X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ভারত-ইসরায়েল বিমান চলাচলে সৌদি আকাশসীমা ব্যবহারের অনুমতি

বিদেশ ডেস্ক
০৯ মার্চ ২০১৮, ০৪:১৬আপডেট : ০৯ মার্চ ২০১৮, ১১:৫২

ভারত-ইসরায়েল বিমান চলাচলে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, বুধবার এয়ার ইন্ডিয়াকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে রিয়াদ। একদিন আগে ইসরায়েলি কর্তৃপক্ষ সৌদি আকাশসীমা ব্যবহারের অনুমতি পাওয়ার কথা জানায়। সৌদি আরবের এই সিদ্ধান্তে ৭০ বছরের নিষেধাজ্ঞা ভেঙে প্রথমবারের মতো তাদের আকাশসীমা ব্যবহার করে ইসরায়েলমুখী বিমান চলাচলের সুযোগ সৃষ্টি হলো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ভারতীয় বিমান সংস্থার মুখপাত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, আগামী ২২ মার্চ থেকে নয়াদিল্লি ও তেলআবিবের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হবে। দুই দেশের মধ্যে সপ্তাহে তিনটি ফ্লাইট চলাচল করবে।

ভারতের বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বিমান

আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব কমাতে সম্প্রতি কয়েকটি ইস্যুতে একযোগে তৎপরতা চালিয়েছে দুই মার্কিন মিত্র সৌদি আরব ও ইসরায়েল। ১৯৪৭ সালে স্বাধীনতার ঘোষণা দিয়ে পরের বছর আরব-ইসরায়েল যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান সুসংহত করে ইসরায়েল। ফিলিস্তিনি ভূমি দখলের কারণে ইহুদি জাতিগোষ্ঠীর দেশ ইসরায়েলকে প্রকাশ্যে কখনো স্বীকৃতি দেয়নি সৌদি আরব। ওই স্বীকৃতি না থাকায় ইসরায়েল অভিমুখী কোনও বিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেয়নি তারা।

গত বছরের জুলাইতে ইসরায়েল সফরে গিয়ে দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরুর ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বছরের জানুয়ারিতে ভারতে ফিরতি সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রস্তাব রাখেন নতুন বিমান রুট সৌদি আকাশসীমা ব্যবহার করতে পারলে যাত্রার সময় উল্লেখযোগ্য পরিমাণ কমে যাবে। আল জাজিরা বলছে, নেতানিয়াহুর আশা ছিল ওই অনুমোদন পাওয়া গেলে উষ্ণ হয়ে ওঠা সৌদি- ইসরায়েল সম্পর্কও দৃশ্যমান হবে।

গত সোমবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আকাশসীমা ব্যবহারের বিষয়ে চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়েছে সৌদি আরব ও এয়ার ইন্ডিয়া। মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, এয়ার ইন্ডিয়ার ইসরায়েলমুখী ও ইসরায়েল ছেড়ে বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিতে সম্মতি দিয়েছে সৌদি আরব। তবে ভারতের কর্তৃপক্ষ সৌদি কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার কথা সেসময় অস্বীকার করে।

এই বছরের ফেব্রুয়ারিতে ইসরায়েলের সংবাদমাধ্যম হারেৎজের খবরে বলা হয়, প্রথমবারের মতো এয়ার ইন্ডিয়ার ইসরায়েলমুখী বিমানকে আকাশসীমা ব্যবহারে সম্মতি দিয়েছে সৌদি আরব। তবে মঙ্গলবারের (০৭ মার্চ) আগ পর্যন্ত এয়ার ইন্ডিয়ার মুখপাত্র বলে আসছিলেন, নিয়ন্ত্রকদের কাছ থেকে এখনও আমরা কোনও সাড়া পাইনি। হারেৎজের খবরে বলা হয়, নতুন অনুমোদন পাওয়া বিমান-রুটের কারণে জ্বালানি খরচ কমে যাওয়ায় যাত্রীদের কম মূল্যে টিকিট দেওয়া সম্ভব হবে।

ইসরায়েলের বিমানবন্দরের এক মুখপাত্র নিশ্চিত করেছেন, এয়ার ইন্ডিয়াকে ইসরায়েলের বিন গুরজন বিমানবন্দরে অবতরণের অনুমোদন দেওয়া হয়েছে। নতুন এই রুট ব্যবহারের ফলে নয়াদিল্লি থেকে তেলআবিব যাত্রার সময় আড়াই ঘণ্টা কমে যাবে। এয়ার ইন্ডিয়ার মুখপাত্র প্রবীণ ভাতনগর বলেছেন, আগামী ২২ মার্চ থেকে তাদের সংস্থা সপ্তাহে তিনদিন এই রুটে বিমানযাত্রা পরিচালনা করবে। ইসরায়েলের রাষ্ট্রীয় বিমান সংস্থা এল আল সম্প্রতি ভারতে ফ্লাইট পরিচালনা শুরু করেছে। তবে তারা সৌদি ও ইরানের আকাশসীমা এড়িয়ে লোহিত সাগরের ওপর দিয়ে চলাচল করে।

 

/জেজে/বিএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
সর্বশেষ খবর
‘ভারত কিংবা অন্য কোনও দেশে এমনটি দেখিনি’
‘ভারত কিংবা অন্য কোনও দেশে এমনটি দেখিনি’
পশ্চিম তীরে ১০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
পশ্চিম তীরে ১০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
গরম থেকে বাঁচতে ভ্রাম্যমাণ শরবতের দোকানে ভিড়
গরম থেকে বাঁচতে ভ্রাম্যমাণ শরবতের দোকানে ভিড়
রাজধানীতে মেডিক্যাল শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
রাজধানীতে মেডিক্যাল শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও