X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ত্রিপুরায় জয়ের পরও মোদির টুইটের নিশানায় বামফ্রন্ট

বিদেশ ডেস্ক
০৪ মার্চ ২০১৮, ১৮:৫২আপডেট : ০৪ মার্চ ২০১৮, ১৯:০৩
image

কয়েক সপ্তাহ আগেও নির্বাচনি ময়দানে বামদের বিরুদ্ধে বিজেপির জোরালো লড়াইয়ের কথা দৃশ্যত অনেকের কাছেই ছিল অভাবনীয়।ত্রিপুরায় ঐতিহ্যগতভাবে বামফ্রন্টের প্রতিদ্বন্দ্বী মনে করা হতো কেন্দ্রের সাবেক শাসক দল কংগ্রেসকে। কিন্তু আদিবাসী রাজনৈতিক দল পিপলস ফ্রন্ট অব ত্রিপুরার সঙ্গে জোট বেঁধে বিধানসভা নির্বাচনে জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি জোট।  বিজয়ের পরও তারা বামফ্রন্টকে আক্রমণ করা  বামফ্রন্টই যেখানে ধরাশায়ী সেখানে কংগ্রেস পুরোপুরি দৃশ্যপটের বাইরে। নির্বাচনে একটিও আসন পায়নি দলটি।
মোদির টুইটার পাতার অনুলিপি

৫৯ আসনে অনুষ্ঠিত ত্রিপুরার বিধানসভা নির্বাচনে ৪৩ আসন নিশ্চিত করেছে বিজেপি জোট। নিজ দলের জয়ের পরও মানিক সরকার ও বামফ্রন্টকে নিশানা বানানোর চর্চায় ক্ষান্ত দেননি বিজেপি নেতা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে দেওয়া  পোস্টে তিনি বলেছেন, ‘ত্রিপুরার ঐতিহাসিক বিজয়ে স্বাভাবিকভাবেই আমরা আনন্দিত। তবে আমাদের হৃদয়ে ও প্রার্থনায় সেই বিজেপি কর্মীরা সবসময়ই থাকবেন কাণ্ডজ্ঞানহীন কমিউনিস্টদের হাতে যারা জীবন দিয়েছেন। তাদের সাহসের ওপর ভর করেই দল আজকের অবস্থানে পৌঁছেছে।’

While we are naturally delighted about the historic victory in Tripura, we will always have in our thoughts and prayers the BJP Karyakartas who lost their lives due to mindless Communist violence. It is due to their courage that the party has reached where it has today.

— Narendra Modi (@narendramodi) March 3, 2018 />
৫০টি আসনে নিজেরাই প্রার্থী দিয়েছিল বিজেপি। এর মধ্যে ৩৫ জনই জয়ের মুকুট ছিনিয়ে আনতে সক্ষম হয়েছেন । আদিবাসীদের ভোট নিজেদের দিকে টানতে আঞ্চলিক দল পিপলস ফ্রন্ট অব ত্রিপুরা-আইপিএফটি’র সঙ্গে গাঁটছড়া বাঁধে বিজেপি। বাকি নয়টি আসনে প্রার্থী দিয়ে আটটিতে জয়লাভ করে তারা।

টুইটারে মোদি বলেন, ‘উত্তরপূর্ব ভারতকে সামগ্রিকভাবে বদলে দেওয়ার ব্যাপারে বিজেপি পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ । উন্নয়নের একটি শক্তিধর কেন্দ্র হত্তয়ার অপরিমেয় সম্ভাবনা রয়েছে এই অঞ্চলের। কেন্দ্রীয় সরকার ইতোমধ্যে উত্তর-পূর্বাঞ্চলের জন্য প্রবৃদ্ধি ও সুযোগ সুবিধা বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে।’

নির্বাচনে পরাজিত বামফ্রন্ট পেয়েছে ১৬টি আসন। দলটির নেতা মুখ্যমন্ত্রী মানিক সরকার বিধায়ক নির্বাচিত হলেও তার সরকারের প্রভাবশালী মন্ত্রীরা পর্যুদস্ত হয়েছেন বিজেপি জোটের প্রার্থীদের কাছে। একটি কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থীর মৃত্যু হওয়ায় সেখানে নির্বাচন স্থগিত হয়েছে। সেটিতে পরে নির্বাচন অনুষ্ঠিত হবে। বামফ্রন্টের অভিযোগ, নির্বাচনে জিততে অর্থ ছড়িয়েছে বিজেপি। তবে বিজেপি জোট বলছে, জনগণ তাদের রায় দিয়েছে। জোট দায়িত্বশীলতার সঙ্গে গণরায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে।

 

/এমপি/বিএ/
সম্পর্কিত
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!