X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

জাতিসংঘে পাকিস্তানের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ভারতের

বিদেশ ডেস্ক
০৯ মার্চ ২০১৮, ১০:৩৭আপডেট : ০৯ মার্চ ২০১৮, ১১:৪৬
image

কাশ্মির ছাড়াও অভ্যন্তরীণভাবে পাকিস্তান তুমুল মানবাধিকার লঙ্ঘন করছে বলে জাতিসংঘে অভিযোগ করেছে ভারত। বৃহস্পতিবার (৮ মার্চ) জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচআরসি) এর ৩৭ তম অধিবেশনে অভ্যন্তরীণ মানবাধিকার লঙ্ঘনের প্রসঙ্গ তুলে পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ জানায় দেশটি। ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানায়, পাকিস্তান জম্মু ও কাশ্মিরে মানবাধিকার লঙ্ঘনের ইস্যুটি তুলে ধরার পর এমন জবাব দিয়েছে ভারত। মানবাধিকার কাউন্সিলে ভারতের স্থায়ী মিশনে নিয়োজিত দ্বিতীয় সচিব মিনি দেবী কুমাম বলেন, জম্মু কাশ্মির সংক্রান্ত অভ্যন্তরীণ বিষয়গুলোকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিতে ইউএনএইচআরসিকে প্ল্যাটফর্ম হিসেবে অপব্যবহার করছে পাকিস্তান। আন্তঃসীমান্ত অনুপ্রবেশ বন্ধ এবং বিশেষ জঙ্গি আস্তানা, জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল এ নিভৃত আবাসগুলো গুঁড়িয়ে দিতে পাকিস্তানকে বলার জন্য ইউএনএইচআরসিকে আহ্বান জানিয়েছে ভারত।  

ভারত-পাকিস্তান পতাকা
১৯৪৭ সালে উপমহাদেশে ব্রিটিশ শাসন শেষ হওয়ার পর থেকেই জম্মু ও কাশ্মিরের নিয়ন্ত্রণ নিয়ে ভারত ও পাকিস্তান দুবার মুখোমুখি যুদ্ধে জড়িয়েছে। ১৯৪৭ ও ১৯৬৫ সালে উপমহাদেশের পারমাণবিক শক্তিধর দেশ দুটি যুদ্ধে লিপ্ত হয়। সম্প্রতি ওই এলাকায় বেড়েছে গোলাগুলির ঘটনা। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, চলতি বছরে ভারত নিয়ন্ত্রণরেখা ও কার্যকর সীমানায় ৪০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এসব ঘটনায় ১৮ নাগরিক নিহত ও ৬৮ জন আহত হয়েছেন বলে দাবি তাদের। অন্যদিকে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস সরকারি তথ্যের বরাতে জানিয়েছে,এই বছরে ৪১১ বার যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে পাকিস্তান।

বৃহস্পতিবার পাকিস্তানের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলকে এ ব্যাপারে সতর্ক হতে বলেন ভারতের স্থায়ী মিশনে নিয়োজিত দ্বিতীয় সচিব মিনি দেবী কুমাম। তিনি বলেন, ‘কাউন্সিলকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে যে, একটি দেশের পক্ষ থেকে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এ দেশটির কাঠামোবদ্ধভাবে নিপীড়ন চালাচ্ছে এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের পাশাপাশি বেলুচিস্তান, সিন্ধু প্রদেশ, খাইবার পাখতুনখোয়ায় মানবাধিকার লঙ্ঘন করছে।’ জম্মু-কাশ্মিরে জঙ্গি সরবরাহ করে পাকিস্তান মোটা দাগে মানবাধিকার লঙ্ঘন করছে বলেও অভিযোগ করেন তিনি।

পাকিস্তানে ব্লাসফেমি আইনের অপব্যবহার হচ্ছে উল্লেখ করে কুমাম বলেন, ইসলামাবাদের উচিত সংখ্যালঘুদের হয়রানি বন্ধ করা। পাকিস্তানের প্রতি সংখ্যালঘুদের জোরপূর্বক ধর্মান্তর বন্ধ করারও দাবি জানিয়েছেন কুমাম। পাকিস্তানে রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের হত্যা ও গুম করা হচ্ছে বলেও জাতিসংঘে দাবি করে ভারত। 

/এফইউ/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক