X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মানিক সরকারকে বাংলাদেশে আশ্রয় নেওয়ার পরামর্শ বিজেপির!

বিদেশ ডেস্ক
০৩ মার্চ ২০১৮, ১৭:৩৬আপডেট : ০৩ মার্চ ২০১৮, ১৮:০৪

সাবেক কংগ্রেস নেতা ও বর্তমান ক্ষমতাসীন বিজেপির উত্তর-পূর্বাঞ্চলের প্রধান কৌশলপ্রণেতা হেমন্ত বিশ্ব শর্মা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারকে বাংলাদেশের প্রতিবেশী পশ্চিমবঙ্গ অথবা দক্ষিণের কেরালা রাজ্যে আশ্রয় নিতে পরামর্শ দিয়েছেন। অচিরেই মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে যাচ্ছেন তিনি। দুই দশকের বেশি সময় ক্ষমতায় থাকা মানিক সরকারের নেতৃত্বাধীন বাম সরকারকে শনিবারের নির্বাচনে পরাজিত করেছে বিজেপি।

ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার

৬৯ বছর বয়সী মুখ্যমন্ত্রী ১৯৯৮ সাল থেকে ক্ষমতায় আছেন। তিনি সিপিআই-এম দলের পলিটব্যুরো সদস্য ও চার মেয়াদে নির্বাচিত মুখ্যমন্ত্রী। হেমন্ত বিশ্ব শর্মা বলেন, মানিক সরকারের সামনে মাত্র তিনটি পথ খোলা আছে। তিনি পশ্চিমবঙ্গে চলে যেতে পারেন, যেখানে এখনও সিপিআই-এম দলের কিছু উপস্থিতি রয়েছে। অথবা কেরালায় চলে যেতে পারেন, যেখানে দলটি এখন ক্ষমতায় আছে ও আরও তিন বছর থাকবে। নয়তো তিনি প্রতিবেশী বাংলাদেশে চলে যেতে পারেন। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সীমান্ত অপরাধ বেড়ে যাওয়ায় বামফ্রন্টকে দায়ী করেন তিনি। 

এই বিজেপি নেতা বিধানসভা নির্বাচনের পর ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি এর আগে মানিক সরকারের নির্বাচনি এলাকা ধানপুরে এক সভায়ও এমন আক্রমণাত্মক কথা বলেছিলেন।

ত্রিপুরায় আঞ্চলিক মিত্র ইন্ডিজিনাস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরা (আইপিএফটি) দলের সঙ্গে মিলে বিজেপি শনিবারের ফলাফলে ৪১টি আসনে এগিয়ে রয়েছে। আর তারা একাই সেখানকার ৩৪টি আসনে জয়লাভ করেছে। যেখান বাম জোট পেয়েছে ১৮টি আসন। ত্রিপুরায় মোট ৬০টি আসন রয়েছে। সেখানে সরকার গঠন করতে হলে যেকোনও দলকে অন্তত ৩১টি আসনে জয়লাভ করতে হবে।

শনিবার ভোট গণনা শুরুর পর থেকে অনেক সময় বিজেপি ও বাম দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। হঠাৎ করেই বিজেপি এগিয়ে যাওয়া শুরু করলে দলটির জ্যেষ্ঠ নেতা সুশীল কুমার মোদি এক টুইট বার্তায় বলেন, ‘আর একঘণ্টার মধ্যে বামজোট ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে’। আরেক বিজেপি নেতা রাম মাধব একে ‘ঐতিহাসিক রায়’ হিসেবে অ্যাখ্যা দিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, সিপিএম দারুণ লড়াই করেছে, কিন্তু জনগণ ‘পরিবর্তনে’র পক্ষে ভোট দিয়েছেন। তারা আমাদের স্লোগান ‘চল পাল্টাই’কে গ্রহণ করেছেন। 

এদিকে জয়ের আভাস পেয়েই বিজেপি কর্মীরা আগরতলার রাস্তায় নেমে আনন্দ করা শুরু করেছেন। ত্রিপুরা বিজেপির প্রধান বিপ্লব কুমার দেবকে সেখানকার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে মনে করা হচ্ছে। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি রাজ্যের ৫৯টি আসনে ভোটাভুটি হয়। একটি আসনে বাম দলের প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে।

/আরএ/বিএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা