X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

‘আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে’

বিদেশ ডেস্ক
১৩ মার্চ ২০১৮, ০৭:৫০আপডেট : ১৩ মার্চ ২০১৮, ১১:১৬

হঠাৎ করেই উড়োজাহাজটি একটি শূন্য মাঠের ভেতর দিয়ে ছুটতে শুরু করে। এরপর রানওয়ের পাশে আগুন জ্বলতে দেখা যায়। একইসঙ্গে কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া বের হতে থাকে। এ সময় চূর্ণবিচূর্ণ বিমানটির কাছে দৌড়ে যান উদ্ধারকারীরা। তখন নেপালি আরোহীরা ‘আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে’ বলে চিৎকার করছিলেন। আর বাংলাদেশি আরোহীরা ইংরেজিতে চিৎকার করে বলছিলেন, ‘হেল্প মি, প্লিজ হেল্প মি।’ ১২ মার্চ ২০১৮ সোমবার নেপালে বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটির যাত্রীরা এভাবেই নিজেদের জীবন বাঁচানোর আকুতি জানাচ্ছিলেন উদ্ধারকর্মীদের কাছে।

বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ দুর্ঘটনাকবলিত বিমানটির আরোহীদের উদ্ধারে দ্রুত উড়োজাহাজটির দিকে ছুটে যান নেপালের সেনাসদস্য বালকৃষ্ণ উপাধ্যায়। বিমানটি বিধ্বস্ত হওয়া ও এর ঠিক পরবর্তী মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমস-এর কাছে এমন অভিজ্ঞতার কথা জানান তিনি। ওই বিধ্বস্তের ঘটনাকে ভয়ঙ্কর বলেও মন্তব্য করেন নেপালের এই সেনাসদস্য।

এর পরের মুহূর্তের বর্ণনা পাওয়া যায় নেপালি সাংবাদিক ভদ্র শর্মার কাছ থেকে। তিনি দ্য নিউ ইয়র্ক টাইমস’কে বলেন, ‘উড়োজাহাজটি যখন বিধ্বস্ত হয়, তখন ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে প্রায় তিন মাইল দূরে ছিলাম আমি। অভিবাসন নিয়ে একটি প্রতিবেদন তৈরির কাজে সেখানে ছিলাম। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত বিমানবন্দরে ছুটে যাই। বিমানবন্দরের গেটে পৌঁছে নুড়ি পাথরের একটা স্তূপে দাঁড়িয়ে দেখি বিধ্বস্ত বিমানের ইঞ্জিন থেকে আগুন বেরুচ্ছে। সেখানে আগুন নিয়ন্ত্রণের জন্য পানি ছিটানো হচ্ছে।’

ভদ্রা শর্মা আরও বলেন, ‘একজন অগ্নিনির্বাপক আমাদের (সঙ্গে থাকা কয়েকজন নেপালি ফটোসাংবাদিক ছিলেন) তার পিকআপ ট্রাকের পেছনে উঠতে বলেন। এরপর আমরা ঠিক ঘটনাস্থলে গিয়ে পৌঁছাই। ওই সময় আমার নাকে প্লাস্টিক পোড়ার গন্ধ এসে লাগছিল। খুবই বিষাক্ত গন্ধ।’

তিনি বলেন, ‘ঘটনাস্থলের চারপাশে তাকিয়ে দেখি, ঘাস থেঁতলে কালো হয়ে গেছে। এখানে সেখানে ছেঁড়া কাগজ, সিটের ছিন্নভিন্ন টুকরো, পানির বোতল ইত্যাদি পড়ে রয়েছে। বিধ্বস্ত বিমানটির দিকে তাকিয়ে দেখি এটি টুকরো টুকরো হয়ে গেছে। বেশিরভাগ অংশই পুড়ে গেছে। তবে এর লেজ তখনও অক্ষত ছিল, লেজ থেকে ধোঁয়া বের হচ্ছিল।’

বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ

তিনি বলেন, ‘পুড়ে যাওয়া ঘাসে সারিবদ্ধভাবে কিছু হলুদ রঙের ব্যাগ পড়ে থাকতে দেখলাম। হতাহতদের উদ্ধারে পুলিশ কর্মকর্তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছিলেন।’

বিমানবন্দরের একটি জ্বালানি কোম্পানিতে কাজ করেন কৈলাশ অধিকারী। উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার সময় তিনি ঘটনাস্থলেই ছিলেন। তার ভাষায়, ‘পর পর দুইবার বিকট শব্দ হয়। শব্দের উৎসের খোঁজে এদিক ওদিক তাকিয়ে বুঝতে পারি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বিমান বিধ্বস্ত হওয়ার প্রায় ১৫ মিনিট পর অগ্নিনির্বাপকরা ঘটনাস্থলে আসেন। যদি তারা আরও আগে আসতে পারতো, তবে আরও বেশি মানুষকে বাঁচানো যেতো।’

উড়োজাহাজে থাকা বসন্ত বোহোরা নামের একজন নেপালি যাত্রী বলেন, ‘হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনি শুরু হয়। এর পরপরই বিকট শব্দ। জানালার পাশেই ছিল আমার আসন। কাচ ভেঙে আমি বেরিয়ে আসি।’

মাথা আর পায়ে আঘাত লেগেছে জানিয়ে তিনি বলেন, ‘আমার সৌভাগ্য যে এমন ঘটনার পরও আমি বেঁচে আছি। উড়োজাহাজটি থেকে বেরিয়ে আসার পর তো আমি কিছু মনে করতে পারছিলাম না। কেউ একজন আমাকে হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আমার বন্ধুরা অন্য এক হাসপাতালে নিয়ে আসেন।’

ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিধ্বস্তের এ ঘটনায় ৫০ জন মারা গেছেন। উড়োজাহাজটিতে মোট ৭১ জন আরোহী ছিলেন। এর মধ্যে ৬৭ জন যাত্রী ও চারজন ক্রু। সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস, অটোয়া সান।

আরও পড়ুন-

নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে পাইলটের শেষ চার মিনিটের কথোপকথন (অডিও)
কাঠমান্ডু যাবেন বিমানমন্ত্রী   

ড্যাশ-৮ বিমানের যত দুর্ঘটনা

বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার

১৪ বাংলাদেশিকে জীবিত উদ্ধার

ফেসবুকজুড়ে স্বজনদের আহাজারি

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম

নেপালের প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার ফোন

ইউএস বাংলার ওই ফ্লাইটে যাত্রী ছিলেন যারা

ছবিতে কাঠমুন্ডুর ইউএস বাংলার বিমান দুর্ঘটনা

তথ্য দিতে আরও ঘণ্টাখানেক লাগবে: বিমানমন্ত্রী

কাঠমান্ডুতে বিধ্বস্ত বিমানে ছিলেন খুলনার আলিফ

বিধ্বস্ত বিমানে গাজীপুরের একই পরিবারের পাঁচজন

বিধ্বস্ত বিমানের বাংলাদেশি আরোহী ৩২, নেপালি ৩৩

৬৭ যাত্রী নিয়ে ইউএস-বাংলার বিমান নেপালে বিধ্বস্ত

সফর সংক্ষিপ্ত করে মঙ্গলবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

বিধ্বস্ত বিমানের সব যাত্রী বীমা সুবিধা পাবেন: ত্রাণমন্ত্রী

চিকিৎসক দল পাঠানো হবে নেপালে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজেকে সৌভাগ্যবান মনে করছেন বেঁচে যাওয়া নেপালি

সংবাদ সম্মেলনে যা জানালো ইউএস বাংলা এয়ারলাইন্স

ফ্লাইটে ছিলেন বৈশাখী টিভির প্রতিবেদক ফয়সাল আহমেদ

ইউএস বাংলার বিমান বিধ্বস্তে নিহত অন্তত ৫০, নিখোঁজ ৯

নেপালে বিমান বিধ্বস্তের ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
নিখোঁজ বিলকিস ও তার স্বামীকে খুঁজতে কাঠমান্ডু যাবেন ভাই

ইউএস-বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত যা জানা গেছে
নেপালে ইউএস-বাংলার বিমান বিধ্বস্ত: উদ্ধার অভিযানের ভিডিও

নেপালে বিধ্বস্ত বিমানে ছিলেন রাগীব রাবেয়া মেডিক্যালের ১৩ শিক্ষার্থী
‘বাংলাদেশি আহতদের সঙ্গে কথা বলেছি, নিহতদের শনাক্তে কাজ করছি’

বিধ্বস্ত উড়োজাহাজে থাকা যাত্রীদের তথ্য পেতে ইউএস বাংলার হটলাইন

কাঠমান্ডু যাচ্ছেন ইউএস বাংলা ও সিভিল এভিয়েশেনের কর্মকর্তারা

নেপালি ১৩ শিক্ষার্থীর স্মরণে রাগীব রাবেয়া মেডিক্যালে তিন দিনের শোক

দুর্ঘটনা নিয়ে পরস্পরকে দোষারোপ ইউএস বাংলা ও বিমানবন্দর কর্তৃপক্ষের

অবতরণের আগে কন্ট্রোল রুম থেকে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছিল: ইউএস বাংলার সিইও

/এমএ/এমপি/চেক-এমওএফ/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
তাইওয়ানের পূর্ব উপকূলে সিরিজ ভূমিকম্প
আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া
সর্বশেষ খবর
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক