X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

উত্তেজনা কমায় মিসরে আবারও রাষ্ট্রদূত পাঠাচ্ছে সুদান

বিদেশ ডেস্ক
০৩ মার্চ ২০১৮, ২০:৪৯আপডেট : ০৩ মার্চ ২০১৮, ২০:৫৫

সম্পর্কের টানাপোড়েনে উত্তেজনা বাড়ায় প্রতিবেশী দেশ মিসর থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছিল ‍সুদান। তবে দুই মাস পর ওই উত্তেজনা কমায় সেখানে আবারও রাষ্ট্রদূত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। হালায়েব নামে একটি ভূ-খণ্ডের মালিকানা নিয়ে দ্বন্দ্ব ও ইথিওপিয়ায় একটি বাঁধ নির্মাণের বিষয়ে মতবিরোধের জেরে এই উত্তেজনার সূচনা হয়েছিল।

উত্তেজনা কমায় মিসরে আবারও রাষ্ট্রদূত পাঠাচ্ছে সুদান

গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) সুদানের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম ঘান্দোর রয়টার্সকে জানিয়েছিলেন, ‘আমাদের দুই দেশের মধ্যে থাকা সম্পর্কটি ঐতিহাসিক এবং সেটা রক্ষা করা আমদের দায়িত্ব’। এরপর সোমবার ইব্রাহিম ঘান্দোর জানান, তারা মিসরে আবারও রাষ্ট্রদূত আব্দেল-মাহমুদ আব্দেল-হালিমকে আবারও মিসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের মাসখানেক আগে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ও গোয়েন্দাপ্রধানরা একটি বৈঠক করেছিলেন। উত্তেজনা প্রশমনের জন্য তাদের ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছিল কায়রোতে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, জিআরইডি থেকে সুদানকে বাদ দিতে মিসর প্রস্তাব দিয়েছে বলে খবর ছড়িয়ে পড়ার পর সেখান থেকে রাষ্ট্রদূত আব্দেল হালিমকে ডেকে পাঠায় সুদান। পরে তাকে প্রত্যাহার করা হয়। ওই সময় ইথিওপিয়া দাবি করেছিল, ‘গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাঁস ড্যাম’ নামের প্রকল্পের প্রভাব নিয়ে ত্রিপক্ষীয় আলোচনা হওয়ার কথা ছিল। তবে তা থেকে সুদানকে বাদ দেওয়ার চেষ্টা করছিল মিসর।

মিসর ওই বাঁধ নির্মাণের বিপক্ষে ছিল। আর সুদানের অবস্থান প্রথমে তাদের পক্ষে থাকলেও পরে বাঁধ নির্মাণের বিরুদ্ধে আপত্তি তুলে নেয়। এছাড়া সুদান দাবি করেছিল, হালায়েব এলাকাটি জোর করে দখলে রেখেছে মিসর। আর মিসরের দাবি, এলাকাটি তাদের। গত বছর মিসরের বিরুদ্ধে নিজ দেশের রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ করেছিল সুদান। এ কারণে মিসরের কৃষিপণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞাও আরোপ করেছিল তারা।

 

রয়টার্স মনে করে, হালায়েবের মালিকানা নিয়ে দ্বন্দ্ব তৈরি হওয়া ও সুদান-তুরস্কের মধ্য নৌ-চুক্তি হওয়ায় সন্দেহের কারণে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে থাকতে পারে সুদান। আর ইজিপ্ট ইন্ডিপেন্ডেন্ট লিখেছে, ইথিওপিয়ার বাঁধ নিয়ে মতোবিরোধের কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে। সূত্র: রয়টার্স, আল-আরাবিয়া ও ইজিপ্ট ইন্ডিপেন্ডেন্ট।

/এএমএ/আরএ/
সম্পর্কিত
নাইজেরিয়ায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা