X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় জাতিসংঘের অস্ত্রবিরতি ব্যর্থ: এরদোয়ান

বিদেশ ডেস্ক
০৬ মার্চ ২০১৮, ১৭:০০আপডেট : ০৬ মার্চ ২০১৮, ১৯:২৮

সিরিয়ায় জাতিসংঘের অস্ত্রবিরতি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। মঙ্গলবার পার্লামেন্টে নিজ দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির এমপিদের এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। এরদোয়ান বলেন, পূর্ব ঘৌটার সাম্প্রতিক ঘটনাবলী মেনে নেওয়া কঠিন। যা ঘটছে তা মানবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। জাতিসংঘের যে অস্ত্রবিরতি কখনও কার্যকর হয় না; মানবতার জন্য তা অর্থহীন।

রজব তাইয়্যেব এরদোয়ান গত ২৪ ফেব্রুয়ারি ৩০ দিনের জন্য ওই অস্ত্রবিরতি প্রস্তাব পাস করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

উদ্ধার তৎপরতায় যুক্ত স্বেচ্ছাসেবী সংস্থা হোয়াইট হেলমেটস জানিয়েছে, নিরাপত্তা পরিষদের ওই অস্ত্রবিরতির মধ্যেই গত দুই সপ্তাহে পূর্বাঞ্চলীয় ঘৌটায় আসাদ বাহিনীর হামলায় নারী ও শিশুসহ ৭৫৬ জন নিহত হয়েছেন।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, রুশ সমর্থিত অস্ত্রবিরতি শুরু হওয়ার পর সোমবার ছিল ঘৌটাবাসীদের জন্য ভয়াবহতম দিন। এদিন আসাদ বাহিনীর বিমান হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন।

আসাদ সরকারের বিরোধীদের সর্বশেষ শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত পূর্ব ঘৌটায় প্রায় ৪ লাখ মানুষের বাস। ২০১৩ সাল থেকে এলাকাটি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি সেখানে বিমান হামলা শুরু করে রাশিয়া সমর্থিত আসাদ বাহিনী। দুই সপ্তাহের ওই বিমান হামলায় দেড় শতাধিক শিশুসহ ৬৭৪জনের মৃত্যু হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পূর্ব ঘৌটায় বিমান হামলা বন্ধ করতে একটি সর্বসম্মত যুদ্ধবিরতি প্রস্তাব পাশ হলেও আইএস, আল-কায়েদা ও আল নুসরা ফ্রন্টের মতো জঙ্গিদের জন্য এই অস্ত্রবিরতি কার্যকর ছিল না।

পূর্ব ঘৌটায় দিনে পাঁচ ঘণ্টার মানবিক বিরতি ঘোষণা করে সিরিয়া সরকারের মিত্র রাশিয়া। ০১ মার্চ (বৃহস্পতিবার) জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়, ওই ‘মানবিক বিরতি’তে খুব একটা লাভ হচ্ছে না। পূর্ব ঘৌটার বাসিন্দারাও এই অস্ত্রবিরতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

সোমবার রেডক্রসের আন্তর্জাতিক কমিটি থেকে ত্রাণবাহী ৪৬টি ট্রাক পাঠানোর পরপর এই হামলা শুরু হয়। তবে ত্রাণ ভেতরে পৌঁছাতে পেরেছে। বিমান হামলা শুরুর এক মাস পর সরকার নিয়ন্ত্রিত ওয়াফিদান চেক পয়েন্ট দিয়ে এসব পণ্যবাহী ট্রাকের বহর ঢুকেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

হোয়াইট হেলমেটস নামে পরিচিত সিরিয়ান সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ আলম বলেন, ত্রাণ পৌঁছালেও বিমান হামলা শুরুর কারণে সঠিকভাবে বণ্টন করা সম্ভব হয়নি। ফলে, অনেক ট্রাকই তাদের ত্রাণ নামাতে পারেনি। রেডক্রসের এক মুখপাত্র জানিয়েছেন, এই চালানে চিকিৎসা সরঞ্জাম ছাড়াও রয়েছে সাড়ে পাঁচ হাজার মানুষের জন্য খাবার। সাড়ে ২৭ হাজার মানুষের জন্য পর্যাপ্ত পরিমাণ আটা। সূত্র: আনাদোলু এজেন্সি, আল জাজিরা।

/এমপি/
সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
সর্বশেষ খবর
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…