X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টার পদত্যাগ

বিদেশ ডেস্ক
০৭ মার্চ ২০১৮, ১০:৫৯আপডেট : ১৬ মার্চ ২০১৮, ০০:০৪

যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের’ পরিচালক গ্যারি কন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বিশ্লেষকদের ধারণা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির বিরোধিতার জেরেই পদত্যাগের সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে। বিবিসি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক ধার্য করার যে সিদ্ধান্ত ট্রাম্প নিয়েছেন তার সঙ্গে একমত নন গ্যারি কন।

ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টার পদত্যাগ

মুক্ত বাণিজ্যে বিশ্বাসী ও ওয়াল স্ট্রিটের ঘনিষ্ঠ  ৫৭ বছর বয়সী কন প্রভাবশালী গোল্ডম্যান স্যাক্স ব্যাংকের প্রেসিডেন্ট ছিলেন। ট্রাম্পের নতুন ট্যাক্স নীতি বাস্তবায়নে তিনিই মুখ্য ভূমিকা পালন করেছেন। পদত্যাগের বিষয়ে কন বলেছেন, যুক্তরাষ্ট্রের জনগণের কল্যাণে অর্থনৈতিক নীতিনির্ধারণ, বিশেষ করে করনীতি সংস্কারের মতো কাজ করতে পেরে তিনি সম্মানিত বোধ করেন। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছেন, চলে যাওয়ার বিষয়ে ট্রাম্পকে আগে থেকেই জানিয়ে রেখেছিলেন গ্যারি কন।

বিবিসির বিশ্লেষক অ্যান্থনি জারকার মনে করেন, এই পদত্যাগ খুব বেশি চমকে যাওয়ার মতো নয়। ডেমোক্র্যাট শিবিরের কন কাজ করছিলেন রিপাবলিকান প্রেসিডেন্টের সঙ্গে। বিশ্বায়নে আস্থা রাখা কন যখন দেখেছেন ট্রাম্প রক্ষণশীল অর্থনৈতিক ধারার দিকে ঝুঁকে পড়ছেন, তখন তার সরে যাওয়াটাই স্বভাবিক। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা রয়টার্সকে এমন ধারণা দিয়েছিলেন যে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক আরোপের বিরোধিতাই শেষ পর্যন্ত তার পদত্যাগের মতো পরিস্থিতিতে গড়িয়েছে। তবে শুল্ক আরোপ ছাড়া আরও অনেক বিষয়েই কন একমত হতে পারছিলেন না ট্রাম্পের সঙ্গে।

গ্যারি কনের পদত্যাগের ঘোষণার পরে ট্রাম্প এক বিবৃতিতে কনকে ‘বিরল প্রতিভা’ আখ্যা দিয়ে লিখেছেন,‘ঐতিহাসিক করনীতি বাস্তবায়ন ও অর্থনৈতিক সংস্কারে তার ভূমিকা অসাধারণ। পরে তিনি টুইটারে লিখেছেন, অর্থনৈতিক উপদেষ্টা পদে অন্য কাউকে শীঘ্রই নিয়োগ দেবেন তিনি। ট্রাম্প লিখেছিলেন, ‘অনেকেই নিয়োগ পেতে চায়। ভেবেচিন্তে বেছে নিতে হবে!’

উল্লেখ্য, ট্রাম্প ক্ষমতায় আসার পর অনেক উচ্চপদস্থ কর্মকর্তাই পদত্যাগ করেছেন। গত সপ্তাহে ট্রাম্পের যোগাযোগ পরিচালক হোপ হিকস পদত্যাগ করেছেন। ট্রাম্পের নির্বাচনি প্রচারণায় রাশিয়ার প্রভাব নিয়ে তদন্ত চালিয়ে যাওয়া ‘হোয়াইট হাউস ইন্টেলিজেন্স কমিটির’ কাছে তার বক্তব্য পেশ করার পরের দিনই হোপ হিকস পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন।

কয়েক দিন আগেই মেক্সিকোতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্টা  জ্যাকবসন পদত্যাগ করেছেন। তার আগে গত মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের টম শ্যাননসহ আরেকজন কূটনৈতিক পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। জানুয়ারিতে পানামার রাষ্ট্রদূত পদত্যাগ করার কারণ হিসেব জানিয়েছিলেন,তার পক্ষে ট্রাম্পের অধীনে আর কাজ করা সম্ভব না।

/এএমএ/
সম্পর্কিত
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
ন্যাটোর অংশীদার হতে আগ্রহী আর্জেন্টিনা
সর্বশেষ খবর
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে যা বললেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ
দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে যা বললেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ
গরমে পুড়ছে খুলনা বিভাগ
গরমে পুড়ছে খুলনা বিভাগ
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি