X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

জার্মানির জন্য ইসলাম নয়: দেশটির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী

বিদেশ ডেস্ক
১৭ মার্চ ২০১৮, ০৬:৫৯আপডেট : ১৭ মার্চ ২০১৮, ০৭:০২

জার্মান চ্যান্সেলন অ্যাঙ্গোলা মের্কেলের পুরোপুরি বিপরীত বিশ্বাসের কথা তুলে ধরে দেশটির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হোর্স্ট সিহোফার বলেছেন, ‘ইসলাম তার দেশের নয়’। সিহোফার মের্কেলের অভিবাসন নীতির কঠোর সমালোচক ছিলেন। কিন্তু বর্তমান জোট সরকারের অন্যতম নেতা। জার্মানির কট্টর ডানপন্থীদের ভোট এএফডি দলের পক্ষে টানার জন্য এমন মন্তব্য করেছেন বলে মনে করা হচ্ছে। তবে চ্যান্সেলর এই বক্তব্য সঙ্গে নিজের কোনও সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। 

জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী হোর্স্ট সিহোফার  

জার্মানির বহুল প্রচারিত পত্রিকা বিল্ড’কে দেওয়া এক সাক্ষাৎকারে সিহোফার বলেন,  জার্মানি খ্রিস্ট ধর্মের মাধ্যমে গড়ে উঠেছে। আর দেশটিকে তার ঐতিহ্য ত্যাগ করা উচিত হবে না। তিনি আরও বলেন,  ‘না, জার্মানির জন্য ইসলাম নয়। জার্মানি খ্রিস্টধর্মের জন্য গড়ে উঠেছে।’

সিহোফার আরও বলেন, আমাদের মধ্যে বসবাসকারী মুসলিমরা প্রকৃতগতভাবে জার্মানির বাসিন্দা। তার মানে এই না যে অন্যদের সম্পকের্ মিথ্যা বিবেচনার মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্য ও রীতিনীতি ত্যাগ করবো। মুসলিমদের আমাদের সঙ্গে বাস করতে হবে। আমাদের পেছনে বা বিরুদ্ধে নয়।

 সিহোফার মের্কেলের জোট সহযোগী সিএসইউ দলের প্রধান। তিনি আশ্রয়প্রার্থীদের প্রত্যাখ্যান করে বিতাড়িত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

অভিবাসনবিরোধী আন্দোলনের মধ্যেও ২০১৫ সালের নির্বাচনে সহজ জয় পান অ্যাঙ্গোলা মের্কেল। তিনি বিশ্বাস করেন ইসলাম জার্মানির একটা অংশ। তিনি মূলত দেশটির সাবেক প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান উলফের কথার প্রতিধ্বনি করেন। শুক্রবার তিনি ধর্মগুলোর মধ্যে সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

মের্কেল বলেন, আমাদের দেশ খ্রিস্টধর্ম ও ইহুদি ধর্মের দ্বারা ব্যাপক প্রভাবিত। কিন্তু একই সঙ্গে আমাদের দেশে ৪০ লাখ মুসলিম বাস করেন। তারা এখানে তাদের ধর্ম পালন করেন। এই মুসলিমরা জার্মানির মানুষ। তাই তাদের ধর্ম ইসলামও জার্মানির। 

/আরএ/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
আত্মীয়ের জানাজা শেষে ফেরার পথে প্রাণ গেলো মা-ছেলের
আত্মীয়ের জানাজা শেষে ফেরার পথে প্রাণ গেলো মা-ছেলের
বৃষ্টির প্রার্থনায় বিভিন্ন জেলায় নামাজ আদায়
বৃষ্টির প্রার্থনায় বিভিন্ন জেলায় নামাজ আদায়
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বোল্ট
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বোল্ট
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা