X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ফ্রান্সের উগ্র ডানপন্থীদের সমাবেশে ট্রাম্পের সাবেক সহযোগী ব্যানন

বিদেশ ডেস্ক
১০ মার্চ ২০১৮, ১৬:০০আপডেট : ১০ মার্চ ২০১৮, ১৬:১২

ফ্রান্সের উগ্র ডানপন্থী রাজনৈতিক দল ন্যাশনাল ফ্রন্টের দলীয় কংগ্রেসে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক সহযোগী স্টিভ ব্যানন। শনিবার এই কংগ্রেস অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইসলাম ও অভিবাসন ও ইউরোপীয় ইউনিয়নবিরোধী দলটির নেতাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

স্টিভ ব্যানন ন্যাশনাল ফ্রন্টের নেতারা জানিয়েছেন, সম্মেলনে দলটির নেতা মেরিন লে পেন-এর সঙ্গে দেখা করবেন স্টিভ ব্যানন।

যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ন্যাশনাল ফ্রন্ট। ওই নির্বাচনে ট্রাম্পের প্রচারণা শিবিরের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন স্টিভ ব্যানন।

মুসলিমবিদ্বেষ ও অভিবাসন বিরোধীতার মতো ইস্যুতে ব্যাননের চিন্তাভাবনার সঙ্গে ন্যাশনাল ফ্রন্টের আদর্শিক মিল রয়েছে। ফ্রান্সের গত প্রেসিডেন্ট নির্বাচনে দলটির নেত্রী মেরিন লে পেন প্রায় ১ কোটি ১০ লাখ ভোট পেয়েছেন। এটি দলটির ইতিহাসে সবচেয়ে ভালো ফলাফল।

১৯৭২ সালে প্রতিষ্ঠিত ন্যাশনাল ফ্রন্ট ঐতিহাসিকভাবে ইউরোপবিরোধী, অভিবাসনবিরোধী দল। মেরিন লে পেন দলটির দায়িত্ব পাওয়ার পর তিনি উগ্র জাতীয়তাবাদকে উসকে দিতে সক্ষম হন। একইসঙ্গে অভিবাসন, শরণার্থী ও মুসলিম বিদ্বেষ, ইইউ, ইউরো, বিশ্বায়ন, বিদেশি শ্রমিক ও কর ব্যবস্থাকে সামনে রেখে তিনি সস্তা জনপ্রিয়তাধর্মী এবং উগ্র জাতীয়তাবাদী প্রচারণা চালান।

স্টিভ ব্যানন ছিলেন ট্রাম্পের প্রধান কৌশলবিদ। মার্কিন প্রেসিডেন্টের বিতর্কিত আমেরিকা ফার্স্ট নীতির অন্যতম কারিগর মনে করা হয় তাকে। ২০১৭ সালের আগস্টে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। ‘ট্রাম্পের ছেলে রুশদের সঙ্গে ষড়যন্ত্রমূলক বৈঠক করেছেন’ স্টিভ ব্যাননের বরাত দিয়ে এক বইতে এমন তথ্য ছাপা হলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ট্রাম্প। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমার সঙ্গে বা আমার প্রেসিডেন্টের দায়িত্ব পালনে স্টিভ ব্যাননের কোনও সম্পর্ক নেই। যখন তাকে ছাঁটাই করা হয়েছিল তিনি শুধু দায়িত্ব হারাননি, তার মাথাও খারাপ হয়ে গেছে।’

/এমপি/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা