X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

তুর্কি বিমান ভূপাতিত করার নির্দেশ দিয়েছিলেন পুতিন

বিদেশ ডেস্ক
১২ মার্চ ২০১৮, ১৪:৩৮আপডেট : ১২ মার্চ ২০১৮, ১৪:৪১

২০১৪ সালে রাশিয়ার সোচিতে শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের সময় একটি যাত্রীবাহী তুর্কি বিমানকে গুলি করে ভূপাতিত করার নির্দেশ দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিমানে একজন বোমাবাজ রয়েছেন, টেলিফোনে এমন তথ্য পেয়ে তিনি ওই সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে তথ্যটি ভুল ছিল বলে সিদ্ধান্ত থেকে সরে এসেছিলেন তিনি। সম্প্রতি ‘পুতিন’ নামে প্রকাশিত একটি ডকুমেন্টরিতে এই নির্দেশ দেওয়ার কথা স্বীকার করেন রুশ প্রেসিডেন্ট। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ডকুমেন্টরিতে পুতিন জানান, উদ্বোধনী অনুষ্ঠান শুরুর সময় তিনি নিরাপত্তা কর্মকর্তাদের কাছ থেকে একটি ফোনকল পান। কর্মকর্তারা তাকে বলেন, তুরস্কের পেগাসাস এয়ারলাইনসের একটি বোয়িং ৭৩৭-৮০০ বিমান ইউক্রেনের খারকিভ থেকে তুরস্কের ইস্তাম্বুলে রওনা হয়েছে। বিমানের একজন যাত্রী নিজের কাছে বোমা আছে জানিয়ে সোচিতে বিমান অবতরণের দাবি জানিয়েছেন। পাইলটের কাছ থেকে কর্মকর্তারা এ খবর পেয়েছেন। উল্লেখ্য, ২০১৫ সালে পুতিনের ক্রিমিয়া অধিগ্রহণকে ঘিরে তুরস্ক-ইউক্রেন সম্পর্কের মারাত্মক অবনতি হয়।    

নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময় পুতিন তাদের জিজ্ঞেস করে এমন অবস্থায় আসলে কী করা ঠিক হবে। সে সময় রুশ প্রেসিডেন্ট বিমানটিকে গুলি করে ভূপাতিত করার জন্য জরুরি পরিকল্পনার কথা জানান। রয়টার্সের খবরে বলা হয়েছে, ডকুমেন্টরিতে পুতিন বলেন, আমি তাদের পরিকল্পনা মতো কাজ করতে বললাম।  

এ সিদ্ধান্ত নেওয়ার কয়েক মিনিট পরেই পুতিন আরেকটি ফোনকল পান। এতে বলা হয়,  বোমা থাকার বিষয়টি নিয়ে ওই যাত্রীর দাবি মিথ্যা ছিল। আসলে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন।

পরে ১১০ জন যাত্রী নিয়ে বিমানটি তুরস্কে চলে যায়। ক্রেমলিনের একজন মুখপাত্র দিমিত্রি পেসকোভ রবিবার ওই ডকুমেন্টরির বক্তব্যের বিষয়টি নিশ্চিত করেছেন।

সোচিতে শীতকালীন অলিম্পিকের ওই উদ্বোধনী অনুষ্ঠান দেখতে প্রায় ৪০ হাজার মানুষ সমেবেত হয়েছিলেন। ইউক্রেনে বড় ধরনের অস্থিতিশীলতার কয়েক সপ্তাহ পরই এই ঘটনা ঘটে। সে সময় ইউক্রেনের নেতৃত্বে ছিলেন রাশিয়াপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ।

২০১৪ সালের শীতকালীন অলিম্পিকের কিছুদিন পরই রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয়। সেখানে চলমান দ্বন্দ্বের জেরেই রাশিয়া ওই দখলদারিত্ব চালায়। ক্রিমিয়ার রাশিয়াপন্থী বাসিন্দারা দীর্ঘদিন ধরে স্বাধীনতার জন্য ইউক্রেনের সেনাবাহিনীর সঙ্গে লড়াই করে আসছিল।

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের এক সপ্তাহ আগে পুতিন এমন মন্তব্য করলেন। দীর্ঘদিন ধরে শাসন ক্ষমতায় থাকা এই নেতা আবারও জিতবেন বলে ধরে নেওয়া হচ্ছে। এছাড়া কয়েক মাসের মধ্যেই সেখানে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফুটবল বিশ্বকাপ নিয়ে রাশিয়া উচ্চ সতর্কতা জারি করা আছে।

 

/আরএ/বিএ/
সম্পর্কিত
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা