X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কিমের আমন্ত্রণ গ্রহণ করলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৯ মার্চ ২০১৮, ০৮:৪৫আপডেট : ০৯ মার্চ ২০১৮, ০৮:৫১
image

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কাছে থেকে পাওয়া সাক্ষাতের আমন্ত্রণ গ্রহণ করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর এ কথা জানিয়েছেন। ওই কর্মকর্তারাই কিমের দাওয়াতপত্র ট্রাম্পের কাছে পৌঁছে দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর নিশ্চিত করেছে। এছাড়া টুইট বার্তায় দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদের সঙ্গে কিমের সাক্ষাতের বিষয়ে জানিয়েছেন ট্রাম্প।বিগত কয়েকমাসে পাল্টাপাল্টি হুমকির পর এই ঘটনাকে ইতিবাচক মনে করা হচ্ছে।
কিম ও ট্রাম্প

পারমাণবিক কর্মসূচি থেকে বিরত রাখতে ২০০৬ সাল থেকে উত্তর কোরিয়ার ওপর বিভিন্ন পর্যায়ের অবরোধ আরোপ করে আসছে জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ। সর্বশেষ গত বছরের ডিসেম্বরে নতুন আরও একটি অবরোধ আরোপ করলে দেশটির তেল আমদানি ৯০ শতাংশ পর্যন্ত কমে যায়। ওই অবরোধের পরও বেশ কয়েকটি দূর পাল্লার মিসাইলের সফল পরীক্ষার দাবি করে উত্তর কোরিয়া। দীর্ঘদিনের নিরবতা ভেঙে গত মাসে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হয়ে যাওয়া শীতকালীন অলিম্পিকে আগ্রহ দেখালে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার পথ খোলে। এরই ধারাবাহিকতায় এই সপ্তাহের গোড়ার দিকে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরা পিয়ংইয়ংয়ে কিমের সঙ্গে এক অভূতপূর্ব বৈঠকে মিলিত হন। ওই বৈঠকে পরই কিমের বার্তা পৌঁছে দিতে ওয়াশিংটননে ছুটে যান দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরা।
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলেছেন, পারমাণবিক ও মিসাইল পরীক্ষার কর্মসূচি স্থগিত রাখার বিষয়ে সম্মত হয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম। পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হওয়া শীতকালিন অলিম্পিকে উত্তর কোরিয়ার অংশ নেওয়ার স্বাভাবিক হতে থাকা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অংশ হিসেবে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। উত্তর কোরিয়ার সঙ্গে আলাপের কোনও বিষয় নেই দাবি করে ট্রাম্প এই অগ্রগতিকে বলেছেন, মহান অগ্রগতি। তবে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর আগে অবরোধ বলবত থাকবে বলেও জানান তিনি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
মন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা