X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ইয়েমেন যুদ্ধ বন্ধে হুথি বিদ্রোহী ও সৌদি আরবের গোপন আলোচনা

বিদেশ ডেস্ক
১৬ মার্চ ২০১৮, ০৬:০০আপডেট : ১৬ মার্চ ২০১৮, ০৬:২০

লাখ লাখ মানুষের ক্ষুধা ও মৃত্যুর কারণ ইয়েমেনের যুদ্ধ বন্ধে সৌদি আরব ও হুথি বিদ্রোহীরা গোপনে আলোচনা চালিয়ে যাচ্ছে। এর আগে জাতিসংঘের মধ্যস্ততায় তিন দফা আলোচনার উদ্যোগ নেওয়া হলেও তা ব্যর্থ হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কূটনৈতিক ও ইয়েমেনি কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রিয়াদে নির্বাসিত হাদি সরকারের প্রতিনিধিদের বাদ দিয়ে গত দুই মাস ধরে হুথি বিদ্রোহীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে সৌদি আরব। তবে তাতে কোনও অগ্রগতি হয়েছে কি না তা জানা যায়নি।

ইয়েমেন যুদ্ধ বন্ধে হুথি বিদ্রোহী ও সৌদি আরবের গোপন আলোচনা

তিন বছর আগে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী দখলে নেয় ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। সৌদি রাজধানী রিয়াদে  নির্বাসনে যেতে বাধ্য হন দেশটির প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের অনুগত সেনাবাহিনীর একাংশ হুথিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান পরিচালনা শুরু করে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। তারপর থেকে  এ যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৭ হাজার ৬০০ মানুষ নিহত হয়েছেন। কয়েক লাখ মানুষ ঘরছাড়া হয়েছে। পুরো ইয়েমেন দুর্ভিক্ষের মুখে রয়েছে।

কূটনৈতিক ও ইয়েমেনি কর্মকর্তারা রয়টার্সকে বলেছেন এই যুদ্ধ বন্ধের আলোচনায় হুথি বিদ্রোহীদের মুখপাত্র মোহাম্মদ আবদুল সালামের সঙ্গে সৌদি কর্মকর্তাদের ওমানে সরাসরি যোগাযোগ হচ্ছে। এক কূটনীতিক বার্তা সংস্থাটিকে বলেন, হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের আলোচনা চলছে। তবে তাতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট হাদি সরকারের কোনও প্রতিনিধি জড়িত নেই। আর এটা পরিস্কার যে হুথি এবং কোয়ালিশনদের মধ্যে একটি বিস্তৃত চুক্তি স্বাক্ষরের ইচ্ছাতেই আলোচনা চলছে। তবে এই আলোচনার বিষয়ে সৌদি বা হুথিদের তরফে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।

কূটনীতিকরা বলছেন, সৌদি ও হুথিদের মধ্যে এই আলোচনা দুই মাস ধরে চলছে। আর এর লক্ষ্য হলো নতুন একটি প্রস্তাবের কাঠামো তৈরি করা। গত রবিবার (১১ মার্চ) ইয়েমেনে নতুন জাতিসংঘ দূত মার্টিন গ্রিফিত যোগ দিয়েছেন। সাবেক ব্রিটিশ কূটনীতিক গ্রিফিত ওই প্রস্তাবের বিষয়ে একমত হরেবন বলে আশা করা হচ্ছে।

তবে ওই আলোচনায় কতটা অগ্রগতি হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। ২০১৬ সালে আগস্টে জাতিসংঘের মধ্যস্ততায় কুয়েতে অনুষ্ঠিত এক শান্তি আলোচান ব্যর্থ হয়। হুথি বিদ্রোহী ও ইয়েমেনের সরকারের মধ্যে এই আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। তোরও আগে সুইজারল্যান্ডে দুই পক্ষের মধ্যে অনুষ্ঠিত হওয়া দুই দফা আলোচনা ব্যর্থ হয়। সে সব আলোচনায় সৌদি আরব উপস্থিত ছিল না।

বর্তমান আলোচনায় হাদি সরকারকে বাদ দিয়ে সরাসরি সৌদি আরবের সঙ্গে আলোচনায় বসছে হুথিরা। হাদি সরকারের দুই কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, তারা এই বৈঠকের বিষয়ে কিছুই জানেন না। সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিষয়ে কঠোর সমালোচনা করছেন তারা। তাদের দাবি হাদি সরকারকে বাদ দিয়ে যেকোনও আলোচনা তাদের ইয়েমেন ফেরা বন্ধ করে দেবে। রিয়াদে নির্বাসিত ইয়েমেনি প্রেসিডেন্ট হাদি সর্বশেষ গত বছরের ফেব্রুয়ারিতে সরকারের নিয়ন্ত্রণাধীন এলাকা পরিদর্শন করেন।

 

/জেজে/
সম্পর্কিত
রাজনীতিকদের বিরোধে ক্ষোভ বাড়ছে ইসরায়েলি সেনাদের
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
যুদ্ধবিরতির আলোচনা: উত্তর গাজায় ফিলিস্তিনিদের ফিরতে দেবে ইসরায়েল
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা