X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের প্রমাণ চাইলেন পুতিন

বিদেশ ডেস্ক
০৩ মার্চ ২০১৮, ২১:০৯আপডেট : ০৪ মার্চ ২০১৮, ০০:০৫

কংগ্রেসে চিৎকার-চেঁচামেচি করার পরিবর্তে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তার নাগরিকদের হস্তক্ষেপের প্রমাণ রাশিয়ার কাছে পাঠানোর আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের বিষয়টি তদন্ত শেষে সম্প্রতি ১৩ রুশ নাগরিক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই’র সাবেক পরিচালক রবার্ট মুলার এই তদন্ত প্রতিবেদন জমা দেন। এতে ট্রাম্পকে নির্বাচনে জয়ী করা ও হিলারি ক্লিনটনের বিরুদ্ধে জনমত তৈরিতে এসব রুশ নাগরিক ও প্রতিষ্ঠান কাজ করেছে বলে অভিযোগ করা হয়।

শুক্রবার এনবিসি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন, আমাকে প্রথম দেখতে হবে তারা কী করেছে। আমাদের প্রমাণ দিন, তথ্য দিন। অভিযুক্ত নাগরিকদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে পুতিন বলেন, তারা রুশ আইন ভঙ্গ না করলে আমরা কোনও ব্যবস্থা নিতে পারবো না।

সাংবাদিক মেগিন কেলিকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেন, আপনার প্রতি ও কংগ্রেসের প্রতি সম্মান জানিয়ে বলছি আপনাকে অবশ্যই জনগণের বিরুদ্ধে অবশ্যই আইনী পদক্ষেপ নিতে হবে।  সাক্ষাৎকারে মার্কিন কর্তৃপক্ষকে রাশিয়ার সাধারণ প্রসিকিউটরের কাছে আনুষ্ঠানিক আবেদন করার পরামর্শ দেন পুতিন। তিনি বলেন, এটা দাফতরিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। সংবাদমাধ্যম বা কংগ্রেসে চিৎকার-চেঁচামেচির মাধ্যমে তা করা যাবে না।  

সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে আগ্রাসী বক্তব্যে পুতিন নতুন পরমাণূ অস্ত্র নির্মাণের ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রতি এই বক্তব্য দিলেন। ওই বক্তব্যে পুতিন বলেছিলেন, তাদের নতুন অস্ত্র যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে বিশ্বের যেকোনও স্থানে আঘাত হানতে সক্ষম। আগামী ১৮ মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পুতিন। এই নির্বাচনে তিনি সহজেই জয়লাভ করবেন বলে ধারণা করা হচ্ছে।

/আরএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক