X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পূর্ব ঘৌটায় হামলা বন্ধে আসাদ বাহিনীর প্রতি ইইউ-এর আহ্বান

বিদেশ ডেস্ক
১৪ মার্চ ২০১৮, ১৮:২৩আপডেট : ১৪ মার্চ ২০১৮, ১৮:৩৬

পূর্ব ঘৌটায় হামলা বন্ধে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার সংস্থাটির নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোঘেরিনি এ আহ্বান জানান। ইউরোপিয়ান পার্লামেন্টের বৈঠকে দেওয়া বক্তব্যে তিনি আসাদের পৃষ্ঠপোষক রাশিয়ার ঘোষিত দিনে পাঁচ ঘণ্টা অস্ত্রবিরতি কার্যকরের ওপর জোর দেন। প্রয়োজনীয় মানবিক সামগ্রী সরবরাহ ও আহতদের সরিয়ে আনতে এর প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

পূর্ব ঘৌটায় হামলা বন্ধে আসাদ বাহিনীর প্রতি ইইউ-এর আহ্বান ফেডেরিকা মোঘেরিনি বলেন, এই অস্ত্রবিরতি গুরুত্বপূর্ণ। তবে এটাই যথেষ্ট নয়।

এদিকে অবরুদ্ধ পূর্ব ঘৌটায় আসাদ বাহিনীর হামলায় আহতদের সরিয়ে নিতে আসাদের প্রধান পৃষ্ঠপোষক রাশিয়ার সঙ্গে সোমবার একটি চুক্তিতে পৌঁছেছে বিরোধী দল জৈশ আল ইসলাম। এর আওতায় মঙ্গলবার ১৫০ জন আহত ব্যক্তিকে পূর্ব ঘৌটা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে সিরিয়ায় জাতিসংঘের শীর্ষ ত্রাণ কর্মকর্তা আলি আল-জাতারি বলেন, আমরা আশা করছি পূর্ব ঘৌটা থেকে বেসামরিকদের সরিয়ে নেওয়া সম্ভব হবে।

আসাদবিরোধীদের সর্বশেষ শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত পূর্ব ঘৌটায় প্রায় ৪ লাখ মানুষের বাস। ২০১৩ সাল থেকে এলাকাটি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি সেখানে বিমান হামলা শুরু করে রাশিয়া সমর্থিত আসাদ বাহিনী। গত ২৫ ফেব্রুয়ারি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পূর্ব ঘৌটায় বিমান হামলা বন্ধ করতে একটি সর্বসম্মত যুদ্ধবিরতি প্রস্তাব পাশ হলেও আইএস, আল-কায়েদা ও আল নুসরা ফ্রন্টের মতো জঙ্গিদের জন্য এই অস্ত্রবিরতি কার্যকর ছিল না। জাতিসংঘের মানবাধিকার সমন্বয় বিষয়ক কার্যালয়ের মতে এই এক মাসের কম সময়ে সেখানে সহস্রাধিক বেসামরিক প্রাণ হারিয়েছেন।

রাশিয়ার সঙ্গে করা চুক্তির বিষয়ে জৈশ আল ইসলাম জানিয়েছে, তারা আসাদের মিত্র রাশিয়ার সঙ্গে সমঝোতায় এসেছে। সমঝোতা অনুযায়ী আহত বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হবে।

মঙ্গলবার সকালে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে দেখা যায়, বেসামরিকরা পূর্ব ঘৌটা থেকে পালিয়ে যাচ্ছেন। শহরটির বেশিরভাগ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে সরকারি বাহিনী। তাদের বিমান হামলায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে ‍দুমা ও হারাস্তা শহর। দুমায় খোলা আকাশের নিচেই ঘুমাতে হচ্ছে বাসিন্দাদের।

২০১১ সালের মার্চে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধে কমবেশি ৩ লাখ ৫০ হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া গৃহহীন হয়েছেন এক কোটি ২০ লাখ মানুষ, যা দেশটির মোট জনসংখ্যার অর্ধেক। সূত্র: আল জাজিরা, আনাদোলু এজেন্সি।

/এমপি/
সম্পর্কিত
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
সর্বশেষ খবর
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী