X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ফ্লোরিডার স্কুলে হামলা: সন্তানকে মরে যাওয়ার ভান করতে বলেছিলেন মা

বিদেশ ডেস্ক
০৯ মার্চ ২০১৮, ০৯:২৩আপডেট : ০৯ মার্চ ২০১৮, ০৯:৩২
image

‘যদি সে গুলি করে তবে তোমাকে মরে যাওয়ার নাটক করতে হবে, সে গুলি করলে মরে যাওয়ার অভিনয় কর।’ গত ১৪ ফেব্রুয়ারি ফ্লোরিডার মারজোরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলে বন্দুক হামলার পর মোবাইল ফোনে সন্তানকে এভাবেই পরামর্শ দিয়ে যাচ্ছিলেন এক মা। ১৪ ফেব্রুয়ারির বন্দুক হামলার দিন জরুরি সেবা ব্যবস্থা ৯১১ এ আসা কয়েকটি ফোন কলের অডিও বৃহস্পতিবার (৮ মার্চ) প্রকাশ করেছে কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই মায়ের পরিচয় শনাক্ত করা যায়নি।

ফ্লোরিডার স্কুলে বন্দুকধারীর হামলার পর ক্রন্দনরত স্বজনরা
১৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পার্কল্যান্ডে মারজোরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলে ঢুকে পড়া বন্দুকধারীর হামলায় অন্তত ১৭ জন নিহত হয়। এক ঘণ্টারও বেশি সময় ধরে গোলাগুলির পর হামলাকারী হিসেবে আটক করা হয় ওই স্কুলের সাবেক ছাত্র নিকোলাস ক্রুজকে। শৃঙ্খলাভঙ্গের দায়ে স্টোনম্যান ডগলাস হাই স্কুল থেকে ১৯ বছরের ওই তরুণকে এক সময় বহিষ্কার করা হয়েছিল। সেই ফিরে এসে হামলা চালিয়েছে। বন্দুক হামলার দিন জরুরি কল সার্ভিস ৯১১ এ আতঙ্কিতরা ৮১টি ফোন করেছেন। এর মধ্য থেকে বৃহস্পতিবার ১০টি কলের কথোপকথন প্রকাশ করা হয়েছে। ৯১১ সার্ভিসের বিভিন্ন অপারেটর আলাদা আলাদা করে ফোনগুলো রিসিভ করছিলেন এবং আতঙ্কিত শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সংযোগ ঘটানোর চেষ্টা করেছিলেন। মধ্যস্থতাকারী এসব অপারেটর শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে শান্ত করারও চেষ্টার করেছেন।

এক ব্যক্তি ৯১১ এ ফোন করে স্কুলের পরিস্থিতি জানাচ্ছিলেন। তখন পাশ থেকে এক নারীকে তার মেয়ের সঙ্গে টেলিফোনে কথা বলতে শোনা যাচ্ছিলো। তিনি বার বার মেয়েকে বলছিলেন তাকে ভালোবাসেন। ওই মা বলতে থাকেন, ‘আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, সব ঠিক হয়ে যাবে। তুমি কি কোথাও লুকাতে পারবে? তুমি কি মরে যাওয়ার ভান করতে পারবে? ১৫ মিনিট ধরে মেয়ের সঙ্গে কথা বলেছেন ওই নারী। ওই মা মেয়েকে অনবরত বলতে থাকেন, ‘যদি সে গুলি করে, তোমার মরার ভান করতে হবে। যদি গুলি করে মরে যাওয়ার নাটক করো।’

১৪ ফেব্রুয়ারি ফ্লোরিডার ওই স্কুলের ভেতর থেকেও ৯১১ নাম্বারে একটি কল এসেছিল। এক শিক্ষার্থী ওই কল করেছিল। ফুঁপিয়ে কাঁদছিলো সে। ৯১১ অপারেটরকে ওই শিক্ষার্থী বলে, ‘কেউ একজন স্টোনম্যান ডগলাস স্কুলে গুলি করছে।’  

৯১১ অপারেটর তখন বলেন, ‘দুঃখিত, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। কী হচ্ছে?’ ওইপাশ থেকে উত্তর আসে, ‘কেউ একজন মারজোরি স্টোনম্যান ডগলাস স্কুলে হামলা চালিয়েছে।’

ওই অপারেটর তখন বলেন, ‘কেউ একজন কী করছে? হ্যালো? হ্যালো? হ্যালো?’

আবার উত্তর আসে- ‘মারজোরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে গুলি করা হচ্ছে’। এরপর ফোনটি কেটে যায়।

অন্যান্য ফোনকলগুলোতে শোনা যায়, ৯১১ এর অপারেটররা অভিভাবকদের পরামর্শ দিচ্ছেন যেন অভিভাবকরা তাদের সন্তানদের বলেন, মোবাইলগুলো সাইলেন্ট করে লুকিয়ে থাকতে।

/এফইউ/
সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা