানবাধিকার সংস্থা, ইতিহাসবিদ আর রাজনীতি বিশ্লেষকদের মতে, কাশ্মির ক্রমেই ভারত-পাকিস্তানের সমরাস্ত্র প্রদর্শনের ক্ষেত্রে পরিণত হয়েছে। আর তাতে প্রাণ হারিয়েছে লাখ লাখ মানুষ।
সেনাবাহিনী সম্পর্কে কাশ্মিরিদের ইতিবাচক করে তোলার পরিকল্পনা!

দেশটির অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সাইদ আতা হাসনাইন বলেন, আগে কাশ্মিরের জনগণের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হতো। তিনি বলেন, অপারশেন সাদভাবনা পুরো পরিস্থিতিকে পাল্টে দিয়েছে। সেখান সেনাপরিচালিক স্কুল রয়েছে। আমরা কাশ্মির প্রিমিয়ার লিগও শুরু করেছি যেন তরুণ প্রজন্ম বিপথে না গিয়ে খেলাধূলায় ব্যস্ত থাকে।’

মানবাধিকারকর্মীদের দাবি অনুযায়ী, ’৪৭-এর পর থেকে অন্তত পাঁচ লাখ কাশ্মিরি নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন আরও দশ লাখের মতো। খোদ ভারতের সরকারি হিসাবে তথ্যের ওপর ভিত্তি করে প্রভাবশালী ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক রিপোর্টে জানাচ্ছে, ১৯৯০ থেকে ২০১১ সালের মধ্যে কেবল ১১ বছরেই ৪৩,৪৬০ জন কাশ্মিরি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বেসামরিক কাশ্মিরি। আর মানবাধিকার কর্মীদের দাবি অনুযায়ী ওই ১১ বছরে নিহতের সংখ্যা ১ লক্ষাধিক এবং বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও ১ লাখ। এই হত্যাকাণ্ডগুলোর একটা বড় অংশ সংঘটিত হয়েছিল বারামুলা জেলা এবং আফজাল গুরুর জন্মস্থান সোপোরেতে।

কাশ্মিরে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে দায়িত্বপালন করেছেন হাসনাইন। তিনি বলেন, সেনাবাহিনী নিয়ে ইতিবাচক মনোভাব গড়ে তুলতে গণমাধ্যমের ভূমিকা প্রয়োজন। আরেকজন সাবেক জিওসি লেফটেন্যান্ট জেনারেল কেটি পারনায়েক বলেন, ‘বিদ্বেষমূলক মনোভাব দূর করতে দৃষ্টিভঙ্গি পাল্টানো প্রয়োজন। কাশ্মিরে অনেকে আছে যারা সেনাবাহিনীর বিরুদ্ধে নেতিবাচক মনোভাব তৈরিতে কাজ করে।’ তিনি দাবি করেন, কাশ্মিরে তরুণদের মাঝে সেনাবিরোধী ও ভারত-বিরোধী মনোভাব তৈরি করা হয়। সেটা প্রতিহত করা জরুরি। তবে এইসব ধারণা সৃষ্টির নেপথ্যে সেখানে সেনাবাহিনীর কোনও ভূমিকার কথা স্বীকার করা হয়নি।

‘আফজাল গুরুর ফাঁসি ভারতীয় গণতন্ত্রের জন্য কলঙ্ক’ শীর্ষক নিবন্ধে বুকারজয়ী বিখ্যাত ভারতীয় লেখক ও মানবাধিকারকর্মী  অরুন্ধতী রায় কাশ্মির সম্পর্কে বহু আগেই বলেছিলেন, ‘এটি একটি পরমাণু যুদ্ধক্ষেত্র এবং পৃথিবীর সবচেয়ে সামরিকীকরণকৃত এলাকা। এখানে রয়েছে ভারতের পাঁচ লাখ সৈনিক। প্রতি চারজন বেসামরিক নাগরিকের বিপরীতে একজন সৈন্য! আবু গারিবের আদলে এখানকার আর্মি ক্যাম্প ও টর্চার কেন্দ্রগুলোই কাশ্মিরিদের জন্য ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্রের বার্তাবাহক। আত্মনিয়ন্ত্রণাধিকারের দাবিতে সংগ্রামরত কাশ্মিরিদের জঙ্গি আখ্যা দিয়ে এখন পর্যন্ত ৬৮ হাজার মুক্তিকামীকে হত্যা করা হয়েছে এবং ১০ হাজারকে গুম করা হয়েছে। নির্যাতিত হয়েছে আরও অন্তত এক লাখ লোক।’

 

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সর্বশেষ খবর
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ