X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অবশেষে জামিনে মুক্ত হলেন কাশ্মিরের সাংবাদিক কামরান

বিদেশ ডেস্ক
১৬ মার্চ ২০১৮, ২১:৩৬আপডেট : ১৬ মার্চ ২০১৮, ২১:৪৩
image

ছয় মাসের বেশি সময় কারাগারে আটক থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন কাশ্মিরের তরুণ সাংবাদিক কামরান ইউসুফ। ‘ভারতের বিরুদ্ধে যুদ্ধ চালানো’ও নিরাপত্তাবাহিনীর ওপর ‘পাথর নিক্ষেপ’র অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা আদালত সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, রাষ্ট্রপক্ষের অভিযোগের বিপরীতে তথ্যপ্রমাণের ঘাটতি থাকায় তাকে জামিন দেওয়া হয়েছে। কাশ্মিরের ফ্রিল্যান্স সাংবাদিক কামরান ইউসুফ

গত বছরের ৪ সেপ্টেম্বর পুলওয়ামা জেলার নিজ বাড়ি থেকে কাজের উদ্দেশে বের হন কাশ্মিরের ফটো সাংবাদিক কামরান ইউসূফ। কয়েকদিন পর টেলিভিশন চ্যানেলে প্রচারিত সংবাদ দেখে পরিবারের সদস্যরা জানতে পারেন এই ফ্রিল্যান্স ফটো সাংবাদিককে গ্রেফতার করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী এনআইএ। কাশ্মির থেকে তাকে নয়া দিল্লিতে পাঠানো হয়।

শ্রীনগরভিত্তিক পত্রিকা গ্রেটার কাশ্মিরসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমের জন্য কাজ করতেন কামরান। ভারতের রাজধানী নয়াদিল্লির একটি আদালতের রায়ে বৃস্পতিবার মুক্তি পাওয়ার পর ঘরে ফিরেছেন কামরান। ছেলে ফিরে আসায় আনন্দিত তার মা  রুবিন তাহাসিন। আল জাজিরাকে তিনি বলেছেন, এই কয়েক মাসে আমি এক রাতও ঘুমাতে পারেননি। ছেলেকে নির্দোষ দাবি করে তিনি বলেন, 'সে সব সময় ঘটনাস্থলে আগে পৌঁছে খবর সংগ্রহের চেষ্টা করতো। তার ছবি প্রকাশিত হয়েছে এমন সব পত্রিকা আমরা সংগ্রহে রেখেছি।' 

কাশ্মিরের আলাদা আলাদা অংশ শাসন করে ভারত ও পকিস্তান। ১৯৮৯ সালে স্বাধীনতার দাবিতে কাশ্মিরের অধিবাসীরা সশস্ত্র সংগ্রাম শুরু করে। তখন এ পর্যন্ত সেকানকার ৭০ হাজার অধিবাসীকে হত্যা করেছে দুই দেশের নিরাপত্তাবাহিনী। এর মধ্যে অন্তত ২১ জন সাংবাদিক রয়েছেন।

নয়া দিল্লির আদালতে কামরানের বিরুদ্ধে দায়ের করা অভিযোগে এনআইএ দাবি করে তিনি সত্যিকার সাংবাদিক নন। হাসপাতাল, স্কুল ভবন, রাস্তা সেতু উদ্বোধনের মতো সরকারের কোনও উন্নয়নের সংবাদ তিনি কখনওই কাভার করেননি। আদালতের কাছে কামরানকে গ্রেফতারের যৌক্তিকতা প্রমাণ করতে গিয়ে এনআইএ জানায়, তার মোবাইল নাম্বার সেই সমস্ত এলাকাতেই অবস্থান করতো যেখানে সন্ত্রাসবিরোধী অভিযান চলতো।

তবে বৃহস্পতিবার দেওয়া রুলিংয়ে আদালত বলেছে, কোনও এলাকায় পাথর নিক্ষেপের ঘটনা ঘটলে স্বভাবতই একজন ফটো সাংবাদিক সেখানে যাবেন। তবে এনআইএ এমন একটি ভিডিও বা ছবিও হাজির করতে পারেনি, যেখানে তাকে পাথর নিক্ষেপে জড়িত থাকতে দেখা যায়। কামরানের আইনজীবী ওয়ারিশা ফারাসাত আদালতের এই অবস্থানকে ‘যৌক্তিক’ আখ্যা দিয়ে স্বাগত জানিয়েছেন।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কামরানের বিরুদ্ধে বিচারকে কাশ্মিরের সাংবাদিকতার কণ্ঠরোধের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচেষ্টা আখ্যা দিয়েছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী