X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সন্ত্রাসীদের গ্রেফতারে যুক্তরাজ্যের নতুন রেকর্ড

অদিতি খান্না, যুক্তরাজ্য
০৮ মার্চ ২০১৮, ১৭:৩২আপডেট : ০৮ মার্চ ২০১৮, ১৮:১১

যুক্তরাজ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে গ্রেফতারকৃতের সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ২০১৭ সালে সন্ত্রাসের অভিযোগে ৪১২ জনকে গ্রেফতার করা হয়। এ সংখ্যা আগের বছরের চেয়ে ৫৮ শতাংশ বেশি। ২০১৬ সালে একই অভিযোগে গ্রেফতার হয়েছিলেন ২১৬ জন। বৃহস্পতিবার প্রকাশিত ব্রিটিশ সরকারের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

গ্রেফতার যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দফতর জানিয়েছে, এ সংক্রান্ত ডাটা সংগ্রহ শুরুর পর থেকে এক বছরে গ্রেফতারকৃতের সংখ্যা এটিই সর্বোচ্চ।

২০১৭ সালে গ্রেফতারকৃতদের মধ্যে ৬১ জন নারীও রয়েছেন। এটা মোট গ্রেফকারকৃতের ১৫ শতাংশ। ওই বছর শ্বেতাঙ্গরাও এক্ষেত্রে রেকর্ড করেছেন। গ্রেফতার হওয়া ব্যক্তিদের ৬৬ শতাংশ নিজেদের ব্রিটিশ অথবা দ্বৈত নাগরিক হিসেবে পরিচয় দিয়েছেন।

গত বছর যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলায় ৩৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। এসব হামলার মধ্যে পার্লামেন্ট ভবনের কাছে, ম্যানচেস্টার এরিনা, লন্ডন ব্রিজ ও ফিঞ্চবুরি পার্কের হামলা উল্লেখযোগ্য। এসব সন্ত্রাসী হামলায় পুলিশি অভিযানে ধরপাকড়ের ফলে গত বছর সন্ত্রাসী কর্মকাণ্ডে গ্রেফতারকৃতের সংখ্যা বেড়েছে।

গ্রেফতারকৃতদের এক তৃতীয়াংশের বিরুদ্ধেই ফৌজদারী অভিযোগ আনা হয়েছে। তবে এর সবগুলোই সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ নয়। কিছু ব্যক্তিকে আটকের পর তাদের ব্যাপারে বাড়তি কোনও পদক্ষেপ না নিয়েই তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের হোম অফিস জানিয়েছে, ২০১৭ সালে ১১০ জনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে অভিযোগ আনা হয়েছে। অপরাধীদের মধ্যে ২০১৮ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত ২৯ জনকে বিচারের মুখোমুখি করা হয়েছে। এছাড়া আরও ৭৬ জন বিচারের মুখোমুখি হওয়ার অপেক্ষায় রয়েছে। চারজনকে নিয়ে এখনও অগ্রসর হতে পারেনি কর্তৃপক্ষ। একজনের মামলা এখনও পর্যন্ত ঝুলে আছে।

২০১৭ সালে যুক্তরাজ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে ২২৪ জনকে হেফাজতে নেওয়া হয়। আগের বছরের চেয়ে এটা ২৪ শতাংশ বেশি। ২০১৬ সালে ১৮১ জনকে হেফাজতে নেওয়া হয়েছিল।

গত কয়েক বছর ধরেই যুক্তরাজ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডে গ্রেফতারের সংখ্যা বাড়ছে। গত বছর হেফাজতে নেওয়া ব্যক্তিদের মধ্যে ৮৬ শতাংশ উগ্রপন্থী ইসলামি মতাদর্শে বিশ্বাসী। নয় শতাংশ উগ্র ডানপন্থী মতাদর্শে বিশ্বাসী। বাকি পাঁচ শতাংশ অন্যান্য মতাদর্শে বিশ্বাসী।

ব্রিটিশ পুলিশ সন্দেহভাজন সন্ত্রাসীদের ব্যাপারে তদন্তে তাদের আইনি ক্ষমতা ব্যবহার প্রকাশ করেছে।

সন্ত্রাসবিরোধী আইনের আওতায় অনুসন্ধানের অংশ হিসেবে ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। স্থলপথ, নৌপথ এবং বিমানবন্দরগুলোতে ১৬ হাজারেরও বেশি মানুষকে পরীক্ষা করা হয়েছে।

২০১৭ সালে যুক্তরাজ্যে সব নৃতাত্ত্বিক গোষ্ঠীর সদস্যদের মধ্যেই গ্রেফতারকৃতের সংখ্যা বেড়েছে। এরমধ্যে সর্বোচ্চ সংখ্যক হচ্ছে শ্বেতাঙ্গ জনগোষ্ঠীর সদস্য। ওই বছর ১৪৫ জন শ্বেতাঙ্গকে গ্রেফতার করা হয়। আগের বছর এ সংখ্যা ছিল ৯০। এশীয় নাগরিকদের গ্রেফতারের সংখ্যা বেড়েছে ৩৭ শতাংশ। ২০১৭ সালে ১৭০ জন এশীয়কে গ্রেফতার করা হয়। আগের বছর এ সংখ্যা ছিল ১২৪।

/এমপি/
সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
সর্বশেষ খবর
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী