X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ভারতে কৃষকদের অধিকার প্রশ্নে সরব আমির খান

বিদেশ ডেস্ক
১৪ মার্চ ২০১৮, ১৮:৪৭আপডেট : ১৪ মার্চ ২০১৮, ১৮:৫৩
image

ভারতে কৃষকদের সাহায্য করার জন্য সবার এগিয়ে আসা উচিত বলে মন্তব্য করেছেন বলিউড সুপারস্টার আমির খান। তিনি বলেছেন, শহরবাসীদের আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়ানো জরুরি।

ভারতে কৃষকদের অধিকার প্রশ্নে সরব আমির খান বুধবার নিজের ৫৩তম জন্মদিন পালনের সময় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মিস্টার পারফেকশনিস্ট।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ডটকমের এক প্রতিবেদনে বলা হয়, বিজয় কৃষ্ণ আচারিয়ার থাগস অব হিন্দুস্তান ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন আমির। সেখান থেকেই জন্মদিন উদযপানে মুম্বাইয়ে আসেন তিনি। সাংবাদিকরা প্রশ্ন করেন কৃষকদের নিয়ে।

সবসময়ই কৃষকদের পক্ষে কথা বলা আমির এদিনও তার অবস্থানে অটল ছিলেন। বলেছেন, কৃষকদের অধিকার আদায়ে তাদের পাশে থাকা উচিত শহরবাসীদের।

ঋণ মওকুফের স্কিম চললেও সুবিধার সে উত্তাপ লাগেনি মহারাষ্ট্রের কৃষকদের গায়ে। বাধ্য হয়ে বহু কৃষক বেছে নিয়েছেন আত্মহত্যার পথ। অখিল ভারতীয় কৃষক সভা দলের নেতৃত্বে আত্মহত্যাকারী কৃষকদের পরিবারসহ  প্রায় ৫০ হাজার কৃষক তাই এবার যথাযথ ঋণ সুবিধার জন্য মুম্বাইয়ে রওনা্ দেয়। যাবতীয় ঋণ থেকে অব্যাহতি পাওয়ার পাশাপাশি আদিবাসী ভূমি কৃষকদের হাতে ফিরিয়ে দেওয়ার দাবি জানায় তারা। বহু সংখ্যক আদিবাসী কৃষকও অংশ নেন ওই লং মার্চে। তারা বলেছেন, জমি তাদের কাছে জীবন-মরণ প্রশ্ন।

মহারাষ্ট্রে আন্দোলনরত ভারতীয় কৃষকরা

মঙ্গলবার কৃষকদের সব দাবি মেনে নেয় মহারাষ্ট্র। তাদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল, ফসলের ন্যায্য দাম, লাঙল যার, জমি তার, গরিব কৃষক ও ক্ষেতমজুরদের জন্য পেনশন, রেল বা মহাসড়ক নির্মাণের জন্য সরকারের জমি অধিগ্রহণ বন্ধ, আন্ত নদীর পানিবণ্টনসহ আদিবাসীদের অরণ্যের জমির ওপরে অধিকার ইত্যাদি।

এই দাবি আদায়ে সোমবার তাদের মহারাষ্ট্রের বিধানসভা ঘেরাও করার কথা ছিল। তবে তার আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনাবিসের এক বৈঠকে বসেন তাদের সঙ্গে। বের হয়ে তিনি বলেন, তার সরকার কৃষকদের দাবির বিষয়ে অত্যন্ত স্পর্শকাতর ও ইতিবাচক মনোভাব পোষণ করে। বৈঠকের পর সেচমন্ত্রী গিরিশ মহাজন বলেন, ‘জমি কৃষকদের নামে দেওয়াসহ সরকার তাদের ১০০ ভাগ দাবি মেনে নিয়েছে।’

 

/এমএইচ/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বশেষ খবর
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
সারা দেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
সারা দেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
উপজেলা নির্বাচন: জেলা-উপজেলায় আ.লীগের সম্মেলন বন্ধ
উপজেলা নির্বাচন: জেলা-উপজেলায় আ.লীগের সম্মেলন বন্ধ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া