X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পূর্ব ঘৌটায় আসাদ বাহিনীর তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে: পর্যবেক্ষক সংস্থা

বিদেশ ডেস্ক
১০ মার্চ ২০১৮, ২০:০৬আপডেট : ১০ মার্চ ২০১৮, ২৩:২৪

বিদ্রোহীদের কাছ থেকে পূর্ব ঘৌটার নিয়ন্ত্রণ নেওয়ার ক্ষেত্রে রাশিয়া সমর্থিত সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের বাহিনী তাৎপর্যপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। শনিবার সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণ করা যুক্তরাজ্যভিত্তিক একটি সংস্থা এই খবর জানিয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নামের সংস্থাটি বলছে, পূর্ব ঘৌটার বড় দুটি শহর অবরুদ্ধ করে রেখে শহরদুটির সংযোগ সড়ক ও আশেপাশের এলাকার দিকে অগ্রসর হচ্ছে সিরীয় বাহিনী। তবে বিদ্রোহীদের তরফ থেকে ওই খবর নিশ্চিত করা হয়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এসব খবর জানিয়েছে।

পূর্ব ঘৌটার পথে বাসার আল আসাদের বাহিনী

জাতিসংঘের হিসাব অনুযায়ী বিদ্রোহী অধ্যুষিত পূর্ব ঘৌটায় প্রায় ৪ লাখ মানুষের বাস। ওই এলাকার নিয়ন্ত্রণ নিতে তিন সপ্তাহ আগে বিমান হামলা শুরু করে সিরিয়ার সরকার সমর্থিত বাহিনী। ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ওই হামলায় নারী ও শিশুসহ এখন পর্যন্ত ৯৭৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক একটি পর্যবেক্ষক সংস্থা। গত শুক্রবার দশ দিনের মধে্য প্রথমবারের মতো বিমান হামলা বন্ধের সুযোগে সেখানে ত্রাণ পৌঁছাতে সক্ষম হয় আন্তর্জাতিক রেড ক্রস কমিটি। এরপরই সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয় পূর্ব ঘৌটায় বিমান হামলা জোরালো করেছে সরকার সমর্থিত বাহিনী। শনিবার একটি পর্যবেক্ষক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে জোরদার করা হামলায় সাফল্য পেয়েছে আসাদের বাহিনী।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ও সিরিয়ার মিত্র হেজবুল্লাহ গোষ্ঠী পরিচালিত সংবাদমাধ্যমের বরাতে রয়টার্সের খবরে বলা হয়েছে, পূর্ব ঘৌটার মিসরাবা শহর দখল করে নিয়েছে আসাদের বাহিনী। আশপাশের খামারগুলোর দিকে অগ্রসর হচ্ছে তারা।

পূর্ব ঘৌটার বড় দুটি শহর দুমা ও হারাস্তার দক্ষিণে অবস্থিত শহর মিসরাবা। এই শহরের মধ্যেই রয়েছে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা দুমা ও হারাস্তার মধ্যকার সংযোগতৈরিকারী সড়ক।পর্যবেক্ষকরা বলছেন, ওই সড়ক এখন সিরিয়ার সেনাবাহিনীর দখলে।

রয়টার্স বলছে, সরকারি বাহিনীর নিয়ন্ত্রণের বিষয়ে মন্তব্যের জন্য পূর্ব ঘৌটার মূল দুই বিদ্রোহী গোষ্ঠী জয়েশ আল ইসলাম ও ফাইলাক আল রহমানের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। সম্প্রতি ওই দুটি গোষ্ঠী দাবি করে সিরিয়ার বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়ে কয়েকটি এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তারা।

এর আগে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে পূর্ব ঘৌটার প্রান্ত থেকে সরাসরি সম্প্রচারিত ফুটেজ দেখানো হয়। ওই ফুটেজে বিস্ফোরণের শব্দের সঙ্গে বাড়িঘর গাছপালার আড়াল থেকে ঘন ধোঁয়া উড়তে দেখা যায়।

 

/জেজে/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!